হাওর ও দক্ষিণাঞ্চলে ৭০ শতাংশ ভর্তুকি পাচ্ছে কৃষক 
কৃষি উৎপাদন সহায়তার জন্য সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঝে সহজ ও কম মূল্যে বিতরণের লক্ষ্যে উন্নয়ন সহায়তার মাধ্যমে হাওর ও দক্ষিণাঞ্চলে ৭০ শতাংশ এবং অন্যান্য অঞ্চলে ৫০ শতাংশ ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। রোববার (৫ মে) জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ মো. মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের পক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহের ফলে ধান কর্তন সময়ে হাওর এলাকায় শ্রমিকের যে সংকট তৈরি হয় তার অবসান ঘটবে। কৃষকগণ স্বল্পতম সময়ে তাদের গোলায় ফসল তুলতে পারবে। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের বাজেটে ‘কৃষি পুনর্বাসন সহায়তা’ নামে একটি খাত রয়েছে। এ খাত থেকে মূলতঃ দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ফসল চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচিও পরিচালনা করা হয়। পুনর্বাসন বা প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হয়ে থাকে। কৃষকদের সার্বিক কল্যাণ এবং বিভিন্ন ফসল চাষে তাদের আগ্রহী করে তোলার জন্য প্রতি অর্থবছরেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয়তার নিরিখে কর্মসূচিগুলোর লক্ষ্যমাত্রাও বৃদ্ধি করা হয়।
০৬ মে, ২০২৪

হবিগঞ্জে হাওর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওর থেকে আরজান মিয়া ওরফে ময়না (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ইজিবাইক চালিয়ে আয় করত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের বিরাট-শিবপাশা হাওরের ফুনাতলা বন্দের খাল থেকে আরজান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।  আরজান মিয়া জেলার বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়ন পরিষদের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু দেখাশোনা করার সময় এক রাখাল আরজান মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে আরজান মিয়ার মরদেহ উদ্ধার করে। আরজানের পকেটে থাকা মোবাইল ফোন থেকে তার পরিবারকে খবর দিলে বাবা ও স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন।  আরজানের প্রতিবেশী ওয়াসিফ মিয়া জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) নিয়ে সে বের হয়। তার বাবাকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে যাত্রী পরিবহনে বের হয় আরজান।  আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক নেওয়ার জন্য আরজান মিয়াকে হত্যা করা হয়েছে। তবে এখনও নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১১ জানুয়ারি, ২০২৪

সুনামগঞ্জে হাওর সাংস্কৃতিক সমীক্ষা উদ্বোধন
সুনামগঞ্জে হাওর সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন করা হয়েছে। লুপ্তপ্রায় সাংস্কৃতিক উপাদান সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কবি জাকির জাফরান। স্বাগত বক্তব্য দেন কর্মসূচি সমন্বয়কারী কবি সৌম্য সালেক । শুভেচ্ছা বক্তব্য দেন গবেষক সৈয়দা আঁখি হক। সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। এক বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানায়, অনুষ্ঠানে অতিথিরা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘হাওর: জীবন ও সংস্কৃতি’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উপাদান সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে গতকাল রোববার। ছয়টি জেলায় সাংস্কৃতিক সমীক্ষা কার্যক্রম শেষে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে হাওর সাংস্কৃতিক উৎসব।
১৪ আগস্ট, ২০২৩
X