ইয়ং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা এনএসইউ
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইয়ং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ২০২৪ সালের এ র‌্যাঙ্কিংয়ে অনূর্ধ্ব ৫০ বছর বয়সী ৬৭৩ বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়েছে। বাংলাদেশের ১৫ বিশ্ববিদ্যালয় তালিকার জন্য তথ্য-উপাত্ত জমা দিলেও স্থান পেয়েছে চারটি। শীর্ষে এনএসইউ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয়, খুলনা বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান চতুর্থ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বৈশ্বিক মঞ্চে এ অর্জনে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি অন্য তিনটি বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন।
১৬ মে, ২০২৪

বেসরকারি ভার্সিটির মধ্যে শীর্ষে এনএসইউ
সর্বশেষ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এনএসইউ এশিয়াজুড়ে ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯১তম স্থান অর্জন করেছে। এশিয়ার দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে এনএসইউর অবস্থান ৩২তম। বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এনএসইউর আগে অবস্থান করছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যুক্তরাজ্যভিত্তিক কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) দ্বারা সংকলিত।
০৯ নভেম্বর, ২০২৩

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় শীর্ষে এনএসইউ
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৩ তিযোগিতার বাংলাদেশ পর্বে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ। সেইসঙ্গে ‘ইনসেপশন লাস্ট হোপ’ নামে দলটি নাসা থেকে আন্তর্জাতিক পর্যায়ে মনোনয়ন পেয়েছে। এনএসইউর আরেকটি জুনিয়র দল ‘টিম প্লেক্সাস’ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১০টি দলকে হারিয়ে ভিন্ন ক্যাটাগরিতে দ্বিতীয় রানারআপ হয়েছে। গত শনিবার এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য কর্মকর্তা জেমস এস গার্ডিনার ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
০৯ অক্টোবর, ২০২৩
X