শাজাহান খান অসুস্থ রিমান্ড শেষের আগেই কারাগারে
অসুস্থ হয়ে পড়ায় রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মো. আলী হায়দার কামাল এ আদেশ দেন। রিমান্ডে থাকা অবস্থায় শাজাহান খান অসুস্থ হয়ে পড়লে গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. খোকন মিয়া। শুনানি শেষে আদালত শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা হত্যা মামলায় শাজাহান খানকে গত শুক্রবার সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। তার আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক এই এমপিকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিগাতলায় মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট গুলিতে নিহত হয় কিশোর মোতালিব। এ ঘটনায় তার বাবা আবদুল মতিন বাদী হয়ে ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাজাহান খানসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
০৯ সেপ্টেম্বর, ২০২৪

‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে নার্সিং শিক্ষার্থীরা, ৩ জন অসুস্থ
রাজশাহীতে ‘কাফনের কাপড়’ জড়িয়ে অনশন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। এতে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসেই পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ ৭ দফা দাবিতে এ অনশন শুরু করেন। এর আগে বেলা ১১টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে লক্ষ্মীপুর হয়ে সিএন্ডবি মোড় পার হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তারা অনশনে বসেন। দুপুর ২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের তিনজন ছাত্রী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দুপুর একটার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন শিক্ষার্থীদের অনশন স্থলে আসেন। তিনি চলমান আন্দোলনের ১০ সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে জানান। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) কবির উদ্দীন জানান, বিষয়টি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে মিটিং চলছে। ফাইলও সেখানে রয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়করা যাবেন না বলে সাফ জানিয়ে দেন। আন্দোলনের সমন্বয়ক রায়হান আলী বলেন, আমাদের ১১ শিক্ষার্থী হিটস্ট্রোক করে রাজশাহী মেডিকেলে মৃত্যুর মুখে রয়েছেন। আমাদের ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই। আন্দোলনকারীরা ঘোষণা দেন, ফায়সালা না দিলে তারা রামেবির উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে কার্যালয়ে বসবেন। নোটিশ দিয়ে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশ করবেন বলেও জানান তারা।
০৮ সেপ্টেম্বর, ২০২৪

ভালুকায় এল এসকোয়্যার কারখানায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ
ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এল এসকোয়্যার লিমিটেড কারখানায় অজ্ঞাত রোগে তিন দিনে প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে কারখানাটিতে হঠাৎ করে এত শ্রমিকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গেলে হঠাৎ করে ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের চিকিৎসা দেওয়ার পর আরও ১৮০ জন শ্রমিক অসুস্থ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, এল এসকোয়্যার লিমিটেড কারখানায় তিনটি সেকশনে তিন হাজারেরও বেশি শ্রমিক কর্মরত আছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) ১৬ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরেরদিন বৃহস্পতিবার সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন। একে এক প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মধ্যে শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনি দেখা দেয়। খবর পেয়ে কর্তৃপক্ষ স্থানীয় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শ্রমিকদের ভর্তি করেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একাধিক রোগী জানান, পাঁচতলায় তারা কাজে যোগ দেন। পরে কারখানার ভেতরের পানি পান করার কিছুক্ষণ পরই তাদের শ্বাসকষ্ট ও বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন।  কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ বলেন, কী কারণে এত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে যেতে পারেন।  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন বলেন, জামিরদিয়া এলাকায় এল এসকোয়্যার লিমিটেডের ৩৪ জন শ্রমিক গণমনস্তাত্ত্বিক রোগে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় চলে গেছে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী নূর খান কালবেলাকে বলেন, এল এসকোয়্যার লিমিটেড কারখানায় তিন হাজার ৭৫০ জন শ্রমিক রয়েছে। আমি শনিবার সারাদিন কারখানায় ছিলাম, ১৮০ জনের মতো শ্রমিককে কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে দেখে অন্যজন অসুস্থ হওয়া আসলে এটা মনস্তাত্ত্বিক রোগ। এ ঘটনায় জেলা প্রশাসন আমাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
০৮ সেপ্টেম্বর, ২০২৪

অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে স্ত্রীর শ্লীলতাহানি, অতঃপর...
বিপদে যে কোনো নারী-পুরুষের ভরসার জায়গা হাসপাতাল। সেই হাসপাতালে যাওয়ার জন্য অবিচ্ছেদ্য অংশ অ্যাম্বুলেন্স। বিপদে অ্যাম্বুলেন্সের সেবা নিতে গিয়ে বিভৎস অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক নারী। কেবল তাই নয়, অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেওয়া হয়েছে তার স্বামীকেও।  সংবাদমাধ্যম দ্য রিপাবলিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশে অ্যাম্বুলেন্সে এক নারীকে তার অসুস্থ স্বামীর সামনে শ্লীলতাহানি করা হয়েছে। এ সময় তিনি তাদের বাধা দিলে তারা অ্যাম্বুলেন্স থেকে তাকে ও তার স্বামীকে ফেলে দেয়। এমনকি অসুস্থ স্বামীর মুখ থেকে অক্সিজেন মাস্কও খুলে ফেলেন অ্যাম্বুলেন্সের কর্মীরা।  গত ৩০ আগস্ট ভয়াবহ এ অভিজ্ঞতার শিকার হন ওই নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী মারা যান।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই নারী প্রথমে তার স্বামীকে বাসতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়। তিনি আগে থেকে অসুস্থ ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী তার স্বামীকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না। ফলে তিনি স্বামীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সের চালক তাকে জোর করে পাশে বসান এবং তাকে যৌন হেনস্তা করেন। এ সময় তিনি চিৎকার করলে অ্যাম্বুলেন্সের চালক তাকে ও তার স্বামীকে রাস্তায় ফেলে দেন। এমনকি তার কাছে থাকা স্বর্ণালংকারও লুট করে নেন তিনি।  বিষয়টি প্রথমে ওই নারী তার ভাইকে অবহিত করেন। পরে তার ভাই পুলিশে অভিযোগ করলে পুলিশ তার স্বামীকে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎিসাধীন অবস্থায় মারা যান। 
০৬ সেপ্টেম্বর, ২০২৪

ভালুকায় পোশাক কারখানায় একসঙ্গে অসুস্থ ৭১ শ্রমিক
ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় অন্তত ৭১ শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এল এসকোয়্যার লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের মধ্যে ৩১ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩০ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  কারখানা সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এরমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের মাস্টারবাড়ি পপুলার হাসপাতালে নিয়ে যায়। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে কিছু শ্রমিককে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়ে যাওয়া হয়। দুটি হাসপাতালে ৭১ শ্রমিক অসুস্থ হয়ে ভর্তি হন। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিক থেকে অসুস্থ শ্রমিকরা আসতে শুরু করেন। মোট ৩১ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে বিকেলে ২৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন, বাকিরা ভর্তি আছেন। হাসপাতালে আসা রোগীদের কারও মাথা ঘুরাচ্ছিল, কারও বমি বমি লাগছিল, কারও শ্বাসকষ্ট হচ্ছিল। ধারণা করা হচ্ছে, তারা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন। এল এসকোয়্যার লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান মো. মনির হোসেন বলেন, সকাল ১০টার দিকে শ্রমিকরা অসুস্থ বোধ করতে শুরু করেন। ‘প্যানিক অ্যাটাকে’ শ্রমিকরা অসুস্থ হন। এর মধ্যে নারীই বেশি। এ পরিস্থিতিতে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহমাদ মাসুদ বলেন, খবর পেয়ে ছয় সদস্যের প্রতিনিধিদল কারখানায় পাঠানো হয়েছে। তারা পুরো ঘটনা যাচাই-বাছাই করে রাতে প্রতিবেদন জমা দেবে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বলেন, শ্রমিকরা অসুস্থ হতে শুরু করলে তাদের হাসপাতালে আনা হয়। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর সুস্থ হতে শুরু করলে বেশির ভাগ শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম বলেন, কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
০৫ সেপ্টেম্বর, ২০২৪

অসুস্থ হাজী সেলিম, রিমান্ড শেষ না করেই পাঠানো হলো কারাগারে
ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। মঙ্গলবার রাতে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। সেখান থেকে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আবারও আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আক্তারুজ্জামান এ আদেশ দেন। গত ২ সেপ্টেম্বর একই আদালত লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।  রিমান্ড ফেরত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া উল্লেখ করেন, আসামি হাজী মোহাম্মদ সেলিমকে আদালতের আদেশ মোতাবেক পুলিশ রিমান্ডে প্রাপ্ত হয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে মামলার ঘটনার বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আসামি কথা বলতে পারে না এবং শারীরিকভাবে অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং কথা বলতে না পারায় তাকে গভীর ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। ৫ দিনের পুলিশ রিমান্ড হলেও তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং সে কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদঘাটন করা সম্ভব নয়। তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে তাকে আপাতত আর জিজ্ঞাসাবাদ না করে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। মামলার তদন্তের স্বার্থে আসামিকে ভবিষ্যতে আরও রিমান্ডের প্রয়োজন হতে পারে। জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বিধায় মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়। এরপর ২ সেপ্টেম্বর ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
০৪ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁয় স্কুলে ১১ শিক্ষার্থী অসুস্থ
নওগাঁ সদর হাসপাতালে হঠাৎ করে একটি স্কুলের অন্তত ১১ শিক্ষার্থী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। সদর উপজেলার হাপানিয়া এলাকার উইনার চাইল্ড একাডেমি স্কুলে ওই শিক্ষার্থীরা অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়ে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ক্লাসের মধ্যে দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পর মুহূর্তে তাকে দেখে আরও বেশকিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্কুলের পরিচালক আবু মুছা আল হোসাইন কালবেলাকে বলেন, স্কুলের পাশের দোকান থেকে চটপটি ও মুড়ি মাখা খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে হাসপাতালে আট শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কথা হলে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, চটপটি ও মুড়ি মাখা খেয়ে শিশুরা অসুস্থ হয়নি। ধারণা করা হচ্ছে, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে।
২৯ আগস্ট, ২০২৪

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে পাকস্থলীর সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়। আজ তার সিটি স্ক্যান করানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন তিনি এখন শংকামুক্ত। আগামীকাল তার শরীরের পরীক্ষা করানো হবে। বিষয়টি নিশ্চিত করেন এনপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। অয়ন ওসমান জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামীম ওসমান। চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার ডাক্তারের অবজারভেশনে রয়েছেন তিনি। আজ সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি কিছুটা শঙ্কামুক্ত রয়েছেন। আগামীকাল তার শরীরের পরীক্ষা করানো হবে। তার বাবা শামীম ওসমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
১৭ জুলাই, ২০২৪

হানিমুন থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী
তাদের বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। সামাজিকমাধ্যমে তুমুল সমালোচনা হয়। কারণ  ৫৩ বছর বয়সী কাঞ্চন মল্লিক ও ২৬ বছরের ছোট শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। এবার বিয়ের প্রায় ৬ মাস পর মধুচন্দ্রিমায় যান তারা। মালদ্বীপে দারুণ সময়ে কাটিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে শেষটা ভালো হলো না। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী। দু’জনেই জ্বরে আক্রান্ত। তাদের সেবা করতে কাঞ্চনের বাড়িতে গেছেন তার শাশুড়ি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, শ্রীময়ীর মা খাবার তৈরি করছেন। এ ভিডিওতে শ্রীময়ী বলেন, ‘মেয়ের শরীর খারাপ শুনে মা এসেছে। কারণ দেশে ফিরেই আমরা জ্বর বাধিয়েছি। আমারও জ্বর, কাঞ্চনেরও জ্বর। মুখে স্বাদ নেই। তারপর থেকে মাকে বলছি, এটা বানাও, ওটা বানাও। মালদ্বীপে নিজেকের মধ্যকার দারুণ সব মুহূর্তের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। একটি ভিডিওতে দেখা যায়, নীল আকাশ আর নীল জল মিলেমিশে  একাকার। আর সেই জলে নেমে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন কাঞ্চন-শ্রীময়ী। কালো রঙের বিকিনিতে উত্তাপ ছড়াতে শ্রীময়ীকে। জলকেলির এ ভিডিওর ক্যাপশনে শ্রীময়ী লিখেছিলেন— ‘বাতাসেও প্রেম।’ এর আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন কাঞ্চন। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। পরবর্তীতে পিংকি ব্যানার্জিকে বিয়ে করেন তিনি। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। সবশেষ ৫৩ বছর বয়সে ২৭ বছর বয়সী শ্রীময়ীকে রেজিস্ট্রি বিয়ে করলেন কাঞ্চন। 
১২ জুলাই, ২০২৪

অসুস্থ মেয়েকে সময় দিতেই এক দিন আগে দেশে প্রধানমন্ত্রী
সফরসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের। তবে অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগে গতকাল বুধবার রাতে দেশের উদ্দেশে যাত্রা করেন। গতকাল বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ (গতকাল) রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি।’ কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, তার এখানে (বেইজিং) রাতযাপন করার কথা ছিল। এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন।’
১১ জুলাই, ২০২৪
X