রেললাইনে গেমে মগ্ন দুই বন্ধু, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
রেললাইনে বসে মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেম খেলায় মগ্ন ছিল দুই বন্ধু। একটি কমিউটার ট্রেন এসে তাদের দেহ ছিন্নভিন্ন করে দিয়ে গেল। গতকাল সোমবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলো উপজেলার রুকানাই এলাকার মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। শাকিল মিয়া ইসলামপুর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে দুজন কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রেলক্রসিং অতিক্রমকালে তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই বন্ধুর মৃত্যু হয়। তাদের আরেক বন্ধু গণমাধ্যমকে জানিয়েছে, ‘ওরা (মজিবর ও শাকিল) দুজনেই সকালে গায়ে চাদর জড়িয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। কয়েকজন রেললাইন থেকে উঠে যেতে বলেছিল, তারা শোনেনি। ট্রেন অনেকবার হুইসেল দিয়েছে, তাও শোনেনি।’ মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
২৩ জানুয়ারি, ২০২৪
X