কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের সমাপনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচিত গ্রন্থাবলি নিয়ে পাঠচক্র। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচিত গ্রন্থাবলি নিয়ে পাঠচক্র। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সমাপনী আয়োজন। সমাপনী আয়োজনে বিকেল সাড়ে ৩টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচিত গ্রন্থাবলি নিয়ে পাঠচক্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় এই পাঠচক্রে প্রায় দুই শতাধিক পাঠক অংশগ্রহণ করেন। পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রচিত গ্রন্থাবলি নিয়ে বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং শিশু পাঠকগণ মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর রচিত গ্রন্থাবলি হলো : শেখ মুজিব আমার পিতা; ওরা টোকাই কেন?; আমার স্বপ্ন, আমার সংগ্রাম; আমরা জনগণের কথা বলতে এসেছি; সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র; সাদা কালো এবং সবুজ মাঠ পেরিয়ে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক জ্যোতিকা পাল জ্যোতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বেলা সাড়ে ৪টায় একাডেমির নাট্যশালার গেটের সামনে থেকে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে অর্ধশত শিশু-কিশোর ও যুবদের নিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। বিকেল ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ওপর সৃজিত শিল্পনুষঙ্গ নিয়ে অনুষ্ঠিত হয় নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। আলোচনার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমবেত সংগীত ‘সত্য বল সপথে চলো’ পরিবেশন করেন একাডেমির শিশু সংগীত দল; ‘অঞ্জলী লোহ মোর’ পরিবেশন করেন সরকারি সংগীত কলেজের শিল্পীবৃন্দ। ‘যখন দিনদুপুরে নেমে এলো কালো আঁধার ঘিরে’ পরিবেশন করেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দ। ‘আজি নূতন রতনে’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীবৃন্দ। ‘তুমি জননেত্রী তুমি শেখ হাসিনা, আজ তোমার জন্মদিন’ পরিবেশন করেন রিতা ভাদুরী এবং ‘ এ মাটি নয় জঙ্গিবাদের’ পরিবেশন করে একাডেমির শিশুসংগীত দল। এ ছাড়াও ছিল একাডেমির বাউল এবং ভাউয়াইয়া দলের পরিবেশনা। ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা সংস্কৃতিক দলের সমবেত সংগীত।

সমবেত নৃত্য পরিবেশন করে একাডেমির শিশু নৃত্যদল, একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, নৃত্যম, স্পন্দন, নৃত্যালোক, নন্দন কলা কেন্দ্র, ভাবনা, পল্লবী, তপস্যা এবং ধৃতি নর্তনালয়। একাডেমির শিশুনৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘মনের রং লেগেছে’ ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করেন ‘রাখি তোমার মন গহীনে’, অনিক বোস পরিচালিত স্পন্দনের শিল্পীরা পরিবেশন করেন ‘রাষ্ট্রনায়ক নেত্রী তুমি বড়ই দৃপ্তিময়’; একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল পরিবেশন করেন ‘সৃজন ছন্দে’; নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন এর পরিচালনায় নৃত্যালোকের শিল্পীরা পরিবেশন করেন ‘আকাশ ভরা সূর্য তারা’; নৃত্য পরিচালক এম আর ওয়াসেকের পরিচালনায় পরিবেশিত হয় ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’; নৃত্য পরিচালক সামিনা হোসেনের পরিচালনায় ‘জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় হোক তোমার করুনা’; মিনু হকের পরিচালনায় ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’; ফিফা চাকমা পরিচালিত ‘বাংলাদেশের বর্ণিল সংস্কৃতি’; ওয়ার্দা রিহাব পরিচালিত ‘রাখি তোমায় মন গহীনে’; একাডেমির শিশুনৃত্য দলের পরিবেশনায় ‘চলো বাংলাদেশ’ এবং প্রতিশ্রুতিশীল নৃত্যদলের পরিবেশনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘এসো শ্যামলও সুন্দরও’। এ ছাড়াও রয়েছে নৃত্য পরিচালক তামান্না রহমানের ‘নৃত্যম’ এর পরিবেশনা।

সমবেত সংগীত ও নৃত্যের পাশাপাশি পরিবেশিত হয় একক সংগীত। সাব্বির জামানের কণ্ঠে পরিবেশিত হয় ‘বাংলার মানুষের নয়নের মনি’; আবু বকর সিদ্দিকের কণ্ঠে ‘বাংলার দুলালী শেখ হাসিনা’ এবং রন্টি দাসের কণ্ঠে পরিবেশিত হয় ‘তুমি বিস্ময়, তুমি অহংকার, তুমি মোদের শেখ হাসিনা’। এ ছাড়াও ছিল ফাহমিদা নবী ও অনুপমা মুক্তির একক সংগীত পরিবেশনা। এ ছাড়াও প্রদর্শিত হয় ৬৪ জেলা থেকে পাঠানো প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের শুভেচ্ছা বার্তা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডালিয়া আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

১০

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

১৩

ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

১৪

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন

১৫

‘খুদে মেসি’ সোহান এখন স্বপ্ন পূরণের দোরগোড়ায়

১৬

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে ডাচ মন্ত্রীকে যা বললেন প্রধান উপদেষ্টা

১৭

মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা

১৮

পেনাল্টি মিসে বছরের শেষ ম্যাচ জিততে পারল না ব্রাজিল

১৯

এটা তোমার জয় নয়, অভিশপ্ত জীবনের শুরু: জিতু কামাল

২০
X