আরও ইসরায়েলি বন্দি মুক্তির ঘোষণা
শনিবার আরও অন্তত ১৩ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র। সিএনএন জানায়, ইসরায়েলকে হামাসের পাঠানো তালিকায় ১৩ জনের নাম রয়েছে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ৪২ ফিলিস্তিনিকে মুক্তির বিনিময়ে ১৪ ইসরায়েলিকে হামাসের জিম্মি অবস্থা থেকে মুক্ত করার আশা করছে দেশটি। বন্দিদের মুক্তির সময় যতই ঘনিয়ে আসছে, ১৩ না কি ১৪ জন ইসরায়েলি বন্দিকে ছেড়ে দেওয়া হবে তা নিয়ে আলোচনা বাড়ছে। বন্দিদের ভেতর শিশুদের সংখ্যা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।  ফিলিস্তিনের সংগঠন কমিশন ফর ডিটেইনিজ অ্যান্ড এক্স প্রিজনার্স জানিয়েছে শনিবার অন্তত ৩৯ বোন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি হতে পারে। প্রায় ৫০ দিন টানা ইসরায়েলি বোমাবর্ষণে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার (২৪ নভেম্বর) প্রথমবারের মতো যুদ্ধবিরতি কার্যকর করে হামাস ও ইসরায়েল। চুক্তির আওতায় প্রথম দফায় ইসরায়েলের কারাগারে বন্দি ৩৯ ফিলিস্তিনির বিনিময়ে ২৪ ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তিতেও মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যেখানে বলা হয়েছে, এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে। এ জন্য শর্তও রাখা হয়েছে। বলা হয়েছে, প্রতি এক দিন যুদ্ধবিরতি বাড়ানোর জন্য হামাসকে ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। 
২৫ নভেম্বর, ২০২৩
X