সুইজারল্যান্ড গেলেন স্পিকার
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন।  বুধবার (২০ মার্চ) রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। জেনেভায় আগামী ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  এ সময় তার সঙ্গে সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান ঢাকা ত্যাগ করেছেন।  এ ছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।  সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার, সংসদীয় প্রতিনিধি দল ও তার সফরসঙ্গীরা আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।
২১ মার্চ, ২০২৪

সুইজারল্যান্ড থেকে আসছে এলএনজি
সুইজারল্যান্ডভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটিতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিকে, আসন্ন রমজানে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির কার্যক্রম বাড়াবে সরকার। এ জন্য ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৩৯১ কোটি ১৯ লাখ টাকার রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাইস ব্রান অয়েল কেনা হবে ১ কোটি ২০ লাখ লিটার। অন্যদিকে ২০ হাজার টন মসুর ডাল কেনা হবে। রোজার আগেই এসব পণ্য সংগ্রহ করা হবে।  মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, তিন লটে সরাসরি ক্রয় পদ্ধতিতে স্থানীয় প্রতিষ্ঠান মজুমদার প্রডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস এবং আলী নেচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ভোজ্যতেল কেনা হবে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ৬০ লাখ টাকা। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৫৮ টাকা। সভায় ভারতের উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যা কিনতে সরকারের ব্যয় হবে ৯৬ কোটি ১৪ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ১৩ পয়সা। এ ছাড়া বগুড়ার রয় এগ্রো ফুড প্রোডাক্টস এবং ঢাকার নাবিল নবা ফুডস থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০৫ টাকা ৪৫ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টিসিবির মাধ্যমে বিক্রির জন্য চলতি ২০২৩–২৪ অর্থবছরে ২৮ কোটি ৮০ লাখ লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ১৫ কোটি ৪৫ লাখ লিটার ইতোমধ্যে কেনা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৮৮ হাজার টন ডাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৫০০ টন কেনা হয়েছে।   
২৩ জানুয়ারি, ২০২৪

২০৫০ সালের মধ্যে পেট্রোল-ডিজেলশূন্য হবে সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের মানুষ পরিবেশ বাঁচাতে নতুন জলবায়ু বিলের পক্ষে রায় দিয়েছেন। এ বিলে ২০৫০ সালের মধ্যে দেশটিতে পেট্রোল-ডিজেলের ব্যবহার পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে। অর্থাৎ এ সময়ের মধ্যে দেশটি কার্বন নিঃসরণশূন্য করবে। তখন দেশটি পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ওপর নির্ভরশীল হবে। খবর ডয়চে ভেলের। তাপমাত্রা বাড়ার কারণে সুইজারল্যান্ডে আল্পস হিমবাহের বরফ গলছে। পরিবেশগত বিপর্যয় রোধে দেশটি প্রস্তাবিত একটি বিল নিয়ে গণভোটের আয়োজন করে। এতে ৫৯ দশমিক ১ শতাংশ মানুষ বিলের পক্ষে রায় দিয়েছে। ডানপন্থি সুইস পিপলস পার্টি ছাড়া বাকি সব রাজনৈতিক দল বিলের পক্ষে ছিল।
২০ জুন, ২০২৩

চার দিনের সফরে প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন সুইজারল্যান্ড
আগামী ১৪ থেকে ১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার চার দিনের সফরে সুইজারল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত সম্মেলনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম খাতে দেশের অগ্রগতি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জেনেভার উদ্দেশে রওনা হবেন। জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভারত থেকে জেনেভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরসঙ্গীদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা এবং দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির রয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে, আগামীকাল বুধবার সকালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং প্রিন্স রহিম আগা খান আলাদা সৌজন্য সাক্ষাৎ করবেন তার সঙ্গে। পরে জেনেভায় জাতিসংঘের দ্বিপক্ষীয় কক্ষে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেত। এ বৈঠকের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা সম্প্রসারণে চুক্তি বা সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে। দুপুরে সরকারপ্রধান ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে অংশ নেবেন। বিকেলে মালটার প্রেসিডেন্ট ড. জর্জ ডব্লিউ বেলা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সঙ্গে আলাদা বৈঠক করবেন। এ ছাড়া আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোয়াংবোর সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা। রাতে সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মানে আইএলও মহাপরিচালকের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। আগামী বৃহস্পতিবার সকালে জেনেভার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশে নতুন অর্থনীতি ও সমাজ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল সাড়ে ১১টায় ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। বিকেল ৫টায় দেখা করবেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওইলা। বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার সকালে তার ঢাকার উদ্দেশে জেনেভা ছাড়ার কথা রয়েছে। জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাদ, পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা এবং ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও এ সম্মেলনে বক্তব্য দেবেন।
১৩ জুন, ২০২৩
X