জামালপুর ইসলামপুরে শিক্ষা অফিসার ফেরদৌসকে আর্থিক অনিয়মের অভিযোগে সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে করা বিভাগীয় মামলা তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়।
রোববার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা শাখার সিনিয়র সচিব ফজলুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী শিক্ষক কর্মকর্তা এটিও আইয়ুব আলী বলেন, টিও স্যারকে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল কাগজ পেয়েছি ওই প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে ইসলামপুর উপজেলা শিক্ষা অফিসার (পদায়নের আদেশাধীন সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষীপুর) মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অসাধারণের বিষয়ে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন অপ্রাসঙ্গিক তথ্য পারিপার্শ্বিকতা পর্যালোচনা করা বিভাগীয় মোকদ্দমা তদন্ত তার প্রভাব বিস্তারের আশঙ্কা আছে।
তিনি বলেন, সরকারি চাকরি আইন ২০১৮ এর বিধি মোতাবেক ৩৯ অনুযায়ী জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তিনি আরও বলেন, তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। ইউএনও কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন মোহাম্মদ ফেরদৌস। তিনি ২০২০ সালের ৪ জুন ইসলামপুরে যোগদান করেন। গত ৭ই ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদানের আদেশপ্রাপ্ত হন, টিও মোহাম্মদ ফেরদৌস।
এটিও বলেন, পরদিন ৮ ফেব্রুয়ারি ওই প্রজ্ঞাপন আংশিক সংশোধনে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় মোহাম্মদ ফেরদৌসকে যোগদান করতে প্রজ্ঞাপনে তাকে পদায়নকৃত কর্মস্থল লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত ১২ ফেব্রুয়ারি যোগদান করতে বলা হয়। কিন্তু তিনি কোনো সিনিয়র কর্মকর্তার কাছে টিও পদের দায়িত্বভার হস্তান্তর করেননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইলে ফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
মন্তব্য করুন