নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন সাবেক ছাত্রলীগ নেতা নাইম
হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাইম হাসান। উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদের উপহার হিসেবে সাড়ে ৫০০ পাঞ্জাবি ও ১০০ শাড়ি উপহার দেন তিনি। চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী ও সাধারণ সম্পাদক সায়েম তালুকদার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে কর্মীদের হাতে তুলে দেন এসব উপহার। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী কালবেলাকে বলেন, নাইম ভাইয়ের পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের উপহার পৌঁছে দিতে পেরে নিজেরও ভালো লাগছে। উপহার পেয়ে নেতাকর্মীদের হাসিটা দেখে মন ভরে যায়। সাধারণ সম্পাদক সায়েম তালুকদার বলেন, এই প্রথম কোনো নেতার পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের উপহার দেওয়ায় নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। আমার জানামতে এর আগে কেউ এমন উপহার দেয়নি। উপহার পেয়ে নেতাকর্মীরা নাইম ভাইকে ধন্যবাদ জানিয়েছেন। মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন বলেন, নাইম হাসানের পক্ষ থেকে আমি আমার নারী নেত্রীদের ঈদের উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ তৃণমূলের এসব নেত্রীরা সবসময়ে অবহেলিত থাকে। তাদের কেউ স্মরণ করে না। ধন্যবাদ জানাই নাইম হাসানকে। দেওরগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সত্যেন্দ্র দেব বলেন, চুনারুঘাটে এই প্রথম কোনো নেতা তৃণমূল নেতাকর্মীদের উপহার দিলেন। আমার জানামতে কোনো নেতা এভাবে তৃণমূল নেতাকর্মীদের দেয়নি। আমি তাকে ধন্যবাদ জানাই আমার ইউনিয়নের নেতাদের ঈদ উপহার দেওয়ার জন্য। তৃণমূল নেতাকর্মীদের এভাবে ঈদের উপহার দেওয়ায় তারা নাইম হাসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
১০ এপ্রিল, ২০২৪

ঢাকার শ্যামপুরে নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ছাত্রদলের ঈদ উপহার
রাজধানীর শ্যামপুরে নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।  মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ৫৩নং ওয়ার্ড কমিশনার রোডে নির্যাতিত নেতাকর্মী এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন ছাত্রদলের নেতারা।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য পার্ভেজ মোল্লা মার্সেল, সাবেক ছাত্রনেতা ও ৫২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ই ম রানা মেহেদী, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ রায়হান, কদমতলী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য সাঈদ আহমেদ, দনিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ শুভ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, তন্ময়, আলীয়া মাদ্রাসার রুবেল আহমেদ মমিন, শামিম আহমেদ, সলিমুল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কারানির্যাতিত ছাত্রনেতা কাজী ইব্রাহীম সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
০৯ এপ্রিল, ২০২৪

দলের অসহায় কর্মীদের ঈদ উপহার দিল শ্রমিকদল
দলের অসহায় কর্মীদের মাঝে আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানা শ্রমিকদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র উদুল ফিতর উপলক্ষে ও মোহাম্মদপুরের সাবেক কমিশনার আতিকুল ইসলাম মতিনের রুহের মাগফিরাত কামনায় এ ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার তার অত্যাচারের শেষ সীমানায় চলে গেছে। এবার প্রতিবাদ নয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না। ইনশাআল্লাহ  ঐক্যবদ্ধ গণআন্দোলনেই সরকারের পতন হবে।  শ্রমিকদল মোহাম্মদপুর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মো. রুবেল হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সারোয়ার হোসেন সাকিফ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবুল এই ঈদ উপহার সামগ্রী অসহায় দলীয় কর্মীদের হাতে তুলে দেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন, ১০০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য মো. সোহাগ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. জসীম, ৩৩নং ওয়ার্ড বিএনপি সহসাধারণ সম্পাদক মো. লোকমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 
০৯ এপ্রিল, ২০২৪

শরণখোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৮শ নারী-পুরুষ
বাগেরহাটের শণখোলার ৮শ দুস্থ নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।  মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপহার হিসেবে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।  ঈদ উপহার বিতরণকালে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী চান সমাজে ধনী-গরিবের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি চান দেশের সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে। সেই লক্ষ্যে  অসহায় মানুষের জন্য তিনি এই উপহার পাঠিয়েছেন।  উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান স্বপন, শাহজাহান বাদল জমাদ্দার, জালাল আহমেদ রুমি, হুমায়ুন কবির তালুকদার, তপু বিশ্বাস, তাজু সরদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
০৯ এপ্রিল, ২০২৪

প্রবাসীদের ঈদ উপহার দিচ্ছে গালফ এক্সচেঞ্জ
অসহায় প্রবাসীদের দুয়ারে দুয়ারে ঈদ উপহার পৌঁছে দেওয়ার মহৎ উদ্যোগ নিয়েছে প্রবাসীদের জনপ্রিয় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রবাস টাইমের সহযোগিতায় প্রায় একশ প্রবাসীকে এই ঈদ উপহার বুঝিয়ে দেওয়া হবে।  সিদ্ধান্ত অনুযায়ী প্রবাস থেকে আহত বা মৃত হয়ে ফিরে আসা অসহায় প্রবাসী পরিবার এই ঈদ উপহার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।  অন্যান্য মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো যখন প্রবাসীদের লুটতে ব্যস্ত তখন ব্যতিক্রমী ভূমিকায় একের পর মানবিক উদ্যোগ নিয়ে হাজির হচ্ছে গালফ এক্সচেঞ্জ। সম্প্রতি প্রবাস টাইমের উদ্যোগে আয়োজিত ইসলামী কুইজ প্রতিযোগিতায় ওমান থেকে চূড়ান্ত এক বিজয়ীকে মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট উপহার দেয় রেমিট্যান্সে সর্বোচ্চ রেট দেওয়া প্রতিষ্ঠানটি। একই আয়োজনে প্রতিদিন একজন বিজয়ীকে ২ হাজার টাকা উপহার দিচ্ছে তারা। ঈদ উপহারের জন্য প্রবাসীদের মনোনীত করতে প্রবাস টাইমের ওয়েবসাইটে আবেদন নেওয়া হচ্ছে। তথ্য যাচাই-বাছাই করে আজ থেকে বিতরণ করা হচ্ছে এই ঈদ উপহার। প্রতি প্যাকেজে রয়েছে গোস্ত, সেমাই, চিনি, তেল, পোলাওয়ের চাল ও দুধ। ঈদের আগে এমন অনুদান পেয়ে দারুণ উচ্ছ্বসিত অসহায় প্রবাসী পরিবার।
০৯ এপ্রিল, ২০২৪

শৈলকুপায় ঈদ উপহার দিলেন দুলাল
ঝিনাইদহের শৈলকুপায় ১৫ হাজার দুস্থের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচপাখিয়ায় নিজ বাড়িতে বস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছরোয়ার জাহান বাদশা, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিশ্বাস প্রমুখ। নজরুল ইসলাম দুলাল বলেন, ঈদের আগে প্রতি বছরই গ্রামের মানুষকে কিছু প্রয়োজনীয় জিনিস উপহার দিই। এ বছরও ১৫ হাজারের বেশি দরিদ্র মানুষকে খাবার, পোশাক এবং নগদ অর্থ সহায়তা দিয়েছি। এ ছাড়া শৈলকুপা জাহানারা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এতিম শিশু ও মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
০৯ এপ্রিল, ২০২৪

নির্যাতিত ৬০০ পরিবারকে ঈদ উপহার বিএনপির
নওগাঁর মহাদেবপুরে বিএনপি ও কৃষক দলের নির্যাতিত ৬০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপহার হিসেবে এসব পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়। সোমবার (০৮ এপ্রিল) মহাদেবপুর উপজেলা কৃষক দল আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কারানির্যাতিত নেতাকর্মীদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ চরম অসহায়। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। তারা ব্যস্ত লুটপাটে। এমন পরিস্থিতিতে ঈদ আসন্ন।   তিনি আরও বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা দলের নির্যাতিত নেতাকর্মীদের ভুলে যায়নি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।   নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কৃষক দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, পরিস্থিতি সবসময় এ রকম থাকবে না। সামনে সুদিন আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে এই সরকারের পতন ঘটবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।  মহাদেবপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মামদুদুর মোস্তাকিন নিশাত, বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, জেলা সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু , মহাদেবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, হাতুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহাদেবপুর উপজেলার বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
০৯ এপ্রিল, ২০২৪

ঢাবিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবে ছাত্রলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবে। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই আয়োজন করবে সংগঠনটি।  সোমবার (৮ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল ঈদ উপহার সামগ্রী বিতরণ করবে। এতে আরও বলা হয়, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথী, বাংলার মানুষের ভাষা-ভাত-ভোটের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর, বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির রোল মডেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত-কর্ম-নীতি- আদর্শের উত্তরসূরি, 'ডিজিটাল বাংলাদেশের' রূপকার ও 'স্মার্ট বাংলাদেশের' স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সবাইকে জানাচ্ছে প্রীতি ও শুভেচ্ছা।
০৯ এপ্রিল, ২০২৪

সাড়ে ১২ হাজার পরিবারের মাঝে প্যানেল মেয়র বাবুর ঈদ উপহার
নারায়ণগঞ্জে পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে সাড়ে ১২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল করিম বাবু। সোমবার (৮ এপ্রিল) দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। আ. লীগ নেতা আব্দুল করিম বাবু জানান, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশে উন্নয়নের জোয়াড় বইছে। তিনি সব সময় দেশ ও দেশের মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আনন্দ ভাগ করে নিতে সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি আরও জানান, তারই নির্দেশে দীর্ঘ ১৪ বছর যাবৎ আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই আমি প্রতিবছর এই উপহার প্রদান করি। আমার মায়ের নির্দেশেই আমি জনগনের সেবা করে যাচ্ছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের গোলাম হয়ে সেবা করে যেতে পারি। এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীরমুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, বীরমুক্তিযোদ্ধা মো. ইকবাল ও তরুণ সমাজসেবক রায়হান করিম রিয়েন প্রমুখ।
০৮ এপ্রিল, ২০২৪
X