১০ কোটি টাকা লোপাটে গ্রেপ্তার ৩ ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
অগ্রণী ব্যাংকের পাবনার কাশিনাথপুর শাখায় ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেপ্তার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা মিলেছে। পরে পুলিশে অভিযোগ দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে শুক্রবার তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। কমিটির প্রধান সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৮ এপ্রিল, ২০২৪

ভল্ট থেকে টাকা লোপাট / অগ্রণী ব্যাংকের গ্রেপ্তার সেই ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেপ্তার অগ্রণী ব্যাংক পাবনার কাশিনাথপুর শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন। এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) তাদের সাময়িক বরখাস্ত করা হয়। আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া যায়। পরে পুলিশকে অভিযোগ দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। কমিটির প্রধান হলেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের শুক্রবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আনোয়ার হোসেন সাগর গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  প্রসঙ্গত, অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি পরিদর্শন টিম নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখা পরিদর্শনে যান। সেখানে টাকার হিসাব গ্রহণকালে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার অনিয়ম ধরা পড়ে।
২৭ এপ্রিল, ২০২৪

উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস সাময়িক বরখাস্ত
জামালপুর ইসলামপুরে শিক্ষা অফিসার ফেরদৌসকে আর্থিক অনিয়মের অভিযোগে সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে করা বিভাগীয় মামলা তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়। রোববার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা শাখার সিনিয়র সচিব ফজলুর রহমানের স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী শিক্ষক কর্মকর্তা এটিও আইয়ুব আলী বলেন, টিও স্যারকে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল কাগজ পেয়েছি ওই প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে ইসলামপুর উপজেলা শিক্ষা অফিসার (পদায়নের আদেশাধীন সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষীপুর) মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অসাধারণের বিষয়ে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন অপ্রাসঙ্গিক তথ্য পারিপার্শ্বিকতা পর্যালোচনা করা বিভাগীয় মোকদ্দমা তদন্ত তার প্রভাব বিস্তারের আশঙ্কা আছে। তিনি বলেন, সরকারি চাকরি আইন ২০১৮ এর বিধি মোতাবেক ৩৯ অনুযায়ী জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।  তিনি আরও বলেন, তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। ইউএনও কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন মোহাম্মদ ফেরদৌস। তিনি ২০২০ সালের ৪ জুন ইসলামপুরে যোগদান করেন। গত ৭ই ফেব্রুয়ারি প্রাথমিক ও  গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদানের আদেশপ্রাপ্ত হন, টিও মোহাম্মদ ফেরদৌস। এটিও বলেন, পরদিন ৮ ফেব্রুয়ারি ওই প্রজ্ঞাপন আংশিক সংশোধনে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় মোহাম্মদ ফেরদৌসকে যোগদান করতে প্রজ্ঞাপনে তাকে পদায়নকৃত কর্মস্থল লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত ১২ ফেব্রুয়ারি যোগদান করতে বলা হয়। কিন্তু তিনি কোনো সিনিয়র কর্মকর্তার কাছে টিও পদের দায়িত্বভার হস্তান্তর করেননি।  উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইলে ফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। 
২৭ মার্চ, ২০২৪

হাতকড়াসহ ২ আসামির পলায়ন, চার পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
বগুড়ায় চোর সন্দেহে আটক দুই আসামি হাতকড়াসহ পুলিশ ফাঁড়ি থেকে পালানোর ঘটনায় চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক দুজনের  মধ্যে রোববার (২৪ মার্চ) রাতে পুলিশ একজনকে পুনরায় গ্রেপ্তার করেছে। সোমবার বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত ৪ পুলিশ সদস্য হলেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী এএসআই সোহেল রানা, পুলিশ সদস্য মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন। সোমবার (২৫ মার্চ) গ্রেপ্তার হওয়া আসামিসহ দুজনের নামে পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মার্চ) ভোর রাতে এলজিইডি অফিসের সামনে জনগণের হাতে চোর সন্দেহে মোহাম্মদ আলী (২৮) ও মিঠু মিয়া ওরফে ফারুক (২২) নামের দুইজনকে আটক করা হয়। পরে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, পুলিশ সদস্য একরামুল হক ও মানিক রতন নিশিন্দারা তাদেরকে নিজেদের হেফাজতে নেন। পরে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপশহর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে দুই আসামিকে হাতকড়া লাগিয়ে দায়িত্বরত পুলিশ সদস্য মাহবুব আলমের হেফাজতে রাখা হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ আটক দুই আসামি পালিয়ে যায়। পরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রোববার রাতে মোহাম্মদ আলীকে আদমদীঘি থেকে হাতকড়াসহ পুলিশ পুনরায় গ্রেপ্তার করে। পলাতক অপর আসামি মিঠু মিয়াকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। বগুড়া সদর থানার ওসি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সুপারের আদেশে রোববার রাতে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পলাতক মিঠু মিয়া ও পুনরায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলীর নামে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ বাদী হয়ে মামলা করেছেন। পলাতক অপর আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
২৬ মার্চ, ২০২৪
X