লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত
নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সমির সিকদারের বাড়ির সামনে সিকদার মোস্তফা কামালকে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত কামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। লোহাগড়া থেকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মোস্তফা কামালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিসহ নড়াইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১ মে, ২০২৪

আ.লীগ নেতা টিপু হত্যা মামলার বিচার শুরু
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. রফিক উদ্দীন বাচ্চু এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৫ এপ্রিল রাষ্ট্রপক্ষ ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে পলাতক ছয় আসামি ছাড়া অপর আসামিদের পক্ষে আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেন। গত ৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর, প্রধান সমন্বয়কারী সুমন সিকদার মুসা, শুটার মাসুম মোহাম্মদ আকাশ, শামীম হোসাইন, তৌফিক হাসান ওরফে বিডি বাবু, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ‘ঘাতক’ সোহেল, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাফিজুল ইসলাম হাফিজ, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন মানিক, মশিউর রহমান ইকরাম, ইয়াসির আরাফাত সৈকত, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান, সেকান্দার শিকদার আকাশ, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাতবর, আবু সালেহ শিকদার, কিলার নাসির, ওমর ফারুক, মোহাম্মদ মারুফ খান, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান রাকিব, মোরশেদুল আলম পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, রিফাত হোসেন, সোহেল রানা, ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল। এদের মধ্যে জিসান, মানিক, রিফাত, সোহেল, আমিনুল ও কামরুজ্জামান পলাতক রয়েছেন। এছাড়া আসামি আশরাফ, মনসুর, মোরশেদুল, রাকিবুল, ইমরান, হাফিজ, মাসুদ ও মশিউর জামিনে রয়েছেন। ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।
২৯ এপ্রিল, ২০২৪

প্রতারণা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রতারণা মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দারকে (৫৭)  গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি মামলায় মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম হায়দার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি, আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
০৩ এপ্রিল, ২০২৪

আওয়ামী লীগ নেতা রব মিয়া মারা গেছেন
ভোলা চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মিয়া মারা গেছেন। খবর বাসসের।  শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চর মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের  রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
১৪ জানুয়ারি, ২০২৪

আউয়ালের কর্মীর হামলায় নৌকার কর্মী আওয়ামী লীগ নেতা আহতের ঘটনায় পিরোজপুরে বিক্ষোভ
পিরোজপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নৌকার কর্মী তৌহিদুল ইসলাম হিরুর ওপর স্বতন্ত্র প্রার্থী আউয়ালের সমর্থকদের হামলায় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর পিরোজপুর শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল করে।  মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরদার ফারুক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান খান শামীম, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা হিরুর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নের বাঁশবড়িয়া গ্রামে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম হিরুর উপরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সমর্থকরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত তৌহিদুল ইসলাম হিরুকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৩টায় অবস্থার অবনতি হওয়ার পর খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিওরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ হিসেবে হিরুর স্বজনরা জানায় নৌকা প্রতীকের পক্ষে তিনি কেন কাজ করেন সেজন্য স্বতন্ত্র প্রার্থীর লোকেরা তার উপরে এই সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসী মিঠু সরদার, জামাল হাওলাদার, পাশা শেখ পিস্তল ঠেকিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
৩০ ডিসেম্বর, ২০২৩

আওয়ামী লীগ নেতা বললেন ‘উলঙ্গ নৌকা’
বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে উলঙ্গ নৌকা বলে কটুক্তি করেছেন উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার। এনিয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ফুঁসে উঠেছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠকে ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে কটুক্তিসহ দলের প্রতি বিষোদগার করেন। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যে দুর্গপাশা ইউনিয়ন আওয়ামী লীগসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় ঐ উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার বলেছেন, শামসুল আলম চুন্নু সাহেব স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি নেত্রী নির্দেশিত, নেত্রী ঘোষণা করেছেন আপনারা টিভিতে দেখেছেন পত্রিকায় দেখেছেন,  আওয়ামী লীগ সমর্থিত। কিভাবে আপনাদেরকে বলি, আমাদের বাকেরগঞ্জে যে নৌকাটা দিয়েছে, আপনারা গ্রামে দেখেন না যে নৌকা বানায়। একটা নৌকা বানাইতে হইলে পরিপূর্ণভাবে দাড় লাগবে, বৈঠা লাগবে, মাঝি লাগবে, মাল্লা লাগবে। বাকেরগঞ্জে নৌকার মাঝি আছে, নৌকাডা আছে, মাল্লাও নাই, দাড় নাই, বৈঠাও নাই, বাদামও নাই। এইটা কি নৌকা, উলঙ্গ নৌকা, এই নৌকা কি পরিপূর্ণ নৌকা হইছে? আপনারা বলেন কথা সত্যি বলছি না মিথ্যা বলছি,  আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, তাহলে উলঙ্গ নৌকার মাঝি। কেন উনি বসে আছেন হাল ধরে, জোয়ার ভাটায় যেখানে যায় ওনার কিছু আসে যায় না। আর আমরা নৌকার অচল অবস্থা দেখে প্রাণ বাঁচানোর জন্য ট্রাকে উঠে পড়েছি। উপযুক্ত ড্রাইভারের মাধ্যমে এই ট্রাক আমাদেরকে দাড় বৈঠা নিয়া শেখ হাসিনার কাছে বইলা আসবে আপনি যাকে নৌকা দিছেন উনি এই মাঝি মাল্লা বাদাম ফালাইয়া হুদা নৌকা নিয়া আমাদেরকে ফেলে গেছে। আপনি একটু বাইয়া সাঁতরাইতে যান দেখা হবে ৮ তারিখে (হুমকির শুরে) সকলের সাথে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ডাকুয়া বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জ-৬ আসনে মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যোগ্য প্রার্থী মনে করেই তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার সাহেব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীককে উলঙ্গ নৌকা বলে কটুক্তি করে মোটেই ঠিক করেননি। তার একটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, তারই সাথে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদারের বিরুদ্ধে বরিশাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে দলীয় ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানায়। পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা। ট্রাক মার্কা আওয়ামী লীগের কোন দলীয় প্রতীক নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জে মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিককে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। তিনি কোন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেননি। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে ট্রাক মার্কার সমর্থনে ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি শেখ হাসিনার নৌকা প্রতিকে উলঙ্গ নৌকা বলে কটুক্তি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আশা করছি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ নৌকা মার্কাকে নিয়ে কটুক্তির কারণে অতিশীঘ্রই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দুর্গাপাশা ইউনিয়নের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রাণের মার্কা সেই মার্কাকে উলঙ্গ নৌকা বলেছেন এটা দুঃখজনক যেখানে হানিফ তালুকদার আওয়ামী লীগের রাজনীতি করেন, এমন কি আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা নিয়ে ইউপি নির্বাচিত হয়েছেন। কোন কিছুতেই তিনি এ প্রতীককে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিতে পারেন না, কটুক্তিমূলক বক্তব্যের নিন্দা জানাই। বাকেরগঞ্জের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের এ কটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
২৪ ডিসেম্বর, ২০২৩

ভাঙ্গুরায় আওয়ামী লীগ নেতা মিন্টুকে শোকজ
নির্বাচনী আচরণবিধি অমান্য করে উসকানি ও হুমকিমূলক বক্তব্য দেওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টুকে শোকজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচনী এলাকা-৭০ (পাবনা-৩)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তাজউল ইসলাম এ শোকজ নোটিশ দেন। এতে আজ (বুধবার) সকাল সাড়ে ১১টায় কমিটির কাছে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, গত রোববার রাতে উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় মিন্টু বলেন, ‘মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখব। আমরা ওপেন ভোট দেব। আপনারা শুধু সহযোগিতা করবেন আমাদের।
২০ ডিসেম্বর, ২০২৩

বিএনপির প্রতিক্রিয়া / বিরোধীদের নির্যাতন নিয়ে সত্য বলেছেন আওয়ামী লীগ নেতা
‘বিএনপিকে ভোটে আনতে সব নেতাকে কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল’—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে মাঠের বিরোধী দল বিএনপি। দলটির নীতিনির্ধারকরা বলছেন, সরকার যে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে একতরফা নির্বাচনের আয়োজন করেছে, কৃষিমন্ত্রীর বক্তব্যেই তা প্রমাণিত। কৃষিমন্ত্রীর বক্তব্য বিচার বিভাগকে অবমাননার শামিল বলেও মন্তব্য করেছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আসন ভাগাভাগি নয়, বিএনপির এ আন্দোলন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আওয়ামী লীগের (কৃষিমন্ত্রী) তরফ থেকে এ বক্তব্য সত্য প্রমাণিত করেছে যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো অবস্থাতেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে তৈরি একটি প্রতিবেদন গতকাল রোববার টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। সেখানে কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি। বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে, তারা যদি নির্বাচনে আসে, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এবং তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে আব্দুর রাজ্জাক ওই সাক্ষাৎকারে বলেন, ‘সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে কি আর হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটাই করা হয়েছে, আমরা চিন্তাভাবনা করেই করেছি।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান কালবেলাকে বলেন, ‘বিএনপির অন্যতম প্রধান দাবি হলো আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এজন্যই আমাদের আন্দোলন চলছে। কিন্তু এ সরকার আন্দোলনকে দমাতে এবং আন্দোলকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে হামলা ও আক্রমণ করেছে। আসলে তারা ভীত হয়েই এটা করেছে।’ তিনি বলেন, ‘কৃষিমন্ত্রী অবলীলায় সত্য বলেছেন। একটা বিষয় তো পরিষ্কার, সরকার ও তার অনুগত পুলিশ প্রশাসন বিএনপির নেতাকর্মীদের শুধু গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কারণে গ্রেপ্তার করেছে। সবাইকে আতঙ্কে রেখে আওয়ামী একটা ‘ডামি নির্বাচন’ করতে সব আয়োজন সম্পন্ন করেছে।’ সেলিমা রহমান প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপিকে নির্বাচনে নিতে নেতাকর্মীদের ছেড়ে দিতে হবে কেন? বিএনপি নেতাদের কী অপরাধ? তাদের তো স্বাভাবিকভাবেই ছেড়ে দেওয়া উচিত।’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘উনার (আব্দুর রাজ্জাক) কথাতেই প্রমাণিত হয় যে, বিএনপি নেতাদের নামে যে মামলা হয়, এগুলো মিথ্যা, বানোয়াট। রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এসব মামলা হয়। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি মন্ত্রিসভায় আছেন। তিনি কি করে বলেন যে, সরকারের পরিকল্পনা মতোই সবকিছু চলছে? তার মানে কী, এখানে আদালত লাগে না? তাদের (সরকার) ইচ্ছামতো গ্রেপ্তার করবে ও ছেড়ে দেবে? এটা তো আদালত অবমাননার শামিল।’ বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘ড. আব্দুর রাজ্জাকের বক্তব্য শুধু তার ব্যক্তিগত নয়, এটা সরকারের বক্তব্য বটে। এতেই প্রমাণিত হয়, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জোরজবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায়।’
১৮ ডিসেম্বর, ২০২৩

বড় ভাইয়ের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা
নীলফামারীর জলঢাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই আহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী মডেল ইউনিয়নের কৈমারী বাজার গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিরাজুল হক বসুনিয়া (৬০) কৈমারী বাজার গ্রামের বাসিন্দা। তিনি কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক। তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় ভাইয়ের নাম সাইদুল ইসলাম বসুনিয়া (৬৫)। ছোট ভাই সিরাজুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে তার বেশকিছু দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে সাইদুল ইসলাম তার নিবন্ধিত শটগান দিয়ে ছোট ভাই সিরাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি সিরাজুলের বুকের পাশে লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জলঢাকা থানার ওসি মো. মুক্তারুল আলম বলেন, ‘বেশ কয়েক দিন ধরে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আজ ঘটনাটি ঘটে। ঘটনার পর জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সুস্থ আছেন জানতে পেরেছি। পরিবার থেকে এখনো কেউ মামলার জন্য আসেনি।’
১৭ নভেম্বর, ২০২৩

অবরোধে গাড়ি পুড়লে ক্ষতিপূরণ দেবেন আওয়ামী লীগ নেতা
বিএনপি ও জামায়াতের চলমান অবরোধ কর্মসূচিতে ঝিনাইদহে যদি কোনো গাড়িতে আগুন দেওয়া হয় তবে তার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। রোববার (৫ নভেম্বর) দুপুরে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাইদুল করিম মিন্টু বলেন, ‘সন্ত্রাসী দল বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। প্রতিনিয়ত যানবাহনে আগুন দিচ্ছে। তারা শান্ত দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে। তাই আমরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ রাস্তায় আছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির এই নৈরাজ্য প্রতিরোধে সার্বক্ষণিক মাঠে আছে।’ মিন্টু আরও বলেন, ‘আপনারা যারা ব্যবসা করেন, তারা নিশ্চিতে দোকানপাট খুলে ব্যবসা করতে পারেন। আপনাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না। আর যারা পরিবহন ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলি, নিশ্চিন্তে আপনার গাড়ি চালান। ঝিনাইদহে বিএনপি যদি গাড়ি পোড়ায় তার ক্ষতিপূরণ আমি দেব। তবুও আপনারা গাড়ি চালান। কারণ মানুষের খুবই ভোগান্তি হচ্ছে।’ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যরা বক্তব্য দেন।
০৫ নভেম্বর, ২০২৩
X