থানার পুকুরে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার পুকুরে ঝাঁপ দেওয়ার পর এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে থানার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।  মৃত্যু হওয়া ওই সিএনজিচালিত অটোরিকশা চালকের নাম হাদিসুর রহমান (২৯)। তিনি জেলা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।  স্থানীয় জনসাধারণ ও নিহতের স্ত্রী শেফালী বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, হাদিসুর রহমান মাদকাসক্ত ছিলেন। রাতে ঘরে ইয়াবা সেবনের পর ভোর থেকে তিনি দা হাতে নিয়ে অসংলগ্ন আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি ভবনের বিভিন্ন ফ্ল্যাটে কোপাতে থাকেন। পরে শহরের সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে তিনি পালিয়ে সদর থানার ফটক ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে থানার পুকুরেও ঝাঁপ দেন। পরে তিনি উঠে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুর থেকে হাদিসুরের মরদেহ উদ্ধার করে।  তবে হাদিসুরের মা আলেয়া বেগম ও পরিবারের লোকজনের অভিযোগ, হাদিসুরের দ্বিতীয় স্ত্রী শেফালী বেগমের সঙ্গে তার আগের স্বামীর যোগাযোগ নিয়ে প্রায়ই কলহ চলত। এমনকি আগের স্বামী মনির বর্তমান স্বামী হাদিসুরকে মারধরও করেছিল। এ নিয়ে হাদিসুর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারা হাদিসুরের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন।  সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
৩০ আগস্ট, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসচাপায় অটোরিকশা যাত্রী এক নারী নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত নারী বলরামপুরের বাসিন্দা মৃত জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০)।  কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। আমাদের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিল এবং বিপরীত পাশ দিয়ে অটোরিকশাটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বাসচালক বলেছেন, অটোর গতি বেশি ছিল। তবে, নিহত নারী বাসের সামনে পড়েননি। তিনি হয়তো বাসের পেছন দিকে ধাক্কা খেয়েছেন। আমরা আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।
২১ আগস্ট, ২০২৪

ঢাকায় অটোরিকশা চালকদের বিক্ষোভ
নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত জমা আদায় ও দুই শিফটে গাড়ি ভাড়া দেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকার গ্যারেজে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। তাদের সম্মিলিত প্রতিবাদের মুখে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নির্ধারিত জমা আদায় ও এক বেলা গাড়ি ভাড়া নেওয়ার অঙ্গীকার করে মালিকপক্ষ। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীর খিলগাঁও ও বাড্ডা এলাকার বেশ কয়েকটি অটোরিকশা গ্যারেজে একজোট হয়ে বিক্ষোভ করেন চালকরা। তারা বলেন, বিআরটিএ থেকে অভিযান পরিচালনা ছাড়া মালিকপক্ষকে নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিটি গ্যারেজে নিয়মিত অভিযান পরিচালনার দাবি তাদের। চালকদের অভিযোগ, খিলগাঁওয়ে মকবুলের গ্যারেজ ১৫০ সিএনজিচালিত অটোরিকশা থেকে দৈনিক ৯০০ টাকার পরিবর্তে ১ হাজার ১০০ করে জমা আদায় করে। যদিও ক্ষোভের মুখে পড়ে ৮০০ টাকা করে দৈনিক জমা আদায়ের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এদিকে, রামপুরা বনশ্রীতে আব্দুল ওয়াহিদ মোল্লার গ্যারেজেও বিক্ষোভ করেন চালকরা। সেখানেও তাদের দাবির মুখে ১ হাজার ১০০ টাকার পরিবর্তে দৈনিক জমা ৯০০ টাকা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভে অংশ নেওয়া চালকরা জানান, মালিবাগ চৌধুরীপাড়ায় পূর্ণিমা সংসদের সামনে কাশেম মোল্লার গ্যারেজে ১০০ গাড়ি থেকে দুই শিফটে ১ হাজার ৫০০ টাকা করে আদায় করা হয়। অভিযোগের বিষয়ে গ্যারেজ মালিক কাশেম মোল্লা কালবেলাকে বলেন, পুরো বিষয়টি আমার একার নয়। সব মালিক মিলেই গ্যারেজ পরিচালনা করা হচ্ছে। রামপুরা ওয়াবদা রোডের বিল্লাল হোসেন গ্যারেজেও ৮০টি গাড়ি থেকে দুই শিফটে দৈনিক ১ হাজার ৫০০ টাকা করে জমা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ খোকন কালবেলাকে বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরাতে দীর্ঘদিন কাজ করছি। বিশেষ করে সরকার নির্ধারিত অটোরিকশার জমা নিশ্চিত করতে আমাদের সংগঠনের পক্ষ থেকে বহুবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিআরটিএ কর্তৃপক্ষকে চিঠি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্লেখ্য, অটোরিকশার সরকার নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা। দুই কিলোমিটার পর প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীতে চলাচল করা ১৩ হাজারের বেশি অটোরিকশার কোনোটিই তা মেনে মিটারে চলে না। এমন বাস্তবতায় গত জুনে মালিক সমিতির চাপে আবারও অটোরিকশা ভাড়া দ্বিগুণ করার পাঁয়তারা শুরু হয়।
১৭ আগস্ট, ২০২৪

মাইক্রোসফটের প্রকৌশলী হয়েও অটোরিকশা চালান তিনি
পেশায় একজন মাইক্রোসফটের প্রকৌশলী হলেও বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় ঘুরে চালাচ্ছেন ব্যাটারিচালতি অটোরিকশা। কিন্তু এত আকর্ষণীয় একটি পেশা ছেড়ে রাস্তায় ঘুরে ঘুরে কেন তিনি অটোরিকশা চালাচ্ছেন এই নিয়ে হইচই দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ।  জানা গেছে, গত সোমবার বেঙ্গালুরুর ভেঙ্কটেশ গুপ্ত নামের আরেক প্রকৌশলী এই নিয়ে পোস্টও করেছেন। ওই পোস্টের ছবিতে দেখা যায়, মাইক্রোসফটের লোগো যুক্ত একটি হুডি পরে একজন অটোরিকশা চালাচ্ছেন। পোস্টে তিনি লিখেছেন, কোরমঙ্গলায় মাইক্রোসফটের একজন ৩৫ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা হয়েছে। যিনি একাকিত্ব ঘোচাতে সাপ্তাহিক ছুটির দিনে অটোরিকশা চালিয়ে যাত্রী পরিবহন করেন। ভেঙ্কটেশ গুপ্তের ওই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যবহারকারীরা করপোরেট কর্মীদের মানসিক স্বাস্থ্যের যত্ন প্রসঙ্গে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টটি ইতোমধ্যে ৯ লাখ ৪৫ হাজার মানুষ দেখেছেন পাশাপাশি জানিয়েছেন প্রতিক্রিয়াও। এছাড়া একজন ওই প্রকৌশলীকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘এটা খুবই ভালো কাজ এবং তিনি জানেন মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। আমার অফিসের একজন প্রকৌশলী রিল্যাক্স থাকার জন্য একটি বারে কাজ করেন। একই পোস্টে আরেকজন লিখেছেন, যদি এটি সত্য হয়, তাহলে এই অটো চালানো সত্যিই দুর্দান্ত! আমি বিদেশে সত্যিই ভালো কিছু মানুষের সঙ্গে দেখা করেছি, যারা ভালো ব্যবসা করেন আবার বিনামূল্যে উবারও চালান। এর কারণ হলো তারা নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতে পছন্দ করেন। যদিও এটা তারা অর্থের জন্য করে থাকেন না।
২৭ জুলাই, ২০২৪

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭
সিলেটের ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে ওসমানীনগর থানায় সংবাদ সম্মেলনে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আশরাফুজ্জামান বলেন, বুধবার (২৪ জুলাই)  ও বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে উপজেলার কুরুয়া বাজার, দয়ামীর, হবিগঞ্জ জেলার মিরপুর বাজার ও  সিলেট জেলার দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে অভিযান চালিয়ে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে সম্পৃক্ত আন্তজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুরুয়া বাজারে চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয় হওয়ার খবর পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে সুহেল মিয়া (২৭), রিমন মিয়া (২১) ও হাসান আহমেদকে (২৫) গ্রেপ্তার করলেও ঘটনার সঙ্গে জড়িত আরও ৪-৫ জন পালিয়ে যায়। এ সময় ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ জেলার মিরপুর বাজারের একটি গ্যারেজে তল্লাশি চালিয়ে আরও ২টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় ওয়াহিদ মিয়া(২৮) ও আনিছ মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকায় গ্রেপ্তার হাসান আহমদের মালিকানাধীন হাসান ডেটিং ইঞ্জিনিয়ারনিং ওয়ার্কসপসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় মিছির আলী (৩২) ও আব্দুল ওয়াদুদ সালমানকে (২৮) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১১। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, দুইদিনে অভিযান চালিয়ে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা জব্দসহ চোরাই গাড়ি কেনাবেচা ও চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) অফিসে খোঁজ নিয়ে গাড়ির মালিকানার বিষয়ে তথ্য নেওয়া হবে। অভিযানকালে সিন্ডিকেটের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
২৭ জুলাই, ২০২৪

অটোরিকশা চলাচলের রাস্তা নির্ধারণ হচ্ছে
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ধীরগতির যানবাহন চলাচলের জন্য সড়ক নির্ধারণের কাজ চলছে। প্রধান সড়কে এসব যানবাহন যাতে না চলে, সেজন্য এ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এস এম মেহেদী আরও বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি নেই। তবে নির্দিষ্ট কিছু ছোট রাস্তায় চালানো যাবে। ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করা হচ্ছে। কোটাবিরোধী আন্দোলনে জনভোগান্তি ঠেকাতে ডিএমপির ভূমিকার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রাফিক বিভাগের সদস্যরা ৮টি ডিভিশন এবং ক্রাইম বিভাগের সঙ্গে একযোগে কাজ করি। গতকাল সারা শহরে যানজট হয়েছে শুধু বৃষ্টির কারণে। ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে রাস্তা খোঁড়াখুঁড়িও বড় চ্যলেঞ্জ। ফুটপাত দখল বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) বলেন, উচ্ছেদের পরও কিছু স্থানে আবারও ফুটপাত দখল করে জনদুর্ভোগের সৃষ্টি করা হচ্ছে। সেসব স্থানে অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ জুলাই, ২০২৪

যাত্রী সেজে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ২
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী সেজে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চুরির ঘটনায় নারীসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।  রোববার (৭ জুলাই ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকার আবুল হাশেম প্রকাশ হাসু ড্রাইভারের ছেলে হেলাল উদ্দিন (৩৮) ও কুমিল্লা নগরীর শুভপুর এলাকার জাকিরের বাড়ির মৃত জাকির হোসেনের মেয়ে মরিয়ম আক্তার বিউটি প্রকাশ আঁখি আক্তার (২১)। পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ৭০০ টাকায় নারীসহ দুইজন যাত্রী অটোরিকশা ভাড়া নেয়। তবে যাত্রীরা ব্রাহ্মণপাড়া আসার পর তাদের এক পরিচিত লোকের কাছ থেকে দুই কেজি তেঁতুল আনতে বলে। পরে চালক ফিরে এসে দেখেন অটোরিকশাসহ যাত্রীরা কেউ নেই। বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে জানানো হলে  এসআই নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িটিসহ উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।   ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, অটোরিকশা (টমটম) চোর চক্রের নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা আসামিসহ তারা দীর্ঘদিন ধরে এ ধরনের চুরির সঙ্গে জড়িত রয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। 
০৭ জুলাই, ২০২৪

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে মা-মেয়ে নিহত
মুন্সীগঞ্জের সদর উপজেলায় একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার সিপাহিপাড়া-মুক্তারপুর সড়কের বনিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের মফিজুল বেপারি স্ত্রী লিপি বেগম ও ১০ মাস বয়সী মেয়ে আলিশা। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ে আলিশাকে নিয়ে অটোরিকশা করে সিপাহিপাড়ার দিকে যাচ্ছিলেন লিপি বেগম। এ সময় বনিক্যপাড়া এলাকার শান্তিনগর ব্রিজের ঢালে মুক্তারপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় মা-মেয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।  এ সময় ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
০৬ জুলাই, ২০২৪

অটোরিকশা থেকে ছিটকে নারীর মৃত্যু বেঁচে গেল ৩ সন্তান
ঈদ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন সুবর্ণা আক্তার। কোলের শিশুসহ সঙ্গে ছিল তিন সন্তান। তবে তার আর বাবার বাড়ি পৌঁছানো হয়নি। অটোরিকশা করে যাওয়ার পথে তা থেকে ছিটকে পড়েন সুবর্ণা। নেওয়া হয় হাসপাতালে। সেখানে মৃত্যু হয় তার। তবে কোলে থাকা আড়াই বছরের শিশুটি আহত হলেও সেসহ তিন সন্তান প্রাণে বেঁচে গেছে। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি-লিচুবাগান আঞ্চলিক সড়কের লিচুবাগান এলাকায় গত শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুবর্ণার মৃত্যু হয়। নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার (৩৫) তিন সন্তানের জননী সুবর্ণার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামে। তিনি ওই গ্রামের মো. শামীমের স্ত্রী। নিহতের চাচা জাকির হোসেন জানান, ঈদে তিন সন্তান নিয়ে স্বামীর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থেকে বাবার বাড়ি শ্রীপুরে বেড়াতে আসছিলেন সুবর্ণা আক্তার। শুক্রবার দুপুরে আসার পথে আড়াই বছর বয়সী মেয়ে রাইসাকে কোলে বসিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে অটোরিকশায় ওঠেন তিনি। এ সময় তার পাশে ছিল আর দুই সন্তান। লিচুবাগান এলাকায় মোড় নিলে অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন সুবর্ণা ও তার কোলে থাকা মেয়ে রাইসা। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ সময় আহত হয় কোলের শিশুটি। স্থানীয়রা আহত অবস্থায় সুবর্ণা ও শিশুটিকে উদ্ধার করে প্রথমে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সুবর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালের দিকে তাদের রাজধানীর পান্থপথ এলাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে সুবর্ণার মৃত্যু হয়। একই হাসপাতালে তার মেয়ের চিকিৎসা চলছে। সুবর্ণার অন্য দুই সন্তান বর্তমানে শ্রীপুরে নানাবাড়িতে আছে। শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ জুন, ২০২৪

১০ দফা দাবি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের 
আধুনিক ও পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা, শ্রমিকদের নিয়োগপত্র, রেশনিং ব্যবস্থা, শ্রমিক কল্যাণ আইন, সার্বজনীন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘পরিবহন শিল্প ও শ্রমিকের সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে অংশ নিয়ে বক্তারা এসব পরামর্শ তুলে ধরেন।     সংগঠনের নেতারা বলছেন, হঠাৎ করেই ব্যাটারিচালিত রিকশাসহ পরিবহন শ্রমিকদের রাস্তা থেকে তুলে দিলে লাখ লাখ মানুষ বেকার হবে। পথে বসবে তাদের পরিবারের লোকজন। কমপক্ষে ৪০ লাখ মানুষের জীবনে দুর্দশা নামবে। তাই বিকল্প বিজ্ঞান সম্মত ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবি জানান তারা। বক্তারা বলেন, সরকার ইচ্ছা করলেই অনুমোদনহীন যানের পরিবর্তে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে পারে। এতে শ্রমিকদের দুর্দশা কমবে। রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে রাজস্ব বাড়বে সরকারের। তেমনি নিরাপদ হবে পথ।  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন।  স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।  আরও বক্তব্য রাখেন, শাহ আলম, মো. ফারুক, নাছির উদ্দিন, মো. সেলিম, মো. আল আমিন কালা, মো. মাকসুদুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদেরই লোক। আপনাদের ন্যায্য দাবি দাওয়া আন্তরিকতার সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিচ্ছি। আমি ও আমার মন্ত্রণালয় শ্রমিক কল্যাণে সর্বদা নিয়োজিত আছি। প্রতিমন্ত্রী সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।  
২৩ মে, ২০২৪
X