ম্যানেজার পদে লোকবল নেবে এসিআই
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড। প্রতিষ্ঠানটির ফিন্যান্স বিভাগ সিনিয়র ফিন্যান্স এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক লোকবল নেবে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম : এসিআই লিমিটেড পদের নাম : সিনিয়র ফিন্যান্স এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ : ফিন্যান্স পদসংখ্যা : নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং/ ফিন্যান্স এমবিএ অন্যান্য যোগ্যতা : ফিন্যান্স  এবং অ্যাকাউন্টিংয়ে ভালো জ্ঞান, এমএস অফিস প্যাকেজ, বিশেষত এমএস এক্সেল ভালো দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর  চাকরির ধরন : ফুলটাইম  কর্মক্ষেত্র : অফিসে  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : ২৭ থেকে ৩৫ বছর  কর্মস্থল : ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা) বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৩১ মার্চ ২০২৪
২৪ মার্চ, ২০২৪

বিমানবন্দরে লোকবল সংকটে বিঘ্নিত প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে অভিবাসী কর্মীদের সহায়তা দিতে বিমানবন্দর এবং প্রয়োজনে অন্যান্য বহির্গমন ও প্রত্যাগমন স্থানে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হবে। ২০১৮ সালের প্রণীত আইনে এমনটা উল্লেখ থাকলেও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাশাপাশি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ ডেস্ক পরিচালনা করছেন। আইনে বিএমইটিকে ডেস্ক পরিচালনার ব্যাপারে কিছুই বলা নেই। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের লোকবল সংকট ও প্রয়োজনীয় নিয়োগ দেওয়ার ধীরগতির সুযোগে বিএমইটিও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালনার দায়িত্বে রয়েছে। এতে দুই প্রতিষ্ঠানের টানাপোড়নে ব্যাহত হচ্ছে প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ। জানা গেছে, বিদেশগামী ও প্রত্যাগতকর্মীদের আগমনকালে সহায়তা, মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা দেয় প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রবাসী কল্যাণ ডেস্কে সেবাপ্রত্যাশীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হয়। পৃথিবীর ১৭৬ দেশে এক কোটির বেশি কর্মী বিদেশে কর্মরত রয়েছেন। ১৯৯২ সালের ১ জুলাই অনুষ্ঠিত ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের প্রথম বোর্ডসভায় প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপনের সিদ্ধান্ত হয়। ১৯৯৫ সাল থেকে প্রবাসী কল্যাণ ডেক্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনবল পদায়ন করে সেবা দেওয়া শুরু করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে। তাই প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তাদের ডিউটি তিন শিফটে ভাগ করা হয়েছে। প্রতি শিফটে একজন করে শিফট ইনচার্জসহ ১৪ থেকে ১৫ জন ১২ ঘণ্টা করে ডিউটি করেন। বিমানবন্দরে মোট ৬টি প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে সেবা কার্যক্রম চলছে। প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরের বিভিন্ন স্থানে এই ডেস্কগুলো কাজ করছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী উপপরিচালক (প্রশাসন) নাজমুল হক বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হচ্ছে। ২০১৮ সালের আইন অনুযায়ী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনেই প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হওয়ার বিধান রয়েছে। তবে লোকবল সংকট এবং নিয়োগ না হওয়ায় ডেস্কের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
০৭ মার্চ, ২০২৪

লোকবল নিচ্ছে পদ্মা ব্যাংক
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।  উক্ত পদের জন্য প্রার্থীদের বেশ কিছু যোগ্যতা থাকতে হবে- শিক্ষাগত যোগ্যতা : ফাইন্যান্স/অ্যাকাউন্টিং/মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: শেয়ার বাজার, ট্রেডিং এবং স্টক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান থাকাতে হবে। এ ছাড়াও ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা লাগবে।  চাকরির ধরন : ফুলটাইম  কর্মক্ষেত্র : অফিসে  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : প্রযোজ্য নয়  কর্মস্থল : ঢাকা  বেতন : আলোচনা সাপেক্ষে (ব্যাংক বেতন কাঠামো অনুযায়ী)  অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১০ নভেম্বর, ২০২৩

লোকবল নেবে মাউশি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি একটি প্রকল্পে ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকল্পের নাম : সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প পদের বিবরণ চাকরির ধরন : অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ বয়স : ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনের ঠিকানা : প্রকল্প পরিচালক, সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কক্ষ নং ৮০৪, ৮ম তলা, ২য় ব্লক, শিক্ষা ভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০। আবেদন ফি : প্রকল্প পরিচালক, সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর ২০২৩
০৩ নভেম্বর, ২০২৩

সংবাদ সম্মেলনে ভোক্তা ডিজি / লোকবল সংকটে ঠিকমতো তদারকি হচ্ছে না
লোকবল সংকটে নিত্যপণ্যের বাজার ঠিকমতো তদারকি করা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি জানান, সারা দেশে ৪৪-৪৫টি টিম অভিযান পরিচালনা করছে। এটি কোনোভাবেই যথেষ্ট নয়। ১৭ জেলায় কোনো অফিসার দিতে পারিনি। গতকাল সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোক্তা অধিকার সচেতনতাবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ নিয়ে এ সংবাদ সম্মেলন হয়। ভোক্তা ডিজি বলেন, যেখানে জেলায় জনবল দিতে পারিনি, সেখানে উপজেলা পর্যায়ে সেই সুযোগ কম। তার পরও আমরা সমন্বিতভাবে স্থানীয় প্রশাসন নিয়ে কাজ করছি। তিনি আরও বলেন, আমাদের আইনে কিছু দুর্বলতা আছে। সেটা নিয়ে কাজ করছি। তবে আইন শক্তিশালী করার পাশাপাশি জনবল ১০ গুণ বাড়ানো হলেও কোনো কাজ হবে না, যতক্ষণ না আমরা ব্যবসায়ীরা এতে যুক্ত হবো। সেইসঙ্গে অধিকার আদায়ে ভোক্তাদেরও সচেষ্ট হতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শুধু আইন প্রয়োগ ও জেল-জরিমানা বা শাস্তি দিয়ে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
০৩ অক্টোবর, ২০২৩
X