কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৬:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

চার দিনের সফরে প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন সুইজারল্যান্ড

চার দিনের সফরে প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন সুইজারল্যান্ড

আগামী ১৪ থেকে ১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার চার দিনের সফরে সুইজারল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত সম্মেলনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম খাতে দেশের অগ্রগতি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জেনেভার উদ্দেশে রওনা হবেন। জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভারত থেকে জেনেভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরসঙ্গীদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা এবং দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে, আগামীকাল বুধবার সকালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং প্রিন্স রহিম আগা খান আলাদা সৌজন্য সাক্ষাৎ করবেন তার সঙ্গে। পরে জেনেভায় জাতিসংঘের দ্বিপক্ষীয় কক্ষে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেত। এ বৈঠকের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা সম্প্রসারণে চুক্তি বা সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে। দুপুরে সরকারপ্রধান ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে অংশ নেবেন। বিকেলে মালটার প্রেসিডেন্ট ড. জর্জ ডব্লিউ বেলা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সঙ্গে আলাদা বৈঠক করবেন। এ ছাড়া আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোয়াংবোর সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা। রাতে সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মানে আইএলও মহাপরিচালকের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। আগামী বৃহস্পতিবার সকালে জেনেভার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশে নতুন অর্থনীতি ও সমাজ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল সাড়ে ১১টায় ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। বিকেল ৫টায় দেখা করবেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওইলা। বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার সকালে তার ঢাকার উদ্দেশে জেনেভা ছাড়ার কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাদ, পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা এবং ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও এ সম্মেলনে বক্তব্য দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১০

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

১১

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

১২

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৩

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

১৫

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

১৬

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৭

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১৯

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

২০
X