বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতা বললেন ‘উলঙ্গ নৌকা’

দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার। ছবি : কালবেলা
দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে উলঙ্গ নৌকা বলে কটুক্তি করেছেন উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার। এনিয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ফুঁসে উঠেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠকে ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে কটুক্তিসহ দলের প্রতি বিষোদগার করেন। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যে দুর্গপাশা ইউনিয়ন আওয়ামী লীগসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় ঐ উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার বলেছেন, শামসুল আলম চুন্নু সাহেব স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি নেত্রী নির্দেশিত, নেত্রী ঘোষণা করেছেন আপনারা টিভিতে দেখেছেন পত্রিকায় দেখেছেন, আওয়ামী লীগ সমর্থিত।

কিভাবে আপনাদেরকে বলি, আমাদের বাকেরগঞ্জে যে নৌকাটা দিয়েছে, আপনারা গ্রামে দেখেন না যে নৌকা বানায়। একটা নৌকা বানাইতে হইলে পরিপূর্ণভাবে দাড় লাগবে, বৈঠা লাগবে, মাঝি লাগবে, মাল্লা লাগবে। বাকেরগঞ্জে নৌকার মাঝি আছে, নৌকাডা আছে, মাল্লাও নাই, দাড় নাই, বৈঠাও নাই, বাদামও নাই। এইটা কি নৌকা, উলঙ্গ নৌকা, এই নৌকা কি পরিপূর্ণ নৌকা হইছে? আপনারা বলেন কথা সত্যি বলছি না মিথ্যা বলছি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, তাহলে উলঙ্গ নৌকার মাঝি। কেন উনি বসে আছেন হাল ধরে, জোয়ার ভাটায় যেখানে যায় ওনার কিছু আসে যায় না। আর আমরা নৌকার অচল অবস্থা দেখে প্রাণ বাঁচানোর জন্য ট্রাকে উঠে পড়েছি। উপযুক্ত ড্রাইভারের মাধ্যমে এই ট্রাক আমাদেরকে দাড় বৈঠা নিয়া শেখ হাসিনার কাছে বইলা আসবে আপনি যাকে নৌকা দিছেন উনি এই মাঝি মাল্লা বাদাম ফালাইয়া হুদা নৌকা নিয়া আমাদেরকে ফেলে গেছে। আপনি একটু বাইয়া সাঁতরাইতে যান দেখা হবে ৮ তারিখে (হুমকির শুরে) সকলের সাথে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ডাকুয়া বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জ-৬ আসনে মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যোগ্য প্রার্থী মনে করেই তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার সাহেব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীককে উলঙ্গ নৌকা বলে কটুক্তি করে মোটেই ঠিক করেননি। তার একটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, তারই সাথে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদারের বিরুদ্ধে বরিশাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে দলীয় ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানায়।

পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা। ট্রাক মার্কা আওয়ামী লীগের কোন দলীয় প্রতীক নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জে মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিককে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। তিনি কোন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেননি। দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে ট্রাক মার্কার সমর্থনে ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি শেখ হাসিনার নৌকা প্রতিকে উলঙ্গ নৌকা বলে কটুক্তি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আশা করছি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ নৌকা মার্কাকে নিয়ে কটুক্তির কারণে অতিশীঘ্রই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

দুর্গাপাশা ইউনিয়নের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রাণের মার্কা সেই মার্কাকে উলঙ্গ নৌকা বলেছেন এটা দুঃখজনক যেখানে হানিফ তালুকদার আওয়ামী লীগের রাজনীতি করেন, এমন কি আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা নিয়ে ইউপি নির্বাচিত হয়েছেন। কোন কিছুতেই তিনি এ প্রতীককে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিতে পারেন না, কটুক্তিমূলক বক্তব্যের নিন্দা জানাই।

বাকেরগঞ্জের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের এ কটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X