শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
উল্টো স্কুটার চলছে রাস্তায়
রাস্তাঘাটে প্রায়ই বাইক নিয়ে কায়দা দেখান অনেকে। কখনো বাইক চালাতে চালাতে উঠে দাঁড়িয়ে পড়া কিংবা উড়ন্তগতিতে বাইক নিয়ে ছোটা। এ ধরনের ‘পাগলামি’ করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন অনেকেই। তবে এবার যে কায়দা ভাইরাল হয়েছে, তা যে সে কায়দা নয়। এই স্কুটারের স্টান্টের ঠেলায় হকচকিয়ে যাবেন যে কেউ। কারণ, ব্যস্ত রাস্তায় এ স্কুটার সামনে এগোনোর বদলে ক্রমেই পিছিয়ে চলেছে! কিন্তু একটু ঠাহর করলেই ধীরে ধীরে বোঝা যাবে সব কামালই স্কুটারের মালিকের। সম্প্রতি অদ্ভুত ধরনের এ স্কুটারের দেখা মিলেছে ইন্দোনেশিয়ার রাস্তায়, যা রাস্তার সামনের দিকে না এগিয়ে দ্রুতগতিতে ছুটে চলেছে উলটো দিকে। আর স্কুটারের সিট ও হ্যান্ডেলের মাঝখানে কুঁকড়ে বসে সেটিকে চালাচ্ছেন চালক। কিন্তু কী করে সম্ভব? নিজের বুদ্ধি খাটিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন আরফ আব্দুর রহমান। যিনি এ উলটো স্কুটারের মালিক। কিছুই না—রাস্তায় লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য নিজের বাহনের একটু ভোলবদল করেছেন আরকি। স্কুটারটিকে অভিনব করে তুলতে আরফ সব যন্ত্রাংশ বিপরীত দিকে লাগিয়ে দেন। সিটের দুপাশে দুটি হ্যান্ডেল লাগিয়ে দেন। ফলে আপনি যদি দেখেন তাহলে মনে হবে, স্কুটারটি পেছনের দিকে যাচ্ছে; কিন্তু তা তো নয়, সেটি ঠিক দিকেই এগোচ্ছে। তফাত শুধু স্কুটারের সামনের অংশ পেছনে চলে গেছে আর পেছনের অংশ সামনের দিকে চলে এসেছে। তাই তৈরি হচ্ছে দৃষ্টিবিভ্রমের। সূত্র: সংবাদ প্রতিদিন
০৬ আগস্ট, ২০২৩

জয়িতার উদ্যোক্তাদের টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর
ঢাকার ধানমন্ডিতে রাপা প্লাজায় জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জয়িতার পাঁচ নারী উদ্যোক্তার হাতে ৭ লাখ ৪৫ হাজার টাকার ঋণের আওতায় পাঁচটি টিভিএস উইগো স্কুটার হস্তান্তর করেন। এ ছাড়া তিনি জয়িতা ফাউন্ডেশনের ৭৫ নারী উদ্যোক্তাকে ১১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, টিভিএস অটো বাংলাদেশের এমডি জে একরাম হোসেন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন। জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে ৫ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হচ্ছে। সিটি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংকের মাধ্যমে ঋণগুলো দেওয়া হচ্ছে।
১৩ জুলাই, ২০২৩
X