বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু
অবৈধ একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফার চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার (২৬ নভেম্বর) থেকে সপ্তম দফায় সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, অবৈধ একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং এই সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফার যে চলমান আন্দোলন, সেই আন্দোলন অব্যাহতভাবে চলার প্রত্যয়ে বিএনপির পক্ষ থেকে রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। আমি আস্থা রাখি, আগে যেসব কর্মসূচি হয়েছে সেই সব কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মী অত্যন্ত বীরত্বের সঙ্গে, সাহসিকতার সঙ্গে দৃঢ় প্রত্যায়ে আগামী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করবেন। এই পর্যন্ত সবগুলো অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানান রিজভী। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে এবং দৃঢ় প্রত্যয়ে ধারাবাহিক অবরোধ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করছেন। আমাদের নেতাকর্মীরা রাস্তায় আছেন। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার আদর্শগত লড়াইয়ে তারা আছেন। তারা কোনো ভোগ-বিলাস, তারা কোনো অর্থ কড়ির জন্য এই কর্মসূচি করছে না। তারা কর্মসূচি করছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে মহাসমাবেশের পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর এবং ১৯ নভেম্বর দুই দফায় সারা দেশে তিন দিন হরতাল এবং ছয় দফায় পর্যায়ক্রমে ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে।
২৬ নভেম্বর, ২০২৩

অবরোধ কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা নিহত
বগুড়ার সোনাতলায় অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত শাহাবুল সরকার (৩৮) সোনাতলা উপজেলা সদরের কামারপাড়া মহল্লার মৃত মোবারক আলী সরকারের ছেলে। তিনি সোনাতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সোনাতলা-জুমারবাড়ি সড়কের ঘোড়াপীর নতুন বন্দরে অবরোধ কর্মসূচির দায়িত্ব পালন করেন শাহাবুল। সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিজ এলাকার বিপুল মিয়ার ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরিফ উদ্দিন রেলগেট এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাইকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে শাহাবুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চালক বিপুল হাসপাতাল ত্যাগ করেন। সোনাতলা থানার ওসি সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পৌঁছানোর আগেই নিহত শাহাবুলের স্বজনরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যান। তারা কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
১৬ নভেম্বর, ২০২৩

১২ নভেম্বর অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি পূজা উদযাপন পরিষদের
সাম্প্রদায়িকতা দেশ গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন রাজনীতিবীদ, শিক্ষাবীদসহ ধর্মীয় আলোচকরা। তারা বলেছেন, আগামীতেও সাম্প্রদায়িক শক্তি দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে না। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার (১০ নভেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বিজয়া সম্মেলন-২০২৩ অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে, এল ভৌমিক, আগামীকাল ১২ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য অসাম্প্রদায়িকতা। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি তৈরি করে একথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশের মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ। মানবতাবাদ ধর্মের শাশ্বত বাণী। তাই ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন উল্লেখ করে শিরীন শারমিন বলেন, সংবিধানে সকল ধর্মাবলম্বীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা আছে। তিনি বলেন, মানবিকতার আদর্শে গড়ে উঠবে আগামী প্রজন্ম। সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে এটাই সরকারের মূল লক্ষ্য। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে আমরা এগিয়ে যেতে চাই। ২১৪১ সালের মধ্যে স্মার্ট ও সোনার বাংলা গড়ে তোলার কাজে সবাইকে যুক্ত হওয়ার আহ্বানও জানান স্পীকার। সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতার মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন তিনি। অনুষ্ঠানে ধর্মীয় নেতারা ১২ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে সারাদেশে অবরোধ কর্মসূচি প্রত্যাহারে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আশাকরি আমাদের আহ্বানে বিএনপি সাড়া দেবে। সেইসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে সংখ্যালঘুদের বছরজুড়ে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা। বলেন, আমরা বছরজুড়ে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করতে চাই। এরমধ্যে দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশ আবারো ফিরে আসবে। মহানগর সার্বজননীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে, এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। আলোচনায় অংশ নেন, পংকজ দেবনাথ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন, ইসকনের অধ্যক্ষ শ্রী চারু চন্দ্র দাস, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় মহাথের, বিশপ ইমানুয়েল কানন রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ।
১০ নভেম্বর, ২০২৩

মানুষের মুক্তির জন্য অবরোধ কর্মসূচি : কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, আমাদের আন্দোলন জনগণের মানবাধিকার, অর্থনৈতিক অধিকার, ন্যায় বিচারের অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আমরা মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিতে চেষ্টা করছি। দেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, দেশকে প্রকৃত অর্থে স্বৈরাচারমুক্ত করার জন্য অবরোধ কর্মসূচি দিয়েছি।  আজ শুক্রবার (১০ নভেম্বর) বাদ জুমা কাওরান বাজারের এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ে ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত যে সমস্ত নেতাকর্মী নিহত এবং আহত হয়েছেন এবং আন্দোলনরত যে সমস্ত গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিলে কর্নেল অলি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। ন্যায় বিচার ও মানবাধিকারকে নির্বাসিত করেছে। জনগণকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করেছে। দেশের অর্থনীতিকে ভয়ংকর পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা দিয়েছে এবং প্রতিনিয়ত দিচ্ছে। এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন,, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপি’র সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি এড. নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ।
১০ নভেম্বর, ২০২৩

অবরোধ কর্মসূচি সফলের আহ্বান বাংলাদেশ ন্যাপের
বিএনপিসহ সমমনা দল ও জোটগুলোর ডাকা তৃতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের মধ্য দিয়ে সফল করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক। সোমবার (৬ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তারা। সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তৃতীয় দফায় দেশব্যাপী টানা এই ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেওয়া হয়েছে। সোমবার পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় বলেন, সরকার হামলা-মামলা, দমন-পীড়ন করে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতে চায়। এর মধ্য দিয়ে তারা দেশে আর একটি একতরফা পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু জনগণ এবার আর এ ধরনের কোনো নির্বাচন মেনে নেবে না। চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সরকারকে তা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। তাই সরকারকে বলব, গণদাবি মেনে অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
০৬ নভেম্বর, ২০২৩

অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান গণতন্ত্র মঞ্চের
আন্দোলনের ধারাবাহিকতায় বিরোধী দলগুলোর আহ্বানে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধের কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা আশা প্রকাশ করেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলনের এ কর্মসূচি সফল হবে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এমন আশাবাদ ব্যক্ত করেন। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার ও সরকারি দল তাদের নীলনকশার সাজানো নির্বাচনের ক্ষেত্র তৈরি করতেই বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা-সন্ত্রাস চালিয়েছে এবং আগুনসন্ত্রাসের মধ্য দিয়ে বিরোধীদের আন্দোলন দমনের অজুহাত সৃষ্টি করেছে। সারা দেশে তারা গ্রেপ্তার, সন্ত্রাস আর গুণ্ডামির পথে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।  তারা আরও বলেন, দখলদার এই সরকারের কোনো নীলনকশাই এবার আর তাদের রক্ষা করবে না। গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে দেশের মানুষ এই ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দেবে। নেতারা অনতিবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।  সভায় নেতারা সোমবার গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন শ্রমিক নিহত হওয়া এবং অসংখ্য শ্রমিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, গাজীপুরে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু মালিকরা নামমাত্র বেতন নির্ধারণের পাঁয়তারা করছে। শুধু তাই নয়, দীর্ঘ ছয় মাস ধরে মজুরি বোর্ড গঠন করা হলেও এখন পর্যন্ত মজুরি নির্ধারণের টালবাহানা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে গাজীপুরে ও আশুলিয়ায় আন্দোলন করতে গেলে এই সরকারের পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে রাসেল হাওলাদার নামে একজন শ্রমিককে হত্যা করে। অসংখ্য শ্রমিক আহত হয়।  গণতন্ত্র মঞ্চ নেতারা অনতিবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান। সভায় নেতারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান। একইসঙ্গে দেশের গণতান্ত্রিক ধারার সকল প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে এই গণআন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।  গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যরা।
৩০ অক্টোবর, ২০২৩

৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা সমমনা জোটের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, শনিবারের শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে আগামী ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।  রোববার (২৯ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ দেশবাসীকে এই অবরোধ কর্মসূচি পালন করার আহবান জানান।  এদিকে হরতাল চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাসা থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। একইসঙ্গে মির্জা ফখরুলসহ আন্দোলন-সংগ্রামে জড়িত বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তি দাবি করেছে ১০ দলীয় এই জোট। রোববার সমমনা জোটের পৃথক বিবৃতিতে এ দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপির হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। হাইকোর্টের ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে মৎস্যভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে মিছিলে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির কেন্দ্রীয় নেতা মো. মুসাসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০ অক্টোবর, ২০২৩
X