ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী
প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে ডাকা হয়েছে।  রোববার (৫ মে) বেলা ১১টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তিনি। জানা গেছে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে শনিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে আগামীকাল রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোনাল টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় ৩টি মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষজন। এ ছাড়া বুধবার রাতেই রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গত ২৫ এপ্রিল ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’ এবং ‘জীবনের ধাপে ধাপে প্রতারণা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। ওঠে আসে তার একের পর এক ভয়ংকর প্রতারণার আর অপকর্মের তথ্য। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কোটি ষাট লাখের বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা।
০৫ মে, ২০২৪

এসএসসি পাসে নিয়োগ দেবে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ৩টি পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেবে। ২ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহীরা অনলাইনে আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট পদ ও জনবল : ০৩টি ও ৩৭ জন কর্মস্থল : লালমনিরহাট  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০২ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক  পদসংখ্যা : ৩৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২. পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ০৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা : ০১টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০১ মে, ২০২৪

১৫৫ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়
ঝিনাইদহ জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ০৫টি পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জনের কার্যালয়, ঝিনাইদহ। পদের বিবরণ চাকরির ধরন : অস্থায়ী। প্রার্থীর ধরন : নারী-পুরুষ। কর্মস্থল : ঝিনাইদহ। বয়স : ০১ মার্চ ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের নিয়ম : আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয়, ঝিনাইদহ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু : ৩০ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় : ২০ মে ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।  
২৯ এপ্রিল, ২০২৪

এলাকাবাসীর মাঝে খাদ্যসামগ্রী ও শাড়ি উপহার দিলেন এমপি আওলাদ
আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর শ্যামপুর-কদমতলীর বিভিন্ন এলাকার হাজারো মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শাড়ি উপহার দিয়েছেন ঢাকা-৪ আসনের এমপি ড. আওলাদ হোসেন। শনিবার (৬ এপ্রিল) জুরাইনে নিজ বাসভবনে তিনি এলাকাবাসীর হাতে এ উপহারসামগ্রী তুলে দেন। এসময় তার সঙ্গে ছিলেন- কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. নাসিম মিয়া, ৫২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা শহীদ মোহাম্মদ হেমি ও যুবলীগ নেতা আলমগীর হোসেন। দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত খাদ্যসামগ্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্ধকৃত শাড়ি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলাকাবাসীর মধ্যে ঈদ উপহার হিসেবে তুলে দেন। এ সময় ড. আওলাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যেমন সুষম উন্নয়ন অব্যাহত রেখেছেন, ঠিক তেমনি পবিত্র ঈদুল ফিতরের সময় যেন কারও কষ্ট না হয়; সেজন্য সরকারের পক্ষ থেকে সারা দেশে লাখ লাখ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
০৬ এপ্রিল, ২০২৪

১১৫ জনবল নিয়োগ দেবে ফেনী সিভিল সার্জন কার্যালয়
ফেনী সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পাঁচটি শূন্য পদে মোট ১১৫ জনকে নিয়োগ দেবে। আবেদন ০৪ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু ফেনী জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ফেনী সিভিল সার্জনের কার্যালয় পদের সংখ্যা : ০৫টি  জনবল নিয়োগ : ১১৫ জন  কর্মস্থল : ফেনী  চাকরির ধরন : অস্থায়ী  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) ১. পদের নাম : পরিসংখ্যানবিদ  পদসংখ্যা : ০৫টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/ গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ০৬টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ৩. পদের নাম : গাড়ি চালক  পদসংখ্যা : ০৪টি  বেতন :  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৪. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ৯৯টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৫. পদের নাম : ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা : ০২ টি  বেতন : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৫নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২৪ এপ্রিল ২০২৪
০৪ এপ্রিল, ২০২৪

১৩৯ জনকে নিয়োগ দেবে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ক্যাটাগরিতে মোট ১৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী  ১. পদের নাম : পরিসংখ্যানবিদ পদসংখ্যা : ৬টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ২. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ১৩৩টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের বয়সসীমা :  আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে। আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২৪
০১ এপ্রিল, ২০২৪

১৫৯ জনবল নিয়োগ দেবে রংপুর সিভিল সার্জন কার্যালয়
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রংপুর সিভিল সার্জনের কার্যালয়। ৫টি শূন্য পদে ১৫৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ২৮ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : রংপুর সিভিল সার্জনের কার্যালয়। চাকরির ধরন : সরকারি । প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৪। পদ ও লোকবল : ৫টি ও ১৫৯ জন। আবেদন করার মাধ্যম : অনলাইন। আবেদন শুরুর তারিখ : ২৮ মার্চ ২০২৪। আবেদনের শেষ তারিখ : ২২ এপ্রিল ২০২৪। অফিসিয়াল ওয়েবসাইট : https://cs.rangpur.gov.bd/ প্রতিষ্ঠানের নাম : রংপুর সিভিল সার্জনের কার্যালয় । পদের সংখ্যা : ০৫টি । লোকবল নিয়োগ : ১৫৯ জন । পদের নাম : পরিসংখ্যানবিদ । পদসংখ্যা : ০৫টি । বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম : কোল্ড চেইন টেকনিশিয়ান । পদসংখ্যা : ০১টি । বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)। শিক্ষাগত যোগ্যতা : রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম : স্টোর কিপার । পদসংখ্যা : ০৬টি । বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম : স্বাস্থ্য সহকারী। পদসংখ্যা : ১৪৪টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম : গাড়ি চালক । পদসংখ্যা : ০৩টি । বেতন :  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কর্মস্থল : রংপুর। চাকরির ধরন : সরকারি। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। আবেদন ফি : ১ থেকে ৬নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৭নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদনের শেষ সময় : ২২ এপ্রিল ২০২৪
২৯ মার্চ, ২০২৪

ডিবিতে নিপুনের ৫০ মিনিট! 
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত নাম নিপুন আক্তার। বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার পর থেকে টক অব দ্য কান্ট্রি তিনি।  অপু বিশ্বাস, তানজিন তিশা থেকে শুরু করে দীঘিসহ শোবিজের অনেক অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে যেতে দেখা গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন নিপুন। দুপুর ৩টা নাগাদ ডিবি অফিসে পোঁছান তিনি। সেখান থেকে বের হন ৩টা ৫০ মিনিটে।   ডিবিতে নিপুনের যাওয়াকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে কৌতূহলের তৈরি হয়। নায়িকার সঙ্গে তারা কথাও বলতে চান। তবে বের হয়ে নিপুন জানান, ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।  এদিকে আসছে ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, হয়তো নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার না করতে পারে সে কারণেই ডিবিপ্রধানের সঙ্গে নিপুনের এই সাক্ষাৎ। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে ভোটযুদ্ধে অংশ নেবেন তিনি।  
২২ ফেব্রুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হলেন আন্দ্রিয় স্কু
প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু। তাকে গ্রেড-৯ এ  চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আন্দ্রিয় স্কুকে গ্রেড-৯-এর নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে এস এম গোর্কিকে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার (গ্রেড-৫) পদে নিয়োগ দেওয়া হয়।  একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে পুনরায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পাঁচজন বিশেষ সহকারীর মধ্যে নীলুফার আহমেদ, ফেরদৌস আহমেদ খান ও শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদায় এবং বিপ্লব বড়ুয়া ও মশিউর রহমানকে (হুমায়ুন) উপসচিব পদমর্যাদায় (গ্রেড-৫) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নজরুল ইসলামকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (গ্রেড-৪), হাজি হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (গ্রেড-৬), আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে এবং আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও মোহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবীকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে। মো. রাশিদুল হাসানকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘কম্পট্রোলার’ পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।  
৩০ জানুয়ারি, ২০২৪
X