মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী মাদারীপুর যাচ্ছেন শনিবার, এলাকাজুড়ে উৎসবের আমেজ

সমাবেশস্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ছবি : কালবেলা
সমাবেশস্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ছবি : কালবেলা

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জনসভাকে ঘিরে সতর্ক ও তৎপর অবস্থানে রয়েছে প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সে সঙ্গে গত সপ্তাহজুড়ে সাজ সাজ রব চলছে পুরো উপজেলা সদরে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ব্যানারে এ জনসভার আয়োজন করা হচ্ছে।

দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় যোগদান করছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর এ আগম উপলক্ষে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মাঠের চার দিকে বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। তিনি এ কলেজ মাঠের জনসভায় ভাষণ দেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে প্রায় দেড় লাখ লোক সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার গোপালপুর থেকে থানার মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথে জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। জরুরি কোনো যানবাহন ছাড়া ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জনসভাস্থলের আশপাশসহ উপজেলা সদরের অনেক দোকান বন্ধ রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে কালকিনিবাসীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দফায় দফায় আনন্দ মিছিল করা হচ্ছে।

মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে লড়ছেন দলটির কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। কিন্তু তার বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী হিসেবে দাপটের সঙ্গে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি- সংরক্ষিত আসনের এমপি তাহমিনা বেগম। তার প্রতীক ঈগল। এ ছাড়া অন্যরা হলেন জাতীয় পার্টির খালেকুজ্জামান খোকন (লাঙ্গল), কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস (গামছা), তৃণমূল বিএনপির প্রবীর হালদার (সোনালি আশ) ও নিতাই চক্রবর্তীসহ (একতারা) ছয়জন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন আমরা প্রস্তুত রয়েছি। তার আগমন উপলক্ষে উপজেলাজুড়ে উৎসব আমেজ সৃষ্টি হয়েছে। এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

কালকিনি থানার ওসি (তদন্ত) মাগরুব হাসান জানান, প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে পুলিশসহ প্রসাসনের বিভিন্ন বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে সবাই মিলে মিশে মাঠে কাজ করছে। কোনো প্রকার বিশৃঙ্খলাকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে। প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করার দরকার আমরা সব করে রেখেছি। আমরা নিরাপত্তার চাদর বিছিয়ে রেখেছি। বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

১০

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

১১

‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

১২

সাতক্ষীরা-৪ আসনে কালীগঞ্জ ও শ্যামনগর রাখার দাবিতে বিএনপির স্মারকলিপি

১৩

জকসুর দাবিতে জবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৪

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

১৫

‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

১৬

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, স্থায়ী সমাধান চান রমনার ডিসি

১৭

বসুন্ধরা শপিংমলে ক্লাব হাউসের ফেস্টিভ কালেকশন উন্মোচন

১৮

কালো তালিকাভুক্ত হলেন ৭১ শিক্ষক

১৯

দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন সারোয়ার আলম

২০
X