দেশে ফিরলেন মির্জা ফখরুল
পবিত্র ওমরাহ পালন শেষে দুপুরে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বুধবার (৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুপুর সাড়ে ১২টায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে জানান মহাসচিবেরে একান্ত সহকারী ইউনুস আলী। তিনি বলেন, পবিত্র ওমরাহ পালন করে দুপুর সাড়ে ১২টায় স্যার ও ম্যাডাম (রাহাত আরা বেগম) ঢাকায় ফিরেছেন। প্রসঙ্গত, গত ২ মে পবিত্র ওমরাহ পালনে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সৌদি আরব যান। প্রথমে বিএনপি মদিনায় মহানগর হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। গত ৫ মে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালন করেন তারা।  ওমরাহ পালনকালে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা জন্য দোয়া করেছেন বিএনপির মহাসচিব।
০৮ মে, ২০২৪

ওমরাহ পালন করেছেন ফখরুল দম্পতি
সস্ত্রীক ওমরাহ পালন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ মে) এশার নামাজের পরে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেছেন। রোববার (৫ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসচিব স্যার শনিবার এশার নামাজের পর ওমরাহ পালন করেন। ওমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাই করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা হারাম শরিফে ওনারা নামাজ আদায় করেছেন। মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করেন। এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের লাখ লাখ নেতাকর্মীরা জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন বিএনপি মহাসচিব। তিনি জানান, এখন (রোববার, ৫ মে) ওনারা মক্কায় আছেন। ওনারা মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন, আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মোকামে ইব্রাহিম, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন। এরপর আগামীকাল (সোমবার) মক্কা থেকে জেদ্দা যাবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশে রওনা হবেন বিএনপি মহাসচিব। এর আগে শনিবার মাগরিবের নামাজের পরে বিএনপি মহাসচিব সস্ত্রীক মদিনা থেকে মক্কায় পৌঁছান। গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছান। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরদিনই মির্জা ফখরুল গ্রেপ্তার হন। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি। কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম উভয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার স্ত্রী রাহাত আরা বেগমও অসুস্থ। কারাগার থেকে মুক্তির পর ৪ মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকাকালীন অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে। সেবারও কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।
০৫ মে, ২০২৪

ওমরাহ পালনে সৌদি গেছেন ফখরুল দম্পতি
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে মদিনার উদ্দেশ্যে রওনা হন বলে জানান তার একান্ত সহকারী ইউনুস আলী। তিনি বলেন, পবিত্র ওমরাহ পালন করতে ম্যাডামসহ স্যার সৌদি আরব গেছেন। প্রথমে তারা সরাসরি মদিনায় যাচ্ছেন। সেখানে মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন এবং মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। এরপর মদিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র ওমরাহ পালনের আনুষ্ঠানিক শুরু করবেন তারা। কাবা শরীফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি করবেন, মসজিদুল হারামে নামাজ আদায় করবেন। আগামী ৮ মে বিএনপির মহাসচিব দেশে ফেরার কথা রয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব।
০৩ মে, ২০২৪

সস্ত্রীক ওমরাহ করতে যাচ্ছেন মির্জা ফখরুল
পবিত্র ওমরাহ হজ করতে সৌদি আরব যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। আগামী বৃহস্পতিবার (২ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তারা।   মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। স্ত্রীসহ ওমরাহ হজ পালনের সংকল্প করেছেন। ২ মে তারা ঢাকা ত্যাগ করবেন। বিএনপির সূত্র জানিয়েছে, পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার আগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পহেলা মে ঢাকায় এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও শোভাযাত্রা হবে। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এর আয়োজন করছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্তির পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ২৩ মার্চ দেশে ফিরেন তারা। দেশে ফিরেই ২৫ মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর মাঠের রাজনীতিতে সক্রিয় হন বিএনপি মহাসচিব।
৩০ এপ্রিল, ২০২৪

যে কোনো ভিসায় গিয়ে করা যাবে ওমরাহ
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিল সৌদি সরকার। এখন থেকে ওমরাহ পালনের জন্য ‘ওমরাহ ভিসা’র প্রয়োজন হবে না; যে কোনো ভিসায় সৌদি আরব গেলেই এ সুযোগ মিলবে। খবর গালফ নিউজের। এ ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোশ্যাল হ্যান্ডেল এক্সে এক পোস্টে বলেছে, যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন। ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়াই ওমরাহ পালনের সুযোগ পাবেন। সৌদিতে যাওয়ার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। যার মধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা, ওমরাহর পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ। সৌদির বাইরের মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন, সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। বিশেষ করে যারা আর্থিক, শারীরিক কারণে হজ করতে পারেন না; তারা যেন ওমরাহ করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন, সেজন্য এ ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে দেশটি। এ জন্য ওমরাহ পালনের ব্যবস্থা খুবই সহজ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের সুযোগ দেওয়া। এ ছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতাও তুলে দিয়েছে সরকার।
২৮ এপ্রিল, ২০২৪

ওমরাহ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করেছে সৌদি সরকার। এখন থেকে যে কোনো দেশ থেকে এবং যে কোনো ভিসায় আগতরা (সৌদি আরবে) এখন থেকে স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করতে পারবেন।  সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যে কোনো দেশ থেকে এবং যে কোনো ভিসায় আগতরা এখন থেকে স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করতে পারবেন।  ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম এবং ই-ভিসাসহ সব ভিসাধারী ব্যক্তিরা এ সুযোগ পাবেন। এদিকে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে হজ ও ওমরাহ পালনকারীদের ইবাদত সহজ করতে ‘ডিজিটাল ব্যাগ’ চালু করেছে সৌদি সরকার।  সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানায়, এই ব্যাগ প্রোগ্রাম হজ ও ওমরাহযাত্রীদের জীবনমান সহজ করবে। তাদের হজ ও ওমরাহ পালন সহজ করবে। মুসল্লিদের সব ধরনের সহযোগিতা করা হবে এর মাধ্যমে। বিশেষ করে কখন তারা কোন বিধান পালন করবে, সে বিষয়ে সতর্ক করা হবে। এদিকে ওমরাহকারীদের আগামী ৬ জুনের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পবিত্র হজের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে এ তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।  এতে বলা হয়, ওমরাহর জন্য ভিসার মেয়াদ থাকে ৯০ দিন। যাদের কাছে এ ভিসা আছে তারা আগামী ১৫ জিলকদ বা ২৪ মে পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন। তবে দেশটি স্পষ্ট করে জানিয়েছে, ভিসা যেদিন ইস্যু করা হয় সেদিন থেকে ৯০ দিনের হিসাব শুরু, যেদিন সৌদিতে প্রবেশ করবেন সেদিন থেকে নয়। ওমরাহ ভিসার মেয়াদ কোনোভাবেই বাড়ানো হবে না। কিংবা এটিকে অন্য ভিসা হিসেবেও পরিবর্তন করা হবে না। জিলকদ মাসের পরের মাস জিলহজের ৮ তারিখ বা ১৫ জুন থেকে হজ শুরু। শেষ হবে ১৩ জিলহজ বা ২০ জুন।
২৫ এপ্রিল, ২০২৪

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব
চলতি বছরে জুন মাসের মাঝামাঝি এ বছরের হজ অনুষ্ঠিত হবে। এর আগেই সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) থেকে এ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি।  স্থানীয় নাগরিক ও বাসিন্দারা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এই পারমিট তথা অনুমতি সংগ্রহ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থকে এ তথ্য জানা গেছে। সৌদিবাসীদের জন্য দেশটির হজ মন্ত্রণালয় আবাসন সুবিধার স্তরবিন্যাসের ওপর ভিত্তি করে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ সৌদি রিয়াল পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে। এবারের হজ উপলক্ষে ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই-নিবন্ধন চালু করে সৌদি আরব। এ ছাড়া, হজের সময় যেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত লোক সমাগম না হয় তা নিশ্চিত করতে আগামী ৬ জুনের মধ্যে সব বিদেশি ওমরাহকারীদের সৌদি আরব ত্যাগের নির্দেশনাও দিয়েছে দেশটি। এ ছাড়াও এবার মানতে হবে বেশকিছু নিয়ম। এর মধ্যে যারা এবার হজে যাবেন এবং তাদের সেবায় যাদের নিয়োগ দেবে সৌদি আরব সরকার তাদের সবাইকেই বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কিছু টিকা নিতে হবে। ১৮ বছরের বেশি বয়সী লোকদের জন্য কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা নিতে হবে।  বিদেশি হজযাত্রীদের জন্য একটি নতুন কৌশল অনুসরণ করে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নতুন কৌশল অনুসারে, হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকেই দেশগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না। তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি চূড়ান্ত করবে তাদের আগে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে।
২৫ এপ্রিল, ২০২৪

৯ বছর পর ওমরাহ পালনের সুযোগ পেলেন ইরানিরা
দীর্ঘ ৯ বছর পর ইরানিরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। সৌদি আরবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দফায় ৮৫ জন ইরানি ধর্মীয় এ বিধান পালনে রিয়াদের উদ্দেশে রওনা দিয়েছেন। ওমরাহযাত্রীদের বহনকারী উড়োজাহাজটি সোমবার (২২ এপ্রিল) তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে রওনা দেয়। ২০১৬ সালের পর এটিই প্রথম কোনো ওমরাহযাত্রীবাহী ফ্লাইট। তেহরানের বিমানবন্দরে ওমরাহযাত্রীদের বিদায় অনুষ্ঠানে ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি উপস্থিত ছিলেন। তিনি আল্লাহর দরবারে তাদের সফলতার দোয়া করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ও সৌদি আরবের মধ্যে ২০১৬ সাল থেকে কূটনৈতিক সম্পর্ক ছিল না। ওই বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে। পরে তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়। এ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে গত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে ইরানিদের ওমরাহ পালনে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। কিন্তু এরপরও ওমরাহযাত্রীদের নিয়ে ইরান থেকে কোনো ফ্লাইট সৌদি আরবে যায়নি। ইরান এর জন্য কারিগরি সমস্যার কথা বলে আসছিল। রয়টার্স বলছে, গত বছর সম্পর্ক পুনরায় শুরু হওয়ার আগে ইরানিরা শুধু হজ পালন করতে সৌদিতে যেতে পারতেন।  হজ ধনী মুসলমানদের জন্য বাধ্যতামূলক একটি ইবাদত। এটি বছরের একটি নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। কিন্তু ওমরাহ কোনো ফরজ ইবাদত নয়। বছরের যে কোনো সময় ওমরাহ করার সুযোগ থাকে। এদিকে ইরান-ইসরায়েল সংঘাতে আরব দেশগুলোতে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলে ইরান হামলা করলে জর্ডান ইরানি ড্রোন ভূপাতিত করে। এ কাজে সৌদি আরবের নেতৃত্ব ছিল বলে শোনা যাচ্ছে। অপরদিকে ইরানের হামলার খবর আগেই যুক্তরাষ্ট্রের কাছে পাচারের অভিযোগ উঠেছে সৌদির বিরুদ্ধে। এতে ইসরায়েল মিত্রদের সহায়তায় ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেশটির মাটিতে পৌঁছার আগেই ভূপাতিত করে। এ পরিস্থিতি ইরানিদের সৌদি আরবে ওমরাহ পালন গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিষয়টি গুরুত্ব রাখবে।
২২ এপ্রিল, ২০২৪

ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন
ওমরা পালন করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি।  মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন। ছবিতে তার সঙ্গে ছিলেন স্ত্রী মুনজেরিন। এ সময় তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। আয়মান সাদিকের এ ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে তাদের বন্ধু-অনুরাগীদের ব্যাপক লাইক কমেন্ট করতে দেখা যায়। অনেকেই লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহতাআলা সবার দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’ আরেকজন লিখেছেন, ‘খুবই ভালো লাগছে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের সবার জন্য।’ গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
১৩ মার্চ, ২০২৪

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য বাড়তি প্রস্তুতি সৌদির
রমজানে ওমরাহ পালনকারীদের নির্বিঘ্ন ও নিরাপদ অভিজ্ঞতা দিতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশটির নিরাপত্তা বাহিনী মক্কা ও মদিনায় আসা তীর্থযাত্রীদের জন্য এ পদক্ষেপ নিয়েছে। সোমবার (১১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বিন সাউদ বিন নাইফ। এ পরিকল্পনায় মন্ত্রণালয় নিরাপত্তা, ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, মানবিক সেবা এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়ের ওপর জোর দিয়েছে।  মক্কায় সমন্বিত নিরাপত্তা অপারেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ কর্তৃক অনুমোদিত এ পরিকল্পনা তুলে ধরেন।  জেনারেল মোহাম্মদ আল বাসামি জানান, নিরাপত্তা বাহিনী এ পরিকল্পনায় প্রধান দায়িত্ব পালন করবে। তাদের দায়িত্বগুলোর অন্যতম হলো ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, ওমরা পালনকারীদের নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রান্ড মসজিদ ও মসজিদে নববীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।  প্রতিবেদেনে বলা হয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে, তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে নির্বিঘ্ন করতেও নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে। এছাড়া নামাজের সময় ভিড় এড়ানোর বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।   
১১ মার্চ, ২০২৪
X