শরীয়তপুরে কর্মীর বাড়িতে ৪ কোটি টাকার মসজিদ বানালেন সৌদি ধনকুবের
হাজার কিংবা লাখ নয়, চার কোটি টাকা খরচ করে কর্মীর বাড়িতে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দিলেন সৌদি আরবের এক ধনকুবের। শুধু তাই নয়, সেই মসজিদে নামাজ আদায় করতে খোদ সপরিবারে চলে এসেছেন বাংলাদেশে। এলাকাবাসীও দারুণ উচ্ছ্বাসে বরণ করে নিয়েছে ওই সৌদি নাগরিককে। শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুলকুড়ি এলাকায় কর্মচারী মোক্তার ঢালীর মাধ্যমে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করে দেন সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চার মেয়েকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন তিনি। এলাকায় পৌঁছালে তাকে তাদেরকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। খোঁজ জানা যায়, কুলকুড়ির সৌদি প্রবাসী মোক্তার ঢালী প্রায় ২০ বছর ধরে শেখ হামুদ আলী আল খালাফের অধীনে কাজ করছেন। মালিকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। একদিন নিজ এলাকার ভাঙা মসজিদের ছবি দেখিয়ে সংস্কারের জন্য কিছু অর্থ দেওয়ার অনুরোধ করেন মালিককে। বড় হৃদয়ের খালাফ সংস্কার নয়, গড়ে দিলেন বিশালাকার দৃষ্টিনন্দন মসজিদ। মোক্তার ঢালী বলেন, আমার মালিক অনেক বেশি আন্তরিক এবং কর্মীবান্ধব। আমি মসজিদের কথা বলার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। সবাই আমার মালিকের জন্য দোয়া রাখবেন। তিনি যেন দীর্ঘজীবী হন। আমরা সত্যিই অনেক আনন্দিত। এদিকে, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে মসজিদ নির্মাণ করে দিতে পেরে দারুণ খুশি সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ। এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞ তিনি। সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ বলেন, বাংলাদেশে মসজিদ নির্মাণ করতে পেরে আমি অনেক আনন্দিত। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মসজিদটি নিজের চোখে দেখার জন্য আমার চার মেয়েকে নিয়ে জুমার নামাজ আদায় করতে বাংলাদেশে ছুটে এসেছি। মসজিদ নির্মাণ থেকে শুরু করে এ সংক্রান্ত সকল কাজে সহযোগিতা করেছে আমার কর্মী মোক্তার, তাই তার প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া এখানে এসে এলাকাবাসীর যে ভালোবাসা পেয়েছি, সেটা অতুলনীয়। সচেতন মহল বলছেন, প্রবাসীরা শুধু অর্থ পাঠানো নয়, নিজেদের কর্মগুণে দেশকেও যে সম্মানিত করতে পারেন, তারই উদাহরণ সৌদি প্রবাসী মোক্তার।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪
X