ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসায় সশরীরে ক্লাস বন্ধের নির্দেশনা
সারাদেশের ওপর দিয়ে প্রবাহমান তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাকে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সেকশন অফিসার আবু সালেহ মুহাম্মদ মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক জারিকৃত এক নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে ২১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদ্রাসার ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণ ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসার অফিসসমূহ খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। এ ছাড়াও এ সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শ দেওয়া হয়। পরামর্শগুলো হলো দিনের বেলা যথা সম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা, প্রয়োজনে বের হলে রোদ এড়িয়ে ছাতা, টুপি বা ক্যাপ ব্যবহার করা, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি বা লেবুর শরবত পান করা, ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখা, বেশি অসুস্থতা বোধ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া।
২২ এপ্রিল, ২০২৪

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উপউপাচার্যের দুর্নীতি তদন্তে কমিটি
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. হাসিনা খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান। ইউজিসির চিঠিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অপকর্ম, অনিয়ম, চাঁদাবাজি, অর্থ-আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে। গত নভেম্বর মাসে অধ্যাপক আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন খাতের দুর্নীতির অভিযোগ করা হয়। ৯৭ পৃষ্ঠার ওই প্রতিবেদনে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। গত ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মো. আশ্রাফ উদ্দিন তামিম ইউজিসি ও শিক্ষা সচিবের কাছে তথ্য-প্রমাণসহ উপউপাচার্যের নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ জমা দেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অবৈধ নিয়োগ পাওয়া ২ কর্মকর্তা চূড়ান্ত বরখাস্ত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মো. জাকির হোসেন এবং উপ-রেজিস্ট্রার আবু হানিফাকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকার পরও অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন তারা। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশ জারি হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তের আলোকে ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। চূড়ান্ত বরখাস্তের আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের সরকারি নিরীক্ষা আপত্তিগুলোর পরিপ্রেক্ষিতে সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও উপ-রেজিস্ট্রার মো. আবু হানিফার কাছে জবাব চাওয়া হয়। তা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। ১৯ ডিসেম্বর সিন্ডিকেটের ৩১তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের নিয়োগ ও নিয়োগ সংক্রান্ত সব আদেশ, প্রক্রিয়া, কার্যক্রম আইনত অবৈধ হওয়ায় জাকির হোসেন ও আবু হানিফার অবৈধ নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ গত ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ কালবেলাকে বলেন, ‘তাদের বিষয়ে ইউজিসি তদন্ত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরাও যাচাই-বাছাই করে দেখেছি। তারপর সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।’
০৩ জানুয়ারি, ২০২৪
X