কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৬:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

চার দিনের সফরে প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন সুইজারল্যান্ড

চার দিনের সফরে প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন সুইজারল্যান্ড

আগামী ১৪ থেকে ১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার চার দিনের সফরে সুইজারল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত সম্মেলনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম খাতে দেশের অগ্রগতি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জেনেভার উদ্দেশে রওনা হবেন। জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভারত থেকে জেনেভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরসঙ্গীদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা এবং দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে, আগামীকাল বুধবার সকালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং প্রিন্স রহিম আগা খান আলাদা সৌজন্য সাক্ষাৎ করবেন তার সঙ্গে। পরে জেনেভায় জাতিসংঘের দ্বিপক্ষীয় কক্ষে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেত। এ বৈঠকের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা সম্প্রসারণে চুক্তি বা সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে। দুপুরে সরকারপ্রধান ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে অংশ নেবেন। বিকেলে মালটার প্রেসিডেন্ট ড. জর্জ ডব্লিউ বেলা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সঙ্গে আলাদা বৈঠক করবেন। এ ছাড়া আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোয়াংবোর সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা। রাতে সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মানে আইএলও মহাপরিচালকের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। আগামী বৃহস্পতিবার সকালে জেনেভার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশে নতুন অর্থনীতি ও সমাজ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল সাড়ে ১১টায় ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। বিকেল ৫টায় দেখা করবেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওইলা। বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার সকালে তার ঢাকার উদ্দেশে জেনেভা ছাড়ার কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাদ, পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা এবং ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও এ সম্মেলনে বক্তব্য দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১০

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১১

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১২

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১৪

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৫

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১৬

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

১৭

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ

১৮

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

১৯

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

২০
X