সারা দেশে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
সারা দেশে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) তিনটি জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। জেলা প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী ফেনীতে দুজন, কুমিল্লায় একজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়। এ ছাড়াও মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন আহতের খবর পাওয়া যায়। এ বজ্রপাতে রাউজানে দুটি গরু মারা যাওয়ার খবরও পাওয়া যায়। ছাগলনাইয়া (ফেনী) ফেনীর ছাগলনাইয়ার দুটি পৃথক স্থানে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একজনের নাম মাহাদী হাসান (২৩)। সে অনার্স প্রথমবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ছিল। জানা গেছে, রোববার (১৯ মে) দুপুর ২টার দিকে রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের মাঠ থেকে কালবৈশাখী ঝড়ের মধ্যে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত মাহদী হাসানের পিতা আতিকুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে তার ছেলে দুর্ঘটনার শিকার হলে সঙ্গে সঙ্গে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার জানান, নিহত মাহাদী হাসান এলাকায় ভালো শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যজন, ঘোপাল ইউনিয়নের দক্ষিণ লাঙ্গল মোড়া এলাকার জালাল মাস্টার বাড়ির ফজলুল করিমের ছেলে শাহীন মাহমুদ অভি। সে নিকুঞ্জরা মাদ্রাসায় দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। রোববার (১৯ মে) একই সময় ঘোপালের দক্ষিণ লাঙ্গল মোড়া এলাকায় বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান অভি। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারাফ হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাদের বাড়িতে গিয়েছি। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামের এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।  রোববার (১৯ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল-লনিশ্বর কৃষি মাঠে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা।  এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক একই এলাকার মজিবুর রহমান। ফটিকছড়ি (চট্টগ্রাম) চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দ্বগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত ব্যক্তির নাম মুহাম্মদ সামশুল আলম (৩৫)। দ্বগ্ধ হওয়ার পর ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার (১৯ মে) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে, গত ৬ মে ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের বাসিন্দা সামশুল ভূজপুর থানার পাশে বজ্রপাতে দগ্ধ হন। বজ্রপাতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। রাউজান (চট্টগ্রাম) রোববার (১৯ মে) বেলা ১১টার দিকে রাউজানের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে বজ্রপাতে কৃষক শামসুল আলমের (৫৯) ২টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত শামসুল আলম জানান, সকালে ঘাস খাওয়ার জন্য গরু দুটিকে জমিতে বেঁধে আসেন তিনি। কিছুক্ষণ পর প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে গরু দুটি আনতে চেয়েও বজ্রপাতের কারণে বের হতে পারেননি। বৃষ্টি থামার পর সেখানে গিয়ে দেখেন গরুগুলো মারা গেছে। মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ ৬ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তাদের ২টি ছাগল মারা যায়। রোববার (১৯ মে) বিকেলের দিকে উপজেলার ১নং ওয়ার্ডের গাজিনগর জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটে। স্বজনদের সূত্রে জানা যায়, বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের ঠিক আগ মুহূর্তে ওই পরিবারের সবাই একটি খোলা মাঠে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। যখন তুমুল বৃষ্টিপাত শুরু হয় তখন সবাই পার্শ্ববর্তী একটি ছোট ঘরে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে একই পরিবারের ৫ জনসহ ১ প্রতিবেশী আহত হন।    আহতরা হলেন, একই পরিবারের রাবেয়া বেগম (৩০) স্বামী মো. আনিছ, আনছার আলীর ছেলে সরাফত আলী (৩২) ও মো. আনিছ (৩৫), তাদের মা সরবানু (৫০), মালেকের ছেলে মোস্তফা (৩৫) এবং প্রতিবেশী মালেকের ছেলে লোকমান হোসেন (৫০)।  এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।
১৬ ঘণ্টা আগে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৭ মে) প্রায় সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে। তবে কোনো কোনো জেলায় বিক্ষোভ মিছিলে প্রশাসন বাধা দিয়েছে বলে দলটি এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে। গত শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ইসলামী আন্দোলনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর ও জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর ও জেলা, রাজশাহী জেলা ও মহানগর, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা জেলা ও মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা জেলা ও মহানগর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রংপুর জেলা ও মহানগর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশগুলো থেকে জেলা নেতারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের মদদ ছাড়া ফিলিস্তিনে ইসরায়েল হামলা করার সাহস পেত না। গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদদপুষ্ট জায়নবাদী ইসরায়েলি হামলা ও ওই এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনা করছে ইসরায়েল। এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ১ লাখেরও বেশি মানুষকে আহত ও পঙ্গু করা হয়েছে। পুরো গাজাকে বৃহত্তর জেলখানায় পরিণত করে সেখানে সবধরনের নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন বর্বরতা ও অসভ্যতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন উচিত মজলুম ফিলিস্তিনের জনগণের পাশে বিশ্বের সকল মুসলমানদের দাঁড়ানো। মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিলে জারজ ইসরায়েলিরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।
১৭ মে, ২০২৪

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সারা দেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ মে) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১১ মে) সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১২ মে) সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় স্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। 
১০ মে, ২০২৪

বাড়ির ছাদে রক্তাক্ত শিশু, সারা গলায় ছুরির ক্ষত
১১ বছরের শফিকুলের পরনে লাল গেঞ্জি। গলা থেকে ঝরছে রক্ত। কাতরাচ্ছিল চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি পরিত্যক্ত ভবনে। আওয়াজ শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। গত মঙ্গলবার ফয়’স লেক বধ্যভূমি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গত বুধবার হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার করে। তারা হলো মো. সুমন (১৫) ও রেজাউল করিম (১৩)। সম্পর্কে তারা দুজনই শফিকুলের চাচা। পুলিশ জানায়, গলায় একটি বাক্স ঝুলিয়ে ফয়’স লেক এলাকায় পান-সিগারেট বিক্রি করত শফিকুল। এই সিগারেটের বাক্সেই নজর পড়ে সুমন ও রেজাউলের। ফুসলিয়ে শফিকুলকে ফয়’স লেক এলাকার পরিত্যক্ত ভবনের চার তলায় নিয়ে যায় সুমন ও রেজাউল। সেখানে তার কাছ থেকে পান-সিগারেটের বাক্সটি কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। শফিকুল সেটি দিতে না চাওয়ায় তার গলায় ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে ক্ষত করে সেখানে ফেলে তারা পালিয়ে যায়। তার কাতরানোর আওয়াজ শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ সময় কারা তাকে হত্যার চেষ্টা চালিয়েছে, তা কাঁপা গলায় বর্ণনা করে শিশুটি। কয়েকজন সেটি ভিডিও করে। সেই ভিডিও দেখেই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। খুলশী থানার এসআই নুরুল আবছার কালবেলাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারের সময় শিশুটি সুমন-রেজাউলের নাম জানায়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তিনজনই শিশু-কিশোর। গ্রেপ্তারের পর তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
১০ মে, ২০২৪

‘ববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেবে’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্বে দেবে। আমাদের শ্রম, মেধা ও প্রজ্ঞা যথেষ্ট আছে। শুধু বিকশিত করার দরকার। যে কোনো পেশায় থেকে তাদের নেতৃত্ব গুণাবলি তৈরি করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শক্ত অবস্থানে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। বৃহস্পতিবারে ( ৯ মে) বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ আয়োজনে সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।  মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। জানতে হবে বাঙালির সঠিক ইতিহাস। কারণ ইতিহাসই একটি জাতিকে সমৃদ্ধ করে। যে জাতি যত সমৃদ্ধ তাদের ইতিহাসও তত সমৃদ্ধ। আমরা যদি বাঙালিদের সুদীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। আমাদের ইতিহাসই হচ্ছে আমাদের অস্তিত্ব এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।  বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।  দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে সর্বমোট ৫১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। আঞ্চলিক এ সম্মেলনে বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজসহ দেশ-বিদেশের বরেণ্য ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন।  এ ছাড়াও সম্মেলনে বাংলাদেশ ইতিহাস সমিতির নেতারা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।  সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ববির উপাচার্যকে সঙ্গে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ছয় দফা বেদী-এনআরবিসি স্কয়ার’ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
০৯ মে, ২০২৪

সারা দেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা
দেশের সব বিভাগের ওপর দিয়ে বজ্রঝড়, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় আরও তিন দিনের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (০৮ মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এক সতর্কবার্তায় জানিয়েছেন, আজ বিকেল ৪টা থেকে শনিবার (১১ মে) বিকেল ৪টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। এর আগে অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছিল, আজ বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
০৮ মে, ২০২৪

সারা দেশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
গত দুদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই আরও তিন দিনের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত কালবৈশাখীর সতর্কবাতায় এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।   এদিকে বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায়য় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।   এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
০৮ মে, ২০২৪

আজও সারা দেশে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রোববার সারা দেশে বিশেষ করে পূর্বাঞ্চলে কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ধারাবাহিকতায় আজও সারা দেশে কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের খুলনা, রাজশাহী বিভাগ ছাড়াও সারা দেশে কাল বৈশাখী ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৬ মে) আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সিনপটিক অবস্থা : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
০৬ মে, ২০২৪

ঢাকাসহ সারা দেশে গাছ কাটা বন্ধ চেয়ে রিট
পরিবেশ রক্ষায় রাজধানীসহ সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট ছারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভূঁইয়া ও অ্যাডভোকেট রিপন বাড়ৈ জনস্বার্থে রিটটি করেছেন। আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চে রিটটি শুনানি হতে পারে বলে জানান রিটের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সম্প্রতি তাপমাত্রার অত্যধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে বলে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রিটে সংযুক্ত করা হয়েছে। রিট আবেদনে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে, তা হলো গাছ কাটা নিয়ন্ত্রণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে সাত দিনের মধ্যে পরিবেশবাদী, পরিবেশ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপকদের সমন্বয়ে সাত সদস্যের কমিটি গঠন, যারা প্রয়োজনে ঢাকা শহরে গাছ কাটার অনুমতি দেবে। গাছ কাটা বন্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের মধ্যে সার্কুলার জারি করে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পরিবেশ অফিসার, সরকারি কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি বা সেক্রেটারি এবং সিভিল সার্জনের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দেবে, যাদের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। গাছ কাটা বন্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের মধ্যে সার্কুলার জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, সমাজকল্যাণ কর্মকর্তা, এসিল্যান্ড এবং এলজিইডির নির্বাহী ইঞ্জিনিয়ারের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দেবে, যাদের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। কমিটি হওয়ার আগ পর্যন্ত সব বিবাদী নিজ নিজ এলাকায় যাতে কোনো গাছ কাটা না হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ চাওয়া হয় এবং দুই সপ্তাহের মধ্যে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের নির্দেশনা চাওয়া হয়। গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, ঢাকা শহরসহ অন্যান্য জেলা এবং উপজেলা শহরে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪-এর বিধানে গাছ লাগানোর চুক্তিভুক্ত পক্ষকে অর্থ দেওয়ার বিধান সংযুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে মর্মে রুল চাওয়া হয়েছে। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র; দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রধান বন সংরক্ষক; সড়ক মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী এবং আইজিপিকে বিবাদী করা হয়েছে।
০৬ মে, ২০২৪

সারা দেশে তীব্র কালবৈশাখীর শঙ্কা
দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ মে) বিকেলে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে দমকা/ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারেও বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের ৭টি বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলা হয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া আগামীকাল সোমবারের (৬ মে) ২৪ ঘণ্টার বার্তায় বলা হয়েছে, এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সকাল থেকে মঙ্গলবার (৭ মে) সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এ ছাড়া মঙ্গলবার সকাল থেকে বুধবার (৮ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচদিনে সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়।
০৫ মে, ২০২৪
X