কেরানীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠানে আদালতের নিষেধাজ্ঞা
আসন্ন কেরানীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত ৩ জানুয়ারি এক চিঠির মাধ্যমে কেরানীগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ এ আদেশ দেন। এতে কেরানীগঞ্জ মডেল থানার ওসিকে এ নিষেধাজ্ঞা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেরানীগঞ্জ প্রেস ক্লাবে নতুন করে কোনো প্রকার নির্বাচন করা যাবে না মর্মে মামলার বিবাদী শফিক চৌধুরী গংদের নোটিশ দেওয়া হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মুন্সি আশিকুর রহমান এটি ইস্যু করেন। মামলার বাদী মজিবুর রহমান জানান, ২০১৬ সালে আদালতে নির্বাচন নিয়ে একটি মামলা দায়ের করি । এ মামলায় ২০২২ সালে আদালত কেরানীগঞ্জ প্রেস ক্লাবে কোনো প্রকার নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সে বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। এ নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ অবৈধভাবে একটি নির্বাচন করেন। পরে আদালত অবমাননা করার একটি মামলা দায়ের হয়। বিবাদী পক্ষ আদালতকে উপেক্ষা করে ৩১ জানুয়ারি আবারও একটি অবৈধ নির্বাচন করার জন্য তপশিল ঘোষণা করেছেন। এতে আমি নির্বাচন বন্ধের আবেদন করলে আদালত পূর্বের আদেশ বহাল রাখে। ওই নিষেধাজ্ঞার আদেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেরানীগঞ্জ মডেল থানার ওসিকে নির্দেশ দেন।  তিনি বলেন, বিষয়টি ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি আবারও বিবাদী পক্ষ অবৈধভাবে জোরপূর্বক  নির্বাচন করার পাঁয়তারা করছে। এ নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।  এই বিষয়ে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আমি আদালতের আদেশকে সম্মান দেখিয়ে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগকৃত নির্বাচন কমিশনার শফিক চৌধুরীকে অব্যাহতি দিয়েছি। চিঠিটি তার বরাবর প্রেরণ করা হয়েছে। সুতরাং এ কমিশনারের নির্বাচন করার এখতিয়ার নেই। অপরদিকে শফিক চৌধুরী বলেন, নির্বাচন কমিশনারকে এককভাবে অব্যাহতি দেওয়ার এখতিয়ার সাধারণ সম্পাদকের নেই। আমি বৈধ নির্বাচন কমিশনার। এ নির্বাচন বন্ধ রাখার কারণ নেই। আমরা নির্বাচন করব। আমরা মামলা বিষয়ে উচ্চ আদালতে যাব। 
২৯ জানুয়ারি, ২০২৪

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আব্বা ডেকেও বাঁচতে পারেনি রাসেল
  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাতভর নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পিতা তোফাজ্জল হাওলাদারের অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাফ উদ্দিন রাব্বির নেতৃত্বে তার অফিসে মঙ্গলবার (৯ জানুয়ারি) আলমগীর হোসেন ওরফে ঠান্ডু (৩২), আমির (৩৩), শিপন (২৯), মো. রাশেদ (৩৫), অপু আহমেদ (৩৬), মো. সবুজ (৩৪), মো. সুমন (৩৭), দেলোয়ার ওরফে দেলু (৩৫), অভি (২৫), সুমন (৪০), রিপন ওরফে তোতলা রিপন (৪০)-সহ ১৫/২০ জন দুর্বৃত্ত রাসেলের ওপর কিল, ঘুষি ও উপর্যুপরি লাথির মাধ্যমে সারারাত নির্যাতন চালায়। বুধবার (১০ জানুয়ারি) ভোরে আমার আত্মীয়রা রাব্বির অফিস থেকে অচেতন অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, রাব্বির পক্ষে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করত রাসেল। চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে রাব্বি রাসেলকে সন্দেহ করে। যার জের ধরে মঙ্গলবার রাতে তেলঘাট এলাকার পারভীন টাওয়ারের নিচতলায় রাব্বির অফিসে ডেকে আনা হয় রাসেলকে। সেখানে সবাই মিলে মদ্যপান করে। এরপর রাব্বির নেতৃত্বে রাসেলের ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন যা চলে রাতভর।  রাসেলের ওপর নির্যাতনের বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাসেলের পরনে কোনো জামা নেই। খালি গায়ে থাকা রাসেলকে কয়েকজন টানাহেচড়া করছে। প্রচণ্ড পিটুনিতে আধমরা অবস্থায় রাসেল রাব্বিকে বলছে, ‘আব্বা আব্বা, রাব্বি আব্বা আমাকে বাঁচান।’ অপর একটি ভিডিওতে দেখা যায়, অচেতন অবস্থায় বসিয়ে রাখা হয়েছে রাসেলকে। একজন তাকে গালাগাল করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে নিথর দেহ রাসেলের। নাক দিয়ে রক্ত ঝড়ছে। কেউ একজন সেটা মুছে দিচ্ছেন। স্থানীয়রা জানান, রাব্বির বাবা শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি বাসের উদ্দিন। সে শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের ভাতিজা। বছরখানেক আগে বাবা ও চাচার প্রভাব খাটিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ ভাগিয়ে নেন। পদ পাওয়ার পর বিশাল বাহিনী নিয়ে চলাফেরা শুরু করে রাব্বি। তার বাহিনীর লোকজন স্থানীয় বিচার সালিশ থেকে শুরু করে বিভিন্ন দোকানদার ও রাস্তাঘাট থেকে চাঁদা আদায় করে থাকে।  রাব্বির অফিসে নিয়মিত বসানো হয় নেশার আসর। নিহত রাসেল রাব্বির পক্ষে চাঁদা আদায়ের কাজ করত। সে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের তোফাজ্জল হাওলাদারের ছেলে। দুই সন্তানসহ পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। এদিকে রাসেলকে হত্যার ঘটনায় বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রাসেলের পিতা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় রাব্বিসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১১ জানুয়ারি, ২০২৪

প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত : কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের ঢাকা-৩ আসনের তেগরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মোছলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-৬। নির্বাচনী আইন লঙ্ঘন করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকে আমাদের এক প্রিসাইডিং কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যান শাহীন মারধর ও লাঞ্ছিত করেন। পরে বিষয়টি আমাদের নজরে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি মামলা দায়ের করেন।
০৭ জানুয়ারি, ২০২৪

কেরানীগঞ্জ হবে খেলাধুলার তীর্থস্থান : নসরুল হামিদ
অচিরেই খেলাধুলার জন্য কেরানীগঞ্জকে তীর্থস্থানে পরিণত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, কেরানীগঞ্জকে স্পোর্টসের হাব হিসেবে তৈরি করা হবে। এখান থেকে দেশ সেরা খেলোয়াড় তৈরি হবে।  বৃহস্পতিবার (২ নভম্বের) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাদের জন্য একটি সুন্দর শৈশব-কৈশোর উপহার দেওয়া। এ কারণে কেরানীগঞ্জে বিএনপি আমলে দখল ১৩টি মাঠ উদ্ধার করে খেলার উপযোগী করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন খেলার মাঠ ও খাল দখল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’  নসরুল হামিদ বলেন, ‘খেলাধুলায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তারুণ্যের বিকাশ যেভাবে সম্ভব সেটা আর অন্য কোনোভাবে সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এ প্ল্যাটফরমটা আমাদেরই রেখে যেতে হবে। বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতে এবং ফুটবলকে ভালোবাসতেন। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফুটবলকে ছড়িয়ে দিতে চাই।’  তিনি বলেন, ‘আমরা নতুন নতুন মাঠ তৈরি করছি। সেখানে আমাদের ট্রেনাররা ফুটবলারদের ট্রেনিং দেবে। ফুটবল বাঙালি জাতির প্রাণের খেলা। আমাদের সে ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে। আশা করি আমাদের কেরানীগঞ্জ থেকে জাতীয় দলে ভালো ভালো ফুটবলার উঠে আসবে। সেদিনের প্রত্যাশায় আমরা যাত্রা শুরু করেছি।’ ‘সুস্থ দেহ সুন্দর মন’ স্লোগানে অনুষ্ঠিত হয় নসরুল হামিদ কিশোর ফুটবল টুর্নামেন্ট। নসরুল হামিদ স্পোর্টস একাডেমি আয়োজনে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে শুভাঢ্যা জুনিয়র স্পোর্টস টিমকে হারিয়ে কোন্ডা কিংস এলিভেন ২-১ গোলে জয় লাভ করে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. রফিক, কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন। শুভাড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ইকবাল হোসেনসহ স্থানীয় নেতারা।
০২ নভেম্বর, ২০২৩
X