অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১১ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল কাদির, তার নিকটাত্মীয় সিরাজ মিয়া, আনু মিয়া ও লিলু মিয়া। স্থানীয়রা জানান, আগুয়া গ্রামের ওই স্ট্যান্ড থেকে উপজেলার বিভিন্ন স্থানে অটোরিকশাগুলো চলাচল করে। স্থানীয় ইউপি সদস্য ও আগুয়া গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের বদরুল আলমের (অটোরিকশা স্ট্যান্ডের তত্ত্বাবধায়ক) আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার দুপুরে সোহেলের চাচাতো ভাই অটোরিকশাচালক কাদির মিয়ার সঙ্গে যাত্রী ওঠানো নিয়ে বদরুলের কথা কাটাকাটি হয়। গ্রামে ওই খবর পৌঁছালে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, বল্লম ও ইটপাটকেল নিয়ে মারামারিতে জড়ান। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের। সংঘর্ষের পর নিহতের স্বজনরা প্রতিপক্ষের বাড়িতে ব্যাপক লুটপাট চালান। ইউপি সদস্য সোহেল মিয়া জানান, নিহত তিনজনের মধ্যে কাদির ও সিরাজ তার চাচাতো ভাই। আর লিলু মিয়া সম্পর্কে তার মামা হন। অটোরিকশা স্ট্যান্ডের তত্ত্বাবধায়ক বদরুল আলমের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বানিয়াচং সার্কেল ও সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
১০ মে, ২০২৪

ওষুধবাহী পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের ফুলবাড়ীতে ওষুধবাহী মিনি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর তিনজন। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনো নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সামসুল হক (৬৯)। তিনি পার্বতীপুর উপজেলার হারিরামপুর ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের মৃত মজিতুল্লাহর ছেলে। আহত তিনজন হলেন একই উপজেলার আনন্দবাজার উত্তর গ্রামের ফয়জার আলীর ছেলে রফিকুল ইসলাম (৬৫), একই গ্রামের আলস্না মালিকের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও দলাইকোটা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. মাবুদ (৪২)। পেশায় হতাহতরা সকলেই মৎস্যজীবী। মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতেন।      পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল হকসহ ওই তিনজন ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুরের এক পুকুরে মাছ ধরার জন্য বৃহস্পতিবার সকালে সরঞ্জামসহ ব্যাটারিচালিত অটোভ্যানে করে ফেরার সময় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারোকোনা ওষুধবাহী মিনি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই সামসুল হকের মৃত্যু ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানার এসআই আসলাম উদ্দিন বিশ্বাস ও এএসআই মো. গোলাম রব্বানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর মিনি পিকআপটির চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহ ও পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে সড়ক আইনে মামলা হয়েছে।
০৯ মে, ২০২৪

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের বানিয়াচঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। নিহতরা হলেন, উপজেলার আগুয়া গ্রামের একই গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৩০)। স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে ২জন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। মূলত এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
০৯ মে, ২০২৪

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে দুজন। বুধবার (৮ মে) সকালে উপজেলার ব্রক্ষকপালিয়ার ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- উপজেলার ধোপাকান্দি গ্রামের নজরুল ইসলাম ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল গফুর। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পাবনা থেকে পিকআপভ্যানটি সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপটি ব্রক্ষকপালিয়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
০৮ মে, ২০২৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মাদারীপুরের রাজৈরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ মে)  উপজেলার  বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের পূর্ব পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার চরঘুনসি গ্রামের ধলু হাওলাদার ও একই গ্রামের বাসিন্দা হোসেন মুন্সি। রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টায় কাঁঠালিয়া গ্রামের পূর্ব পাশের সড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুজন নিহত হয়। এ সময় ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহত দুজনের মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
০৪ মে, ২০২৪

সিএনজি ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের বোয়ালখালীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিচালক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের মিলিটারীপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজিচালকের নাম মো. ওসমান (৪২)। নিহত ওসমান পটিয়া উপজেলার চরকানাই হাবিলাসদ্বীপ ৫ নম্বর ওয়ার্ড আদম পাড়ার মাওলানা হারুনুর রশিদের বাড়ির মো. আইয়ুব আলী ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। আহতরা হলেন- মো. তুষার, লায়লা বেগম, পেয়ার মোহাম্মদ, মোজাম্মিল ও নুর বেগম। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় মিলিটারীপুল এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত ওসমানের এলাকাবাসী মো. আজাদ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। আহতরা গুরুতর অবস্থায় মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
০৩ মে, ২০২৪

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামতলী এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ধনবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম। নিহতরা হলেন, জেলার ধনবাড়ী থানার পানকাতা গ্রামের মো. আমজাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪০) এবং ধনবাড়ী উপজেলার বলিভদ্র গ্রামের আজিজুর রহমানের স্ত্রী স্বপ্না আক্তার (৩০)। এ বিষয় ধনবাড়ী থানার এসআই সবুজ আহমেদ জানান, জামালপুর থেকে ধনবাড়ী আসার সময় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো চালক বাবুল ও যাত্রী স্বপ্না নিহত হন। ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তিনি মনে করেন, ওই জায়গাটা ফাঁকা। যার কারণে চালক গাড়ির গতি তোলেন বেশি। ওই স্থানে শীতের দিনে ফাঁকা জায়গা হওয়াতে ঘনকুয়াশা বেশি পরে। যার কারণে চালকরা কিছু দেখতে পায় না। এসব কারণে উপজেলার ওই স্থানে সড়ক দুর্ঘটনা বেশি হয় বলে মনে করেন। ধনবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, উপজেলার জামতলী এলাকায় জামালপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। আহত হন আরও দু’জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
৩০ এপ্রিল, ২০২৪

ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যান ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার তগলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের পিকআপচালক হৃদয় মিয়া ও তার সহকারী শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাঁও) গ্রামের রিপন মিয়া। স্থানীয়রা জানান, সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার থেকে মাছ নিয়ে সিলেটে যাচ্ছিল পিকআপটি। উপজেলার তগলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপচালক ও সহকারী নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম কালবেলা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
৩০ এপ্রিল, ২০২৪

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।  সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা খোদাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের সঙ্গে শ্যামলী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মহিলা নিহত হয়েছেন। মাইক্রোবাসটি কক্সবাজার থেকে বাঁশখালী যাচ্ছিল। ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, বেলা ১১টার দিকে ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এলাকায় কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। তিনি বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
২৯ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সবজিপাড়া এলাকার মিলার্স অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।  কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
২৭ এপ্রিল, ২০২৪
X