প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার 
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন চলাকালীন প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সিল দেওয়া অবস্থায় ৩টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।  বুধবার (৮ মে) বেলা ২টায় বাকেরগঞ্জের ৩নং কেন্দ্র জে এস ইউ মডেল হাইস্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। এছাড়া বাকেরগঞ্জ কাকরদা জনতা ব্যাংকের কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।   এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার জবাব না দিয়ে এড়িয়ে জান।  জানা যায়, ব্যালট বক্সে রাজিব আহমেদ তালুকদারের কাপ পিরিচ প্রতীকে সিল মারা ব্যালট বাক্সে ঢুকাতে গেলে ঐ সময় অন্য প্রার্থীদের এজেন্টদের সন্দেহ হলে তারা জিজ্ঞেস করে ও ব্যালট বক্সে ঢুকাতে নিষেধ করে। এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কের একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিশ্বাস মুতিয়র রহমান বাদশা ঘটনাটি নিয়ে চ্যালেঞ্জ করেন ও তাদের কাছ থেকে ৩টি কাপ পিরিচ প্রতীকে সীল মারা ব্যালট পাওয়া যায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী বিশ্বাস মুতিয়র রহমান বাদশা বলেন, আমি লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।       
৪ ঘণ্টা আগে

নিখোঁজ শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার
কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের তিন দিন পর নদীতে ভাসমান অবস্থায় কার্গো বোটের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় সদর ইউনিয়নের কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থানে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত করে নিহতের ফুফাত ভাই আশেক এলাহি জানান, যুবকের নাম আনোয়ার হোসাইন (২১)। সে মগনামা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরৎ ঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র। নিহতের ভাই দেলওয়ার হোসেন বলেন, গত তিন দিন আগে সে লবণ বহনকারী কার্গো বোটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরায় এলাকায় বোটে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে সকালে নৌকা নিয়ে দুই দিক থেকে নদীতে খুঁজতে বের হই। সকাল ১০টায় ওই স্থানে বোটের পাশে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। তার ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয়রা বলেন, খোলা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। সে লবণ বহনকারীর বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের সুরহাল দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে

কেএনএফের আস্তানা থেকে উদ্ধার যেসব অস্ত্র
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি বাংকারের সন্ধান পাওয়া গেছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।  মঙ্গলবার (৭ মে) রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কেএনএফের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।  পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযানে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাংকার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও ৩টি একে-২২ রাইফেল, ১টি শর্টগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শর্টগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ বিষয়ে রুমা থানার ওসি শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে একজন কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনও নিহত কেএনএফ সদস্যের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। প্রসঙ্গত, গত ২ এপ্রিল রুমা উপজেলায় কেএনএফের সশস্ত্র হামলায় সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ভাঙচুর এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটের ঘটনা ঘটে। রুমার ঘটনার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’ জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তবে দু’দিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান সোনালী ব্যাংক ম্যানেজার। এরই পরিপ্রেক্ষিতে ২ উপজেলায় ৯টি মামলা হয়। কেএনএফকে দমনে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ অভিযানে কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ পর্যায়ক্রমে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
০৭ মে, ২০২৪

৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জায়গা উদ্ধার করেছে ঢাকার জেলা প্রশাসন।  মঙ্গলবার (৭ মে) মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বড়সায়েক মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।  এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।  জানা গেছে, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।  এ অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার আর.এস ও সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮  নং দাগ এবং সিটি ৮০৪ নং দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
০৭ মে, ২০২৪

ফেরি থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধার হয়নি ১৪ ঘণ্টায়ও
খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পরও হৃদি রায় (৭) নামের শিশুকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি দল। নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৬ মে) সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ফেরার পথে ফেরি ও পন্টুনের ফাঁক দিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঝপঝপিয়া নদীতে হঠাৎ পড়ে যায় হৃদি। প্রত্যক্ষদর্শীরা জানায়, করমজল থেকে রাতে ট্রলারযোগে পরিবারের সঙ্গে ফিরছিল শিশুটি। বৃষ্টি থাকায় ট্রলার থেকে ফেরিঘাটে নেমে ফেরির ওপর দিয়ে দৌড় দেওয়ার সময় অন্ধকারে বুঝতে না পেরে পন্টুন ও ফেরির ফাঁকা স্থান দিয়ে নদীতে পড়ে যায়। শিশুটিকে কেউ পড়ে যেতে না দেখলেও তার দৌড়ে যাওয়া ও পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। শিশুটি নদীতে পড়ে যাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠেছে পানখালী ফেরিঘাট এলাকা। দাকোপ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার কাজ শুরু করা হয়। তবে রাত দুটা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। বৈরী আবহাওয়া ও নদীতে খরস্রোত থাকায় ডুবুরিদলের উদ্ধার কাজে বিঘ্ন ঘটায় রাতে বন্ধ রাখা হয়। আবার সকাল ৭টা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে।  তিনি আরও জানান, নদীতে জোয়ার থাকায় শিশুটির এখনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস খুলনার ডুবুরি দল ও দাকোপ ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবিলত এলাকাসহ সম্ভাব্য সব স্থানে শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
০৭ মে, ২০২৪

আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোখলেসুর রহমান উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।  স্থানীয়রা জানান, মোখলেসুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন এবং প্রথম স্ত্রী তার গ্রামের বাড়িতে থাকতেন। দুপুরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠায়। পারিবারিক কলহের জেরে সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করতে পারেন তিনি।  আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী কালবেলাকে বলেন, খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
০৭ মে, ২০২৪

টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার
টাঙ্গাইলের পৌর এলাকার সন্তোষ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে শহরের সন্তোষ এলাকা থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন। তিনি বলেন, শহরের সন্তোষ এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা মানুষের কঙ্কাল দেখে থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ কঙ্কাল উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আজ মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজে কঙ্কালটির ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠানো হবে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি, বা নিখোঁজ কোনো ব্যক্তিরও তথ্য পায়নি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন হয়ে গেছে এই লাশের।
০৭ মে, ২০২৪

বন বিভাগের উচ্ছেদ অভিযানে ৮০ শতাংশ বনভূমি উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেললাইন এলাকায় বনভূমি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গত রোববার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস। অভিযানে ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলমসহ বন বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে মাটিকাটা রেললাইন এলাকার শতাধিক টিনশেড ও আধাপাকা দোকানঘর উচ্ছেদ করে ৮০ শতাংশের বেশি বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৪০ কোটি টাকা। সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস বলেন, ওই এলাকায় বনের জমি দীর্ঘদিন ধরে একটি চক্র জবরদখল করে রেখেছে। জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালিত হয়। অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে বেহাত বনভূমি উদ্ধার করা হবে বলে তিনি জানান। সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল আলম জানান, মাটিকাটা রেললাইন এলাকায় একটি চক্র এক যুগের বেশি সময় আগে বনভূমি দখল করে দোকানপাট নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দিয়ে আসছিল। বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে জবরদখল হওয়া বনভূমি উদ্ধারের প্রস্তাব দেওয়া হয়। কালিয়াকৈর রেঞ্জে বেহাত বনভূমি উদ্ধারে পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে।
০৭ মে, ২০২৪

ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে এক ছাত্রলীগ নেতার বিয়ের ২৪ দিনের মাথায় ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে থাকা স্ত্রীর মরদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার (৬ মে) দুপুরে হাজীগঞ্জের ১০নং গন্তব্যপুর ইউনিয়নের হরিপুরে এ ঘটনা ঘটে। ওই স্ত্রীর নাম নুসরাত জাহান মাহি (১৯)। তিনি গন্তব্যপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের পরের দিন হরিপুরে জাকির ও নুসরাতের বিয়ে হয়। তাদের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। তবে পারিবারিক কলহ নাকি অন্যকিছু থেকে নুসরাত আত্মহত্যা করল তা এখনো বোঝা যায়নি। এ বিষয়ে জাকির হোসেন বলেন, আমি শাহরাস্তির চেরিয়ারা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে রয়েছি। দুপুরে ফোনে খবর পেলাম নুসরাত ফাঁস দিয়েছে। পরে বাড়িতে গিয়ে দেখি ও মারা গেছে। আমি এখন আর কোনো মন্তব্য করার মতো অবস্থায় নেই। এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশীদ বলেন, খবর পেয়ে আমরা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
০৬ মে, ২০২৪

জাবি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জিসান আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের হল অ্যাটেন্ডেট নজরুল ইসলামের ছেলে। তিনি শেরপুর জেলার সদর থানার বাসিন্দা। জানা গেছে, সকালে জিসানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় আনসার ক্যাম্পের পাশে বসবাস করতেন। জিসানের বড় ভাই ওয়ালীউল্লাহ কালবেলাকে বলেন, গতকাল দুপুর থেকে সারা দিন বাড়িতে ছিল না জিসান। রাতে বাড়িতে ফিরলে মা তাকে এতক্ষণ কোথায় ছিল এটা বলে রাগারাগি করে ও গরুকে পানি খাওয়ানো হয়নি কেন এসব নিয়েও বকা দেয়। তখন সে আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরে রাত ৮টার সময় আমার কাছে ফোন দিয়ে সে ক্ষমা চায়। আমরা মনে করেছিলাম সে আবার ফিরে আসবে কিন্তু সে যে এমন করবে আমরা বুঝতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, আমি নিরাপত্তা শাখার অধীনে থাকা আনসার ক্যাম্প থেকে জানতে পারি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি ঝুলন্ত মরদেহের খোঁজ মিলেছে। পরে আমি আশুলিয়া থানা পুলিশকে জানাই। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান কালবেলাকে বলেন, আমরা সকালে এসে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পরিবার মরদেহের ময়নাতদন্ত করতে রাজি হয়নি। এখন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।
০৬ মে, ২০২৪
X