যে কারণে আমেরিকায় খেলতে চায় না মেসিরা
জুনের ২০ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। ১৬ দলের এই আসরে আবারো শিরোপা জয়ের উদ্দেশ্যেই নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসর শুরুর আগের শেষ ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা দুটি প্রীতি ম্যাচ খেলবে। কোপার আয়োজক যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা ম্যাাচ দুটিরর। তবে এখান থেকে একটি ম্যাচ সরিয়ে নিতে চাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জুন মাসের ৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার কথা মেসি-ডি মারিয়াদের। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের দাবি এএফএ মেসিদের এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে নয় নিতে চায় আর্জেন্টিনায়। আর্জেন্টাইন বিখ্যাত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে জানিয়েছে, শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিতব্য ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে আর্জেন্টিনার বুয়েনেস এইরেসে আনতে চায় এএফএ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পরই কোপা আমেরিকার জন্য প্রস্তুত হতে শুরু করবে আর্জেন্টিনা। তাই কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দেশবাসীর মধ্যে উত্তেজনা ছাড়াতে এবং খেলোয়াড়দের মনোবল বাড়াতে শেষ ম্যাচটি নিজেদের দেশে আয়োজন করতে চায় এএফএ। তাদের উদ্দেশ্য ঘরের মাঠ থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একটি বিদায় সংবর্ধনা দেয়ার। তবে এএফএ'র জন্য কাজটি সহজ হবে না। কারণ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে হতে যাওয়া দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনের পেছনে কাজ করছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক কোম্পানি। সেই কোম্পানির সঙ্গে একটি চুক্তিতে সই করেছে এএফএ। তাই তাদের সম্মতিতেই কেবল ভেন্যু পরিবর্তন করতে পারবে তারা। প্রসঙ্গত, আগামী ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে শিকাগোর সোলজার ফিল্ডে মেসিবাহিনী খেলবে প্রথম ম্যাচ। তার পাঁচদিন পর ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ডে হবে দ্বিতীয় ম্যাচ।
১৩ এপ্রিল, ২০২৪

পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
পুরো বিশ্বের ফুটবল লিগগুলোতে চলছে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি লিগেই পাওয়া যাচ্ছে উত্তেজনার আভাস। তবে এরই মধ্যে আবার বেরসিকের মতো এসেছে আন্তর্জাতিক ফুটবলের জন্য বিরতি। নিজের পছন্দের ক্লাবের খেলা দেখতে না পেরে ফুটবল ভক্তরা হতাশ হতেই পারেন। তবে তাদের হতাশা দূর করতে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলগুলোর ম্যাচ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার (২৩ মার্চ) ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রতিপক্ষ এল সালভাদর। এই প্রীতি ম্যাচে অবশ্য দলের প্রাণ ভোমড়া লিওনেল মেসিকে পাচ্ছে না ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। ইনজুরিতে ছিটকে গেছেন পাওলো দিবালা, এজেকুয়েল প্যালাসিওস ও মার্কোস সেনসির মতো তারকারাও। সেক্ষেত্রে আলবেসিলিস্তেদের জয় এনে দেওয়ার দায়িত্ব পর্তাবে লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো তারকাদের ওপর। মেসিকে ছাড়া আর্জেন্টিনা কেমন করে এটিই এখন দেখার বিষয়। অন্যদিকে আর্জেন্টিনা ভোরে খেললেও ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দি ব্রাজিল নামবে রাতে। প্রতিপক্ষ ফুটবল বিশ্বের আরেক পরাশক্তি ইংল্যান্ড। ইংল্যান্ডের ওয়েম্বলিতে হতে যাওয়া এই ম্যাচ শুরু হবে ২৪ মার্চ বাংলাদেশ সময় রাত একটায়। ওয়েম্বলিতে ফোডেন-রাশফোর্ডদের বিরুদ্ধে হতে যাওয়া এই ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগ আউটে অভিষেক হচ্ছে নতুন কোচ দারিভাল জুনিয়রের। অভিজ্ঞ এই কোচের সামনে পাঁচ বারের বিশ্বকাপজয়ীদের আবারো শক্তিশালী করে তোলার বড় চ্যালেঞ্জ। এরকম ম্যাচে অবশ্য তিনি পাচ্ছেন না পছন্দের দুই গোলকিপার ও ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ মিডফিল্ডারকে।  তবে তারা না থাকলেও আক্রমণ ভাগের ভিনিসিয়ুস ও রদ্রিগো নিশ্চয়ই যেকোন ডিফেন্সের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়াবে।   
২৩ মার্চ, ২০২৪

ফরটিজ এফসিতে খেলবেন সেই অঞ্জন বিস্তা
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা নেপালের অঞ্জন বিস্তা খেলবেন প্রিমিয়ার লিগের ক্লাব ফরটিজ এফসির হয়ে। মধ্যবর্তী দলবদলে ২৫ বছর বয়সি ফরোয়ার্ডকে দলভুক্ত করেছে ক্লাবটি। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারায় নেপাল। ওই ম্যাচে স্বাগতিকদের সবগুলো গোলই করেছিলেন ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। তাকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে ফরটিজ এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম কালবেলাকে বলেছেন, ‘অঞ্জন বিস্তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের জন্য তাকে নিবন্ধন করাচ্ছি আমরা।’ নেপাল ও ভারতের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতাপুষ্ট অঞ্জন বিস্তা ২০১৪ সাল থেকে নেপাল জাতীয় দলে খেলছেন। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের ধারাবাহিকতায় জাতীয় দলের জার্সি গায়ে তোলেন এ ফুটবলার। গোরখালীদের হয়ে ৬১ ম্যাচে ১৩ গোল করেছেন অঞ্জন বিস্তা। প্রিমিয়ার লিগের প্রথম লেগের ৯ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে ফিরতি লেগ শুরু করবে ফরটিজ এফসি।  বর্তমানে দুই গাম্বিয়ান, এক ইউক্রেনিয়ান ও উজবেকিস্তানের একজন ফুটবলার রয়েছেন ক্লাবটিতে। গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমার এবং ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভালেরি রাইশান প্রথম লেগের সবগুলো ম্যাচ খেলে সমান তিনটি করে গোল করেছেন। স্কোরিং সমস্যা দূর করতেই অঞ্জন বিস্তাকে উড়িয়ে আনছে ফরটিজ এফসি।
০৮ মার্চ, ২০২৪

নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করতে হবে। নির্বাচনের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো প্রকার প্রহসন দেশবাসী বরদাশত করবে না। সভা সমাবেশ নিষিদ্ধ করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। গতকাল সোমবার বিকেলে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের নেতা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি ইমাদুদ্দীন, আনওয়ার হোসাইন, আলতাফ হোসাইন, আবদুল আউয়াল, আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মুহাম্মদ মাকসুদুর রহমান, নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, কামাল হোসাইন, এমএইচ মোস্তফা, মুফতি জিয়াউল আশরাফ, মুফতি আবদুল আহাদ, মুফতি আকতার হোসাইন প্রমুখ। এদিকে নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হবে।
২৬ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করুন : ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করতে হবে। নির্বাচনের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো প্রকার প্রহসন দেশবাসী বরদাশত করবে না। সভা-সমাবেশ নিষিদ্ধ করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। দেশব্যাপী বিরোধী দল ও মতের গণজাগরণ শুরু হয়েছে। এ গণজাগরণের বিস্ফোরণ ঘটার পূর্বেই সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করছি। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের অধীনে ৭ জানুয়ারি কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি ইমাদুদ্দীন, মুফতি আনওয়ার হোসাইন, আলতাফ হোসাইন, আবদুল আউয়াল, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন,  এমএইচ মোস্তফা, মুফতি জিয়াউল আশরাফ, মুফতি আবদুল আহাদ, মুফতি আকতার হোসাইন প্রমুখ। জাতিসত্তাবিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল (২৬ ডিসেম্বর) সারা দেশে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলের জন্য আহ্বান জানিয়েছেন।
২৫ ডিসেম্বর, ২০২৩

শৈশবের ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন মেসি
আরও একটি প্রীতি ম্যাচের খবর নিশ্চিত করেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। এবার আর্জেন্টাইন তারকার শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বলে জানিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। ১৫ ফেব্রুয়ারি ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। ১৩ বছর বয়স পর্যন্ত আর্জেন্টিনার এ ক্লাবেই ছিলেন মেসি। ওল্ড বয়েজ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান আটবারের বিশ্বসেরা ফুটবলার। পরের গল্পটা সবারই জানা। বিশ্বকাপ জয়ের পর মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে নাম লেখান এ সুপারস্টার। প্রাক মৌসুমে ওল্ড বয়েজ ম্যাচ নিয়ে অর্ধডজন প্রীতি ম্যাচের বিষয় নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। ১৯ জানুয়ারি এলসালভাদর জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক মৌসুম অভিযান শুরু করবে দলটি। পরবর্তী সময়ে সৌদি প্রো-লিগের ক্লাব আল হিলাল ও আল নাসরের বিপক্ষে খেলবে দলটি। আল নাসর ম্যাচ আলোচিত হয়ে আছে মেসি-রোনালদোর দ্বৈরথের কারণে। ৪ ফেব্রুয়ারি হংকং এবং তিন দিন পর জাপানে প্রীতি ম্যাচ খেলবে মিয়ামি। হংকংয়ে দলটির প্রতিপক্ষ শীর্ষ লিগে খেলা ফুটবলারদের সমন্বয়ে গড়া একটি দল। জাপানে স্থানীয় ক্লাব ভিসেল কোবের বিপক্ষে খেলবে মেসির দল; বার্সেলোনা ছাড়ার পর দীর্ঘদিন জাপান লিগের এ ক্লাবে খেলেছেন মেসির সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।  
২০ ডিসেম্বর, ২০২৩

সিঙ্গাপুরের জালে বাংলাদেশের মেয়েদের ৮ গোল
র‌্যাঙ্কিংয়ে সাবিনাদের থেকে বেশ এগিয়ে সিঙ্গাপুরের নারীরা। তবে এত এগিয়ে থেকেও বাংলাদেশের কাছে পাত্তাই পেল না তারা। প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় এরপরের ম্যাচে আরও ভয়ংকর চেহারায় বাংলাদেশের নারীরা। সিঙ্গাপুরের জালে এবার গুনে গুনে আটবার বল পাঠালেন সাবিনা-তহুরারা। সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে করে সফরকারীদের সাথে দুই ম্যাচের সিরিজ জিতল ২-০ ব্যবধানে। ২০২৩ সালের নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ নারী দল জিতেই বছরের ইতি টানল।   ম্যাচের ১৬ মিনিটে তহুরা খাতুনের হেডে গোল উৎসবের সূচনা, উৎসব থামল যোগকরা সময়ের প্রথম মিনিটে। মাঝে আরও ৬ গোল। সিংগাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে সিংগাপুরের অবস্থান ১৩০, বাংলাদেশ ১৪২-এ। এটি যে কেবলই সংখ্যা সেটা প্রমাণ করে ছাড়ল সাইফুল বারী টিটুর অধীনে খেলা দলটি। তহুরা খাতুনের জোড়া গোল ও আফিদা খান্দকারের লক্ষ্যভেদে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে তো আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ডকে চোখ রাঙাচ্ছিল লাল-সবুজরা। ২০১০ সালে কক্সবাজারে প্রথম নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ৯-০ গোলের রেকর্ড শেষপর্যন্ত অক্ষতই রইল। এটা বড় জয়ের দিক থেকে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকল। গেল বছর সাফ জয়ের পথে সেমিফাইনালে ভুটানকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। কাকতালীয় মিল হচ্ছে সবচেয়ে বড় তিনটি জয়েই ভূমিকা ছিল অধিনায়ক সাবিনা খাতুনের। ২০১০ সালে জোড়া গোল করা এ গোল মেশিন গত বছর সাফ সেমিফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। গতকাল সিংগাপুরের বিপক্ষে এক গোল করেছেন ৩০ বছর বয়সি ফরোয়ার্ড সাবিনা খাতুন। এ ম্যাচ দিয়ে সিনিয়র দলে অভিষেক হল তরুণ গোলরক্ষক স্বর্ণা রানী। মাগুরা উঠে আসা কিশোরী ম্যচের শেষদিকে রুপনা চাকমার বদলি হিসেবে খেলেছেন। কমলাপুর স্টেডিয়ামে ১৬ মিনিটে তহুরা খাতুন গোলের খাতা খোলার দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ঋতু পার্না চাকমা। ২৫ মিনিটে তহুরার দ্বিতীয় গোলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর, আরও পাঁচ গোল করেছে বাংলাদেশ। ৫৭ মিনিটে এ অর্ধে প্রথম গোল করেন সানজিদা আক্তার। ৬২ মিনিটে ঋতু পর্নার দ্বিতীয় গোলে স্কোর লাইন ৫-০ হয়। ৭৫ মিনিটে দলের ৬ষ্ঠ গোল করেন সাবিনা খাতুন। বাকি দুই গোল করেন বদলি হিসেবে নামা বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া এবং ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র
০৪ ডিসেম্বর, ২০২৩

একই দিন মাঠে নামছেন সাকিব-জামালরা, প্রতিপক্ষ আফগানিস্তান
এটাকে হয়তো ভাগ্যই বলতে হবে। এশিয়া কাপে টিকে থাকতে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ রোববার (৩ সেপ্টেম্বর)। কাকতালীয়ভাবে একই দিন মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দলও।   লড়বে ক্রিকেট দলের প্রতিপক্ষ আফগানিস্তানের সাথেই। ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচটি এক দিন পরে হওয়ার কথা থাকলেও আফগানিস্তান ফুটবল দলের অনুরোধে এক দিন এগিয়ে আনা হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে এমনিতেই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ফুটবল দলের মাঠ কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচটি এক দিন এগিয়ে আনা হয়েছে। ফলে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক এক দিন আগেই (৩ সেপ্টেম্বর) হচ্ছে৷ আফগানিস্তান সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায়। তারা বাংলাদেশকে আগেই জানিয়েছিল দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে। বাংলাদেশে আসার পরেও তারা এটি জানিয়েছে। আফগানিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে, ফিফা ও এএফসির কাছে আবেদন করে। এএফসি আজ সেই আবেদন মঞ্জুর করায় ফিফাও অনুমোদন দিয়েছে।    ম্যাচটি এক দিন এগিয়ে আসায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও রেটিং কিছুটা কমছে। ফিফা উইন্ডোর মধ্যকার ম্যাচের ফল র‌্যাংকিংয়ে যেভাবে প্রভাব ফেলে উইন্ডোর বাইরের ম্যাচে ততটা পড়ে না। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফিলিপাইনের উদ্দেশে রওনা হবে।  প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। বিকেল ৫টায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি স্পোর্টসের সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। 
০১ সেপ্টেম্বর, ২০২৩
X