ফের হুতিদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এ ঘটনা ঘটে। অবশ্য হুতিদের হামলায় আবারও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। খবর আলজাজিরার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-৯ রিপার আক্রমণকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। হামলার সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। মার্কিন সামরিক বাহিনী অবশ্য এ ড্রোনটির বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে মার্কিন সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিবিএস নিউজ নিশ্চিত করেছে, একটি এমকিউ-৯ ড্রোন গত শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে ‘বিধ্বস্ত’ হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে। এ ধরনের একটি ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বলেও জানিয়েছে সিবিএস নিউজ। আলজাজিরা বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল হুতি গোষ্ঠী। এর মধ্যে প্রথমটি গত বছরের নভেম্বরে ভূপাতিত করা হয়। আর হুতিদের হামলায় দ্বিতীয় মার্কিন ড্রোন ভূপাতিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না। হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপ-সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী। বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে। পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপকূলরেখাও নিয়ন্ত্রণ করে থাকে।
২৯ এপ্রিল, ২০২৪

ইয়েমেনিদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত
গাজায় ইসরায়েলে হামলার প্রতিবাদে লোহিত সাগরে সরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটি নৌপথে চলাচলকারী জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে। এবার তাদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মার্কিন কর্মকর্তাদের দুটি সূত্র জানিয়েছেন, ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী এমকিউ-৯ রিপার মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার মুখোমুখি হয়েছে দেশটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও ড্রোন ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেন্টাগন ড্রোন ভূপাতিতের খবর নিশ্চিত করেছে। সোমবার ইয়েমেনের কাছাকাছি এলাকায় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।  তিনি জানান, সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ভূপাতিত করা ড্রোনটিকে উদ্ধার করা হয়নি বলেও জানান তিনি।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এর আগে গত বছরের নভেম্বরে ইয়েমেন উপকূলে আরেকটি এমকিউ-৯ মার্কিন ড্রোন ভূপাতিত করে হুতিরা। সামরিক এ ধরনের ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়ে থাকে।  গত ৭ অক্টেবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থন নিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠীটি। পরে এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম যুক্ত করে তারা। হুতিদের দাবি, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ হামলা অব্যাহত রাখবে।  মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের এসব হামলার জবাবে ইয়েমেনে ইরানপন্থি এই গোষ্ঠীটির সামরিক স্থাপনায় একের পর এক পাল্টা হামলা করে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
২১ ফেব্রুয়ারি, ২০২৪
X