সিরাজগঞ্জে জমে উঠেছে রোপা আমন ধানের চারা বিক্রির হাট
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে জমে উঠেছে রোপা আমন ধানের চারা বিক্রির হাট

শত শত কৃষক রোপা ধানের জমি তৈরি করে ধান লাগাতে শুরু করেছে। 

তাড়াশে প্রায় ১০ থেকে ১২ টি হাট-বাজারে রোপা আমনের চারা বীজ বিক্রি চলছে।

স্থানীয় জাতের আব্দুল গুটি, কাটারী ভোগ, ব্রি-৯০, ব্রি-৪৯, ব্রি-৫১, ব্রি-৫৮, ব্রি-৩৪ ও ব্রি-৩৬ জাতের রোপা আমনের চারা বীজ বেশি বিক্রি হচ্ছে।

স্থানীয় জাতের আব্দুল গুটি, কাটারী ভোগ, ব্রি-৯০, ব্রি-৪৯, ব্রি-৫১, ব্রি-৫৮, ব্রি-৩৪ ও ব্রি-৩৬ জাতের রোপা আমনের চারা বীজ বেশি বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

X