ওটিটি প্ল্যাটফর্ম ওয়ানফ্লিক্সের ৪ জন গ্রেপ্তার
ওয়ানফ্লিক্সের মাধ্যমে পাইরেসি ও অবৈধ স্ট্রিমিং করে অর্থ আত্মসাতের অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির আদাবর এবং মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।  এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি হার্ড ডিস্ক, ৪টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড উদ্ধার করা হয় ও তাদের ডোমেইন প্ল্যাটফর্ম সিজ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সাদমান সাকিব, মো. এজাজ আহমেদ, মো. রাবিব হোসেন ও রাহাত খান। অপরাধীরা ওটিটি প্ল্যাটফর্মে প্রবেশ করে এক্সক্লুসিভ ওয়েব কনটেন্টসমূহ পাইরেসির মাধ্যমে স্ট্রিমিং করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।  জানা যায়, মোহাম্মদপুর থানায় ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের করা এক মামলায় তাদের গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।  মামলার ভার গ্রহণের পর বেশ কয়েকদিন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তৎপরতা পরিচালনার মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানায়, প্রতারকচক্র উক্ত দীর্ঘদিন ধরে হইচই টেকনোলজিস বাংলাদেশ, নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও এবং ডিজনি হটস্টার ইত্যাদি প্রতিষ্ঠানে সম্প্রচারিত এক্সক্লুসিভ ওয়েব কনটেন্টসমূহ পাইরেসির মাধ্যমে স্ট্রিমিং করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তারকৃতরা গত ৬ মাসে এ কাজে প্রায় কোটি টাকার অধিক হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।  এ বিষয়ে ডিএমপির সিটিটিসির সাইবার ইউনিটের এসপি নাজমুল ইসলাম বলেন, এটা একটি ডিজিটাল স্ক্যাম এবং অবৈধ স্ট্রিমিং ব্যবসা যার কোনো নৈতিক ও আইনগত ভিত্তি নাই। ওয়ানফ্লিক্সসহ অন্যান্য সকল অবৈধ স্ট্রিমিং ডোমেইনের বিরুদ্ধে আমাদের সাইবার ইউনিটের আইনগত অভিযান অব্যাহত থাকবে।
০৬ ফেব্রুয়ারি, ২০২৪
X