প্রতারণা মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দারকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি মামলায় মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম হায়দার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি, আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন