শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে প্রস্তাব পাস, পক্ষে ভোট বাংলাদেশের
জাতিসংঘের মানবাধিকার পরিষদে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার এ প্রস্তাব পাস হয়। এতে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে। খবর আলজাজিরার। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তুলেছিল পাকিস্তান। পরিষদের ৪৭ সদস্য দেশের মধ্যে বাংলাদেশসহ ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ছয়টি দেশ। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, ফ্রান্সসহ ১৩টি দেশ। ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অবরুদ্ধ উপত্যকাটির ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রস্তাব পাসের মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে এবারই প্রথম কোনো আনুষ্ঠানিক অবস্থান নিল মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ পর্ষদ। প্রস্তাবে ইসরায়েলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি, স্থানান্তর ও অন্য কোনোভাবে না পাঠাতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় নতুন করে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে এ আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে গাজায় গণহত্যার ঝুঁকি নিয়ে গত জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রুলের কথাও উল্লেখ রয়েছে প্রস্তাবে। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ও জরুরি ভিত্তিতে ত্রাণ যেতে দেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাবে বলা হয়েছে, অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানাচ্ছে মানবাধিকার পরিষদ। এ ছাড়া গাজার দক্ষিণের রাফায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে সতর্ক করা হয়েছে প্রস্তাবে। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে উপত্যকাটির ২৩ লাখ ফিলিস্তিনির অর্ধেকের বেশি রাফায় আশ্রয় নিয়েছেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের দপ্তরে প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ খারাইশি। ভোটের আগে এ নিয়ে তিনি বলেন, এই গণহত্যা বন্ধে আপনাদের সবার জেগে ওঠা প্রয়োজন। এটা এমন এক গণহত্যা, যেটা টেলিভিশনের পর্দায় পুরো পৃথিবী দেখছে। এদিকে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এ ধরনের প্রস্তাব পাস হওয়াটা গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবে এর কার্যকারিতা সেভাবে নেই।
০৬ এপ্রিল, ২০২৪

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পাস, পক্ষে ভোট বাংলাদেশের
ইসরায়েলে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। একই সঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার (৫ এপ্রিল) মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ এই সংস্থায় ভোট হয়। মুসলিম বিশ্বের ৫৫ দেশের সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষে পাকিস্তান এই প্রস্তাবটি উত্থাপন করেছে। ভোটাভুটিতে পরিষদের ৮৪টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ছয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এ ছাড়া ফ্রান্স, আলবেনিয়াসহ ১১টি দেশ ভোটদানে বিরত ছিল। গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ চলছে। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও এতদিন গাজা যুদ্ধ নিয়ে কোনো অবস্থান নেয়নি জাতিসংঘের মানবাধিকার পরিষদ। আজ শুক্রবার প্রস্তাব পাসের মধ্য দিয়ে প্রথমাবেরের মতো আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থানের জানান দিল সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার পরিষদ বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন ও  মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে অন্যান্য পদক্ষেপের মধ্যে আজকের ভোট একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এ ছাড়া গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের ওপর জোর দিয়ে পরিষদ বলেছে, গাজা উপত্যকায় গণহত্যার সম্ভাব্য ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সেখানে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ গভীর মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক ওয়েন জোন্স আলজাজিরাকে বলেছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের এই প্রস্তাব পাস প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ। এই প্রথমবারের মতো এই সংঘাতের বিষয়ে মানবাধিকারের শীর্ষ সংস্থা অবস্থান নিল। এটি এই যুদ্ধের নজিরবিহীন প্রকৃতির বিষয়টি সামনে নিয়ে এসেছে। তবে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মেরাভ ইলন শাহার এই পদক্ষেপকে মানবাধিকার পরিষদ এবং সামগ্রিকভাবে জাতিসংঘের জন্য একটি কলঙ্ক বলে নিন্দা প্রকাশ করেছেন। কানাডা, নেদারল্যান্ডস, জাপান, স্পেন ও বেলজিয়ামের মতো দেশ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে দিয়েছে। তবে বিশ্বজুড়ে সমালোচনা সত্ত্বেও পশ্চিমা অনেক দেশ এখানো ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। আর ইসরায়েলে অস্ত্র সরবরাহে সব সময় এগিয়ে অস্ত্র যুক্তরাষ্ট্র। এমনকি চলতি বছর ইসরায়েলকে অতিরিক্ত ১৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।
০৫ এপ্রিল, ২০২৪

এবার ইসরায়েলে অস্ত্র বিক্রি করা নিয়ে চাপে যুক্তরাজ্য
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা নিয়ে ব্যাপক চাপে আছে তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্র। এবার একই ধরনের চাপ এসে পড়েছে যুক্তরাজ্য সরকারের ওপর। ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছেন দেশটির বিশিষ্টজন। তাদের মধ্যে দেশটির সুপ্রিম কোর্টের সাবেক তিনজন বিচারপতিও রয়েছেন। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাজ্য। গাজায় ‘সম্ভাব্য গণহত্যার ঝুঁকি’র প্রেক্ষাপটে দেশটিতে অবশ্যই অস্ত্র বিক্রি করা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর থেকে বিভিন্ন দলের চাপের মুখে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরই মধ্যে তাকে ওই চিঠি পাঠানো হলো। ১৭ পৃষ্ঠার ওই চিঠিতে সই করেছেন ৬০০ জনের বেশি আইনজীবী, শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারপতি। তাদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি লেডি হ্যালেও। চিঠিতে বলা হয়, গণহত্যা সনদের সম্ভাব্য লঙ্ঘনসহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনজনিত জটিলতা যুক্তরাজ্যকে এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠিতে বিশিষ্টজনরা আরও বলেন, ইসরায়েলের কাছে অস্ত্রশস্ত্র ও অস্ত্র ব্যবস্থা (প্রতিরক্ষা ব্যবস্থা) বিক্রি আন্তর্জাতিক আইন মানার ক্ষেত্রে যুক্তরাজ্যের বাধ্যবাধকতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ন করছে। চিঠিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনের মধ্যে আরও রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লর্ড সাম্পশন ও লর্ড উইলসন। আছেন আরও ৯ বিচারক ও ৬৯ জন কেসি। গত সোমবার গাজার দেইর আল-বালাহ এলাকায় যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ত্রাণকর্মীদের ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ যায় সাতজনের। তাদের মধ্যে ফিলিস্তিনি ছাড়াও যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক রয়েছেন। এ হামলাকে ‘গুরুতর ভুল’ বলে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সরকার প্রতিশ্রুতি দিয়েছে, হামলার ঘটনা ‘স্বাধীনভাবে’ তদন্ত করা হবে। এরই মধ্যে যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের গুরুতর আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহৃত হতে পারে—এমন স্পষ্ট ঝুঁকি থাকলে ওই সব অস্ত্র বিক্রির বিষয় স্থগিত রাখার সময় এসেছে। সাংবাদিকদের ডেভিড ল্যামি বলেন, ইতোপূর্বে অস্ত্র বিক্রি স্থগিত রাখার নজির রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং টনি ব্লেয়ার যথাক্রমে ১৯৮২ ও ২০০২ সালে এমন পদক্ষেপ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী সুনাক গত মঙ্গলবার বলেন, অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছে ‘খুব সতর্কতামূলক’ একটি ব্যবস্থা রয়েছে। সংবাদপত্র সানের সঙ্গে কথা বলার সময় তিনি ইসরায়েলি ওই হামলার ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সুনাক আরও বলেন, ইসরায়েলের ব্যাপারে যুক্তরাজ্য ‘অব্যাহতভাবে এই পরিষ্কার’ অবস্থান বজায় রেখেছে যে, দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে।
০৫ এপ্রিল, ২০২৪

অস্ত্র বিক্রি বন্ধ করেছে যারা
গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হলে অনেক দেশ ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে পুনরায় চিন্তাভাবনা শুরু করেছে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তেল আবিবকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। এসব দেশ হলো— নেদারল্যান্ডস: ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে নেদারল্যান্ডস সরকারকে সম্প্রতি নির্দেশনা দেন ডাচ আদালত। এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে গাজায় বোমা হামলা করে আসছে ইসরায়েলি বাহিনী। মূলত বেশ কয়েকটি ডাচ মানবাধিকার সংস্থার করা এক মামলায় এ রায় দেন আদালত। বেলজিয়াম: গত ৬ ফেব্রুয়ারি বেলজিয়ামের একটি আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে গানপাউডার রপ্তানি করে এমন দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে। জাপান: গত ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি এলবিট সিস্টেমের সঙ্গে অংশীদারত্বের সম্পর্কে ইতি টানার কথা জানায় জাপানি কোম্পানি ইটোচু করপোরেশন। ইটোচুর প্রধান আর্থিক কর্মকর্তা সুয়োশি হাচিমুরা এক সংবাদ সম্মেলনে বলেন, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে এলবিটের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এর সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের বর্তমান সংঘাতের কোনো সম্পর্ক নেই। ইতালি: গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অস্ত্র বা সামরিক সরঞ্জামের সব চালান স্থগিত রেখেছে ইতালি। গত ২০ জানুয়ারি ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইন সরকারের প্রতি ইসরায়েলের সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ তথ্য জানান। স্পেন: গত জানুয়ারিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি ইসরায়েলের কাছে কোনো অস্ত্র বিক্রি করেনি। বর্তমানে ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কানাডা: ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্রের রপ্তানি স্থগিত করেছে কানাডা। গত মার্চ মাসের শুরুর দিকে কানাডার পার্লামেন্টে একটি অভিযোগ জমা দেন দেশটির আইনজীবীদের একাংশ এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডীয়রা। সেখানে তারা বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান থাকা অবস্থায় দেশটির কাছে অস্ত্র বিক্রি করা কানাডার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এ অভিযোগ আমলে নিয়ে গত মাসে একটি রেজল্যুশন পাস করে কানাডার পার্লামেন্ট। রেজল্যুশনটিতে বলা হয়, কানাডা ইসরায়েলে সামরিক যোগাযোগ ইক্যুইপমেন্ট বা এ জাতীয় সরঞ্জাম ছাড়া কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম পাঠাবে না।
০৪ এপ্রিল, ২০২৪

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে ১৩০ ব্রিটিশ এমপির চিঠি
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ব্রিটেনের মেম্বার অব পার্লামেন্ট (এমপি) এবং হাউস অব লর্ডসের মন্ত্রীরা। এ আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে চিঠিও দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৮ মার্চ) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সংবাদমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া ওই চিঠি ১৩০ জনের বেশি ব্রিটিশ এমপি সমর্থন করেছেন। চিঠিতে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধের আহ্বান জানানো হয়েছে।  পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এ চিঠি লেবার এমপি জারাহ সুলতানার নেতৃত্বে ১০৭ মেম্বার অব পার্লামেন্ট এবং ২৭ জন সহকর্মী স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে সাবেক শ্রম মধ্যপ্রাচ্যমন্ত্রী পিটার হেইন, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফ্লিন, সাবেক ছায়া মন্ত্রী জেস ফিলিপস, সাবেক লেবার নেতা জেরেমি করবিন ও কনজারভেটিভ পের নোশেনা মোবারিক রয়েছেন।  স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন পররাষ্ট্র দপ্তরের স্থায়ী সচিব জন কের  এবং লেবার পার্টির সাবেক মন্ত্রী টেসা ব্লাকস্টোন। এ ছাড়া চিঠিটি ৪৬ লেবার এমপি এবং প্রায় সব এসএনপি সংসদীয় দলের সমর্থন পেয়েছে।  চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানির স্বাভাবিক ব্যবসা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। চিঠিতে জাতিসংঘের সাম্প্রতিক তদন্তে পাওয়া যুক্তরাজ্যের নির্মিত অস্ত্র ব্যবহৃতে হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।  পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা চিঠিতে অস্ত্র বিক্রির ব্যাপারে অন্যান্য দেশের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে। গত সপ্তাহে কানাডা ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে।   
২৮ মার্চ, ২০২৪

ভারতের কাছে ৪০০ কোটির অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
ভারতের কাছে ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকছে ৩১টি সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সেইসঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রিরও অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর এনডিটিভির। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন এমকিউ ৯বি প্রিডেটর ড্রোন ক্রয় চুক্তির ঘোষণা করেছিলেন। মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর চুক্তিটি এখন নিশ্চিত করা হবে। পেন্টাগন জানিয়েছে, এ চুক্তিতে ৩১টি সশস্ত্র এমকিউ-৯বি ড্রোন, ১৭০টি এজিএম-১১৪আর হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ৩১০টি লেজার ছোট ব্যাসের বোমা, যোগাযোগ ও নজরদারি সরঞ্জামসহ একটি নির্ভুল গ্লাইড বোমা রয়েছে। এ চুক্তির প্রধান ঠিকাদার হবে জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম। ভারত-যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তির প্রভাব উল্লেখ করে পেন্টাগন বলেছে, ভারতের সঙ্গে প্রস্তাবিত ড্রোন চুক্তি বাস্তবায়িত হলে, যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ক শক্তিশালী হবে। এতে যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্য সার্থক হবে।
০৩ ফেব্রুয়ারি, ২০২৪

অস্ত্র বিক্রি করতে এসে থানা হাজতে দুই বন্ধু 
লক্ষ্মীপুরে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল বেচাকেনা করতে এসে ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাছান গাজী শাকিল (২২) নামে দুই যুবক আটক হয়েছে।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।   আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।  পুলিশ জানায়, ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশে ঘটনাস্থল আসে। শাকিল অস্ত্রটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বিষয়টি জানিয়েছে। অস্ত্রটির মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অস্ত্রটি বিক্রির উদ্দেশে আটক যুবকরা ঘটনাস্থল আসে। তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৬ জানুয়ারি, ২০২৪

সীমান্ত থেকে অস্ত্র বিক্রি করতে এসে ঢাকায় ধরা তিন
জাতীয় নির্বাচনের আগে রাজধানীতে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়েছে তিন অস্ত্র চোরাকারবারি। তারা লালমনিরহাট সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র এনে ঢাকায় বিক্রির চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, জাতীয় নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল ও সাধারণ মানুষকে ভয় দেখাতে এই অস্ত্র ব্যবহার হতো। গত শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ী থেকে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তার তিনজন হলো আলমগীর হোসেন, সৈয়দ মিলন ও শেখ জিয়াউর রহমান জিয়া। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার আলমগীর ও মিলন লালমনিরহাট সীমান্ত থেকে ঢাকায় অস্ত্র বিক্রি করতে এসেছিল। তাদের সঙ্গে ক্রেতাদের মধ্যস্থতার দায়িত্বে ছিল শেখ জিয়া। তারা এই অস্ত্র ব্যবহার করে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করত। নির্বাচনে প্রতিপক্ষের প্রার্থীকে ভয় দেখানো ও সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার কাজে তা ব্যবহার হতো। এমনকি তারা প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যও হুমকি দিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে, এই অস্ত্রের ক্রেতা কারা, এর আগেও অস্ত্র চালান ঢাকায় এনেছিল কি না এবং গন্তব্য কোথায় ছিল। গ্রেপ্তার অস্ত্র কারবারিদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে হারুন বলেন, মিলন একটা সময় ছাত্রলীগের রাজনীতি করত বলে জানা গেছে। তার নামে ৯টি মামলা রয়েছে। একাধিকবার জেল খেটেছে। ছাত্রলীগ করলেও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন উপলক্ষে তাদের মাধ্যমে কত অস্ত্র এসেছে—জানতে চাইলে হারুন বলেন, তারা অস্ত্র দিয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষ নিয়ে প্রতিপক্ষকে হুমকি দিত বলে আমাদের কাছে স্বীকার করেছে।
৩১ ডিসেম্বর, ২০২৩

ইউক্রেনের কাছে ৩৬৪ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান
ইউক্রেনের কাছে ৩৬৪ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। দুটি মার্কিন বেসরকারি কোম্পানির মাধ্যমে এসব অস্ত্র কিয়েভের কাছে বিক্রি করেছে ইসলামাবাদ। এরপর রাওয়ালপিন্ডির পাকিস্তানি বিমানবাহিনীর নুর খান ঘাঁটি থেকে একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমান প্রথমে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং পরে ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়ায় নিয়ে যায়। এসব অস্ত্র পরিবহনে ব্রিটিশ বিমানটি মোট পাঁচবার পাকিস্তান-রোমানিয়ায় যাতায়াত করেছে। তবে ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য সামনে নিয়ে আসে বিবিসি উর্দু। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ক্রয় বিভাগের তথ্যের বরাতে বিবিসি দাবি করেছে, ২০২২ সালের ১৭ আগস্ট গ্লোবাল মিলিটারি ও নর্থরপ গ্রুম্যান নামে দুটি আমেরিকান কোম্পানির সঙ্গে চুক্তি করে পাকিস্তান। এর মধ্যে গ্লোবাল মিলিটারির সঙ্গে ২৩২ মিলিয়ন এবং নর্থরপ গ্রুম্যানের সঙ্গে ১৩১ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে কিয়েভের কাছে ১৫৫ মিমির গোলাবারুদ বিক্রি করেছে ইসলামাবাদ। এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিতে মার্কিন ক্রয় বিভাগের তথ্য দেওয়ার পাশাপাশি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য সামনে নিয়ে আসে বিবিসি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানের অস্ত্র বিক্রি তিন হাজার শতাংশ বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে অস্ত্র বিক্রি করে ১৩ মিলিয়ন ডলার আয় করেছিল পাকিস্তান। আর সেখানে ২০২২-২৩ অর্থবছরে ৪১৫ মিলিয়ন ডলার আয় করেছে দেশটি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ। তারা ইউক্রেনের কাছে কোনো অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করেনি। এর আগে মার্কিন আরেকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ পেতে ইউক্রেনের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে গোপনে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান।
১৪ নভেম্বর, ২০২৩
X