কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এখন টোকা দিলে খোলে ফ্রিজ

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

সম্প্রতি মিনিস্টার ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন কনভার্টেবল ভার্টিক্যাল ফ্রিজার, যা টোকা দিলেই দরজা খুলে যায়। এছাড়াও এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা ফ্রিজার থেকে নরমাল রেফ্রিজারেটরে কনভার্ট করা যায় সহজেই।

ফ্রিজের দুনিয়ায় প্রতিনিয়তই বিপ্লব চলছে। বাজারে এমনি এক বিপ্লবের অংশ হতে যাচ্ছে মিনিস্টার। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ‘মিনিস্টার মাইওয়ান হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড’ বাংলাদেশে সর্বপ্রথম বাজারজাত করছে নতুন প্রজন্মের নো-ফ্রস্ট রেফ্রিজারেটর – RF-625WPGSV ও BD-336W, যা গ্রাহকদের সম্পূর্ণ ভিন্নরকম অভিজ্ঞতা দিবে।

সম্প্রতি মিনিস্টারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই রেফ্রিজারেটর দুটি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়ার্দ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, করপোরেট চ্যানেলের পরিচালক কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। টেকনোলজির উন্নয়নের যুগে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকের জীবনকে আরও সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে মিনিস্টার ইলেকট্রনিক্স বাজারে নিয়ে এসেছে দুটি ভিন্ন মডেলের 625 ও 336 LITER-এর নো-ফ্রস্ট রেফ্রিজারেটর ।

নতুন এই রেফ্রিজারেটর দুটিতে রয়েছে এআই বা টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খাবারকে রাখবে সতেজ ও পুষ্টিকর। এছাড়াও উভয় মডেলেই রয়েছে ফাস্ট কুলিং ফাংশন, যা দ্রুত খাবার ঠান্ডা করতে সাহায্য করবে।

BD-336W মডেলটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার। যেমন- নক টু ওপেন ফাংশন, যা কেবল দরজায় হালকা টোকা দিলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এই মডেলে আরও আছে এআই মোড, যেখানে ফ্রিজার স্বয়ংক্রিয়ভাবে -১৮°C তাপমাত্রায় চলবে, আর ডোর ওপেন অ্যালার্ম, যা রেফ্রিজারেটর ভুলবশত খোলা রাখলে প্রতি তিন মিনিট পরপর অ্যালার্ম দিয়ে খাবার নষ্ট হওয়া থেকে সচেতন করবে।

অন্যদিকে, RF625WPGSV মডেলটিতে রয়েছে উন্নত ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল, অটো লক/আনলক সিস্টেম, ডোর ওপেন অ্যালার্ম এবং এনার্জি সেভিং টেকনোলজি। ফ্রিজের কম্পার্টমেন্টের জন্য টেম্পারেচার রেঞ্জ ২°C থেকে ৮°C এবং ফ্রিজারের জন্য -১৫°C থেকে -২৪°C পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে।

রেফ্রিজারেটর দুটির মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি, উন্নত কুলিং সিস্টেম, পরিবেশবান্ধব ও টেকসই ডিজাইন এবং স্মার্ট ফিচারের সমন্বয় ।

অত্যাধুনিক এই রেফ্রিজারেটর দুটির উদ্বোধন উপলক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, ‘আজকের দিন মিনিস্টার পরিবারের জন্য গর্বের। বাজারে আমরাই প্রথম দুটি ভিন্ন মডেলের নো-ফ্রস্ট রেফ্রিজারেটর নিয়ে এসেছি। আমরা এর মাধ্যমে বাজারে নতুনত্ব, টেকসই ও অত্যাধুনিক ডিজাইনের রেফ্রিজারেটর গ্রাহকদের দিতে পারছি। মিনিস্টার সবসময় পণ্যের গুণগতমান ও সাশ্রয়ীমূল্যে গ্রাহকের চাহিদার প্রতি লক্ষ্য রাখে।’

মিনিস্টার বিশ্বাস করে, দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রথম ও নতুন এই উদ্যোগ গ্রাহকদের কাছে ব্র্যান্ডের প্রতি আস্থা আরও বাড়াবে এবং বাজারে নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও নতুন এই রেফ্রিজারেটর উপলক্ষে গ্রাহকদের জন্য থাকবে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। দেশব্যাপী নতুন এই রেফ্রিজারেটর দুটি দ্রুতই পাওয়া যাবে মিনিস্টারের ডিলারশিপ চ্যানেল, শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে।

উল্লেখ্য বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে ‘মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড’ ২০০২ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেশীয় প্রযুক্তি টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ারকন্ডিশনারসহ বিভিন্ন ধরনের হাউজ হোল্ড ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে আসছে। মানসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর পণ্য গ্রাহকের কাছে তুলে দিতে ময়মনসিংহের ত্রিশালে নিজস্ব কারখানায় এসব পণ্য উৎপাদন করা হয়। বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিতে অবদান রেখেছে প্রতিষ্ঠানটি। সুদীর্ঘ ২৩ বছরের অগ্রযাত্রায় মিনিস্টার আজ শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের মানুষের গর্ব ও আস্থার জায়গা। খুব শিগগিরই আন্তর্জাতিক মানের পণ্য রপ্তানিতেও অবদান রাখবে মিনিস্টার, যা দেশের প্রযুক্তি খাতকে বিশ্ব দরবারে তুলে ধরবে ।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ministerbd.com

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন ধরে বন্ধ পাওয়ার স্টেশন, লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন

৫ মাস আগে ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে আটক ৬ 

বাংলাদেশ মুসলিম কাউন্সিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো অনুষ্ঠিত

শিকলে বাঁধা সাইফুলের জীবন

দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় জাতীয় সংস্কার জোট 

ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার

ভারতে পাচারকালে কাঠ জব্দ, আটক ৫

ড্যাবের সভাপতি-মহাসচিবসহ পাঁচ পদে ভোট ৯ আগস্ট

সৎমায়ের নির্যাতনে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

ভাতিজার লাঠির আঘাতে ফুপুর মৃত্যু

১১

নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি : নাহিদ ইসলাম

১২

উপদেষ্টা পরিষদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে : মেজর হাফিজ

১৩

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত / নিহত সায়মার পরিবারের সুখে-দুঃখে থাকবে বিএনপি : আব্দুল আউয়াল মিন্টু

১৪

বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা

১৫

গাজীপুরে নৌকাডুবি দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ এক

১৬

ডিজিটাল স্কিলস শুধু প্রয়োজন নয় অপরিহার্য : উপদেষ্টার সচিব পান্না

১৭

ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপর উঠে গেল বাস

১৮

মামলা থেকে আ.লীগ নেতাদের বাঁচাতে থানায় ভুয়া চিঠি!

১৯

রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা

২০
X