প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ঋষি সুনাক
অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করতে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। চিঠিতে ঋষি সুনাক বলেছেন, আপনারা সরকারের ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করেছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশে ঈর্ষণীয় উন্নয়ন অর্জনের প্রতিফলন ঘটিয়েছে। এ অবস্থায় ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব জোরদার এবং এলডিসি মর্যাদা থেকে উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করছি। দুই দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত। অধিকার ও স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে আশা প্রকাশ করে ঋষি সুনাক বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং আরও উন্নত করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

আমরা চাই ইসরায়েল জিতুক : ঋষি সুনাক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার পরও তিনি ইসরায়েলের পক্ষ নিয়েছেন।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই ইসরায়েল জিতুক। ব্রিটেন ইসরায়েলের পক্ষে রয়েছে। ঋষি সুনাক বলেন, আমি খুব গর্বিত, ইসরায়েলের দুঃসময়ে তাদের পাশে বন্ধু হিসেবে দাঁড়াতে পেরেছি। আমরা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তাদের সাথে সংহতি জানাচ্ছি, আমরা তোমাদের জনগণের সাথে রয়েছি। আমরা চাই যে ইসরায়েল যুদ্ধে জয়ী হোক।  উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেল আবিব সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে তেল আবিবে অবতরণ করেন। দুদিনের এ সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এ ছাড়া সফরে তিনি মিসর ও কাতারে যেতে পারেন। ঋষি সুনাকের লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। পাশাপাশি, সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন। গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এ ছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়ে আলোচনা করবেন। এর আগে গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার পেছনে ইসরায়েলি বাহিনী নয়, বরং সশস্ত্র গোষ্ঠীকে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তেল আবিবে পৌঁছানোর কিছুক্ষণ পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জো বাইডেন।  
১৯ অক্টোবর, ২০২৩

ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেলআবিব সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে তেলআবিবে অবতরণ করেন। খবর বিবিসি।  দুদিনের এ সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।  এ ছাড়া সফরে তিনি মিসর ও কাতারে যেতে পারেন।  ঋষি সুনাকের লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। পাশাপাশি, সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন। গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এ ছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়ে আলোচনা করবেন। এর আগে গাজার আল-আহলি হাসপাতালে বর্বরোচিত হামলার পেছনে ইসরায়েলি বাহিনী নয়, বরং সশস্ত্র গোষ্ঠীকে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তেলআবিবে পৌঁছানোর কিছুক্ষণ পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জো বাইডেন।
১৯ অক্টোবর, ২০২৩

খালি পায়ে দিল্লির মন্দিরে সস্ত্রীক ঋষি সুনাক
ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েন ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো আসেন দিল্লিতে। রোববার জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে ঘুরে গেলেন অক্ষরধাম মন্দিরেও। এদিন ভারি বৃষ্টির মধ্যেই সাতসকালে মন্দির চত্বরে হাজির হন তারা। খবর এনডিটিভির। সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে রাজঘাটে গান্ধীমূর্তির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রনেতারা। তারপরই শুরু হয় এদিনের অধিবেশন। আর তারই ফাঁকে সুনাক ও তার স্ত্রীকে দেখা যায় অক্ষরধাম মন্দিরে। মন্দিরের প্রধান জানান, খালি পায়েই মন্দিরে ঢোকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক ঘণ্টা কাটিয়েছেন মন্দিরে। উল্লেখ্য, ভারতে পা রেখেই নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলেন ঋষি। কাজের মধ্যে মন্দির দর্শনের ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, রাখিবন্ধন পালন করতে পারলেও, জন্মাষ্টমী পালন করতে পারেননি। তা ঘিরে দুঃখ প্রকাশ করেন তিনি। শনিবার মন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করতেই অক্ষরধামের আশপাশে ও সংলগ্ন রাস্তায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরই বলেন যে, তিনি মনেপ্রাণে একজন হিন্দু। গত মাসেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা শুনতে গিয়ে তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস একান্তই তার ব্যক্তিগত বিশ্বাস এবং সেই বিশ্বাস তাকে জীবনের প্রতি ক্ষেত্রে পথ দেখায়। গত বছর ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায় তাকে। বিভিন্ন সময়ই সেখানকার হিন্দু মন্দিরে যেতে দেখা গেছে সুনাককে। জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে আসেন ঋষি সুনাক ও অক্ষতা। এ সময় ‘জয় শ্রীরাম’ বলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। সে সময়েই তাদের হাতে রুদ্রাক্ষের মালা, ভগবৎ গীতা, হনুমান চালিশা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী।
১১ সেপ্টেম্বর, ২০২৩
X