রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিক্রি করছে পাকিস্তান
গত কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। এ থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জানা গেছে, দেউলিয়া হওয়া এড়াতে বিশ্বব্যাংক থেকে আইএমএফ সবার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে ইসলামাবাদ। সেই অবস্থা থেকে উত্তরণ হলেও এখনো প্রবল ঝুঁকিতে দেশটি। এমন অবস্থায় কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বাইরে অন্যান্য সব সরকারি কোম্পানি বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য-পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর থেকে এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে চলবে আগামী ২০২৯ সাল পর্যন্ত। মূলত সরকারি অর্থ সাশ্রয়ের জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, শিগগিরই বেসরকারি খাতে স্থানান্তর করা হবে; এমন সরকারি কোম্পানির একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, চারটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, ১০টি বিদ্যুৎ সরবরাহ কোম্পানি, নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত বিলাসবহুল রুজভেল্ট হোটেল এবং দুটি বিমা কোম্পানিসহ ২৫টি প্রতিষ্ঠান রয়েছে।
৩ ঘণ্টা আগে

ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ, সাপ্তাহিক ছুটি ২ দিন
ইউএস-বাংলা এয়ারলাইন্স গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘মেডিকেল টেকনোলজিস্ট’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৩০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট পদ সংখ্যা : নির্ধারিত নয়  বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা  বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর  বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৪ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম  কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ৩০ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : মেডিকেলে ডিপ্লোমা ডিগ্রি অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। এমএস অফিসে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। ভালো ক্লিনিক্যাল ল্যাবরেটরি অনুশীলন। অন্যান্য সুবিধা : সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরে খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ৭ম তলা, বাড়ি : ০১, রোড : ০১, সেক্টর : ০১, উত্তরা, ঢাকা-১২৩০
১৪ মে, ২০২৪

সিনিয়র অফিসার নিচ্ছে ব্র্যাক, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটি তাদের ‘সিনিয়র অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক পদ ও বিভাগের নাম : সিনিয়র অফিসার, পার্সেস, ওয়ার্কশপ আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : ২ থেকে ৩ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৩ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা (বিশেষত অটোমোবাইল/মেকানিক্যাল/পাওয়ার টেকনোলজিতে) ডিগ্রি। অন্যান্য সুবিধা : বছরে  ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, হসপিটাল সুবিধা ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২
১৩ মে, ২০২৪

পাইপলাইনে গ্যাস, ১০ বছরেও আবেদন করেনি কেউ!
ঝিনাইদহে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস মজুদ থাকলেও গত ১০ বছরে কোনো শিল্প ও কলকারখানা গ্যাসের জন্য আবেদন করেননি। এক সময় ঝিনাইদহের মানুষ এই গ্যাসের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা গ্যাসলাইন নির্মাণের জন্য সংসদে দাবিও তুলেছিলেন। কিন্তু যখন গ্যাসের লাইন বসল, লাইনে গ্যাস সরবরাহ শুরু হলো তখন জেলাবাসী নিশ্চুপ রয়েছে।   অথচ সেই প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ঝিনাইদহে এসেছে ২০১৪ সালে। গ্যাস আসার পর ঝিনাইদহের কোনো জনপ্রতিনিধি সংসদে শিল্পকারখান ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহের জন্য কথা বলেননি, করেননি কেউ আন্দোলন। ইতোমধ্যে একই লাইনের গ্যাস কুষ্টিয়ার কয়েকটি শিল্পকারখানায় সংযোগ প্রদান করা হয়েছে। এ বিষয়ে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ঝিনাইদহ টাউন বর্ডার স্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক মীর মোবাশ্বের আলী মিন্টু জানান, ২০০৯ সালে গোটা দক্ষিণাঞ্চলে গ্যাসলাইন স্থাপনের প্রস্তাব পাস হয়। ২০১১ সাল থেকে এ অঞ্চলে জমি অধিগ্রহণ শুরু হয়। জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ৪১ কোটি ৪৫ লাখ টাকা দেওয়া হয়। কালীগঞ্জ, ঝিনাইদহ ও শৈলকুপার ৫২টি মৌজা থেকে ২৬ ফুট জায়গা নিয়ে মোট ১১৭ একর জমি অধিগ্রহণ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। তিনি জানান, ঝিনাইদহ জেলার ওপর দিয়ে ৫২ কিলোমিটার গ্যাসলাইন তৈরি করা হয় এবং ২০১৪ সালে গ্যাস পাইপলাইন তৈরি শেষে পাইপে গ্যাস সরবরাহ করা হয়। এখন পাইপে পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের একটি সূত্র জানায়, ঝিনাইদহের ব্যবসায়ীদের মধ্যে গ্যাস সংযোগ নেওয়ার কোনো ইচ্ছা পরিলক্ষিত হচ্ছে না। সাধারণ মানুষের মধ্যেও নেই কোনো উচ্চবাচ্য। তবে কুষ্টিয়ার বিআরবি কেবল ও খুলনার কিছু ব্যবসায়ী তাদের কলকারখানায় গ্যাসলাইন নিয়েছে বলে ওই সূত্র জানায়। তথ্য নিয়ে জানা গেছে, সরকারি নির্দেশনা মতো শুধু শিল্প-কলকারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ দেওয়ার নিয়ম রয়েছে। সেই সঙ্গে টাউন বর্ডার স্টেশনের পাশে একটি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ প্রদানের নিয়ম রয়েছে। সেখান থেকে সাধারণ মানুষ কম টাকায় সিলিন্ডারে ভরে গ্যাস বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন। ঝিনাইদহে গ্যাস সংযোগের সর্বশেষ অবস্থা সম্পর্কে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের খুলনা ও ভেড়ামারার ইনচার্জ সুমন মল্লিক জানান, গ্যাস সরবরাহ করা আমাদের দায়িত্ব না, এই কাজটি করে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)। আমার জানামতে, সুন্দরবন গ্যাস কোম্পানি ঝিনাইদহে কাজ শুরু করেছে। তারা ঝিনাইদহ বিসিক, যশোর অভয়নগর, নড়াইল অর্থনৈতিক অঞ্চল ও খুলনা বিসিক এলাকায় গ্যাস সংযোগ প্রদানের জন্য কাজ শুরু করেছে। বিষয়টি নিয়ে সুন্দরবন গ্যাস কোম্পানির কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।  বিষয়টি নিয়ে ঝিনাইদহ বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমান জানান, সুন্দরবন গ্যাস কোম্পানির কর্মকর্তারা ঝিনাইদহে এসেছিলেন। তারা ডিপো করবে বিসিক থেকে অনেক দূরে। সেখান থেকে গ্যাসলাইন বিসিক পর্যন্ত আনতে ব্যবসায়ীদের নিজেদের অর্থ ব্যয় করতে হবে। এতে ব্যবসায়ীরা রাজি হননি। তিনি আরও জানান, আমরা সুন্দরবন গ্যাস কোম্পানিকে বলেছি, ডিপোটা বিসিকের আশপাশে করতে। নিকটে গ্যাসের ডিপো করা হলে বিসিকের সব ব্যবসায়ীরা গ্যাস নিতে পারবেন। এ ব্যাপারে ঝিনাইদহের মানবাধিকার কর্মী ও ভোক্তা অধিকার সংরক্ষণের সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ঝিনাইদহে স্থাপিত বিসিক শিল্পকারখানাসহ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে বিদ্যুতের ওপর যেমন চাপ কমত, তেমনি মানুষের জীবনমানও আরও উন্নত হতো। ঝিনাইদহে যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ লাইন আছে তা তো অনেকেই জানেন না। উল্লেখ্য, ২০০৬ সালে গ্যাস সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট ফেজ-২ এর আওতায় খুলনাঞ্চলে গ্যাস সঞ্চালন লাইন প্রকল্প হাতে নেওয়া হয়। এর প্রথম অংশে টাঙ্গাইলের এলেঙ্গা পয়েন্ট থেকে সিরাজগঞ্জ, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদী হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত ১৪১ কিলোমিটার এবং এর দ্বিতীয় অংশে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঝিনাইদহ যশোর হয়ে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়।
১২ মে, ২০২৪

ইঞ্জিনিয়ার নেবে আকিজ গ্রুপ, আবেদন করুন শুধু পুরুষরা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের সহ প্রতিষ্ঠাতা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের পিপিএস বিভাগ ‘সিনিয়র ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদ ও বিভাগের নাম : সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার, পিপিএস আবেদনের বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর  পদসংখ্যা :  নির্ধারিত নয়  কর্মস্থল : হবিগঞ্জ বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : ৫ থেকে ৭ বছর  বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১১ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম  কর্মক্ষেত্র : অফিস  প্রার্থীর ধরন : শুধু পুরুষ  আবেদনের শেষ তারিখ : ১৭ মে ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি দক্ষতা ও অভিজ্ঞতা : প্লাস্টিক শিল্প, পিএলসি প্রোগ্রামিং, সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, গ্র্যাচুইটি ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১২ মে, ২০২৪

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৭টি কোম্পানি দরপত্র কিনেছে : নসরুল হামিদ
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  বুধবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে দরপত্রসংক্রান্ত এক সেমিনারের প্রথম সেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।  নসরুল হামিদ বলেন, দেশের সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে অংশ নিতে এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে। বাংলাদেশের সমুদ্রে কাজ করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে, করছে। আজকের সেমিনারেও ১৫টির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে। এবারের দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। ফলে এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী তারা। সেমিনারের প্রথম সেশন শেষে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য রয়েছে। এবার অনেক সুবিধা বেড়েছে। এবার দু’পক্ষের জন্যই বিষয়টি লাভজনক করা হচ্ছে। তিনি বলেন, দক্ষিণ এশিয়া অনেক শান্তিপূর্ণ একটি এলাকা। বিনিয়োগের ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদি চিন্তা করে, তারা এই বিষয়টি বিবেচনা করবে। তুলনামূলক এই এলাকায় বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের সমুদ্রের আশপাশেই গ্যাসের অনেক বড় বাজার আছে। সার্বিক দিক বিবেচনায় মনে হচ্ছে, অনেকেই দরপত্রের প্রক্রিয়ায় অংশ নেবে। শেভরন দেশে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা সম্ভাবনাময়। প্রসঙ্গত, সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত ১১ মার্চ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে অংশগ্রহণের জন্য বিশ্বের শীর্ষ পর্যায়ের অনেক কোম্পানিকে আমন্ত্রণ জানানো হয়। সাগর সীমানা বিরোধ নিষ্পত্তির পর ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলের ওপর মালিকানা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের। গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি ব্লকে ভাগ করা হয়েছে। 
০৮ মে, ২০২৪

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ৭টি কোম্পানি দরপত্র কিনেছে : নসরুল হামিদ
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রে কাজ করার আগ্রহ অনেকেই প্রকাশ করছে। আজকের সেমিনারেও ১৫টির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে। বুধবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন। গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা ৷ নসরুল হামিদ বলেন, দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। ফলে এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য। এখন অনেক সুবিধা বেড়েছে। এখন দুই পক্ষের জন্যই লাভজনক চুক্তি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা মধ্যম পন্থা অবলম্বন করে একটি পিএসসি (উৎপাদন বন্টন চুক্তি) করেছি।’  তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে অস্থির থাকলেও দক্ষিণ এশিয়া অনেক শান্তিপূর্ণ একটি এলাকা। যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ চিন্তা করেন, তারা এগুলো বিবেচনা করবেন। আমাদের সমুদ্রের আশেপাশেই গ্যাসের অনেক বড় বাজার আছে। তুলনামূলক এই এলাকায় বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ। সার্বিক দিক বিবেচনায় আমাদের মনে হচ্ছে অনেকেই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেবেন। তিনি বলেন, শেভরন দেশে নতুন করে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটাই প্রমাণ করে আমাদের দেশ কতটা সম্ভাবনাময়।
০৮ মে, ২০২৪

আশুগঞ্জে দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
পানি সরবরাহের পাইপলাইনে ময়লা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। শনিবার (৪ মে) রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৬টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন (নর্থ ও সাউথ) এই দুইটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইনে দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ঢুকে পড়ে। এতে করে পাওয়ার প্ল্যান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, দুটি ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। কিন্তু পানির পাইপে ময়লা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই দুটি ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে রাতের মধ্যেই নর্থ ও আগামীকাল রোববার সাউথ স্টিম টারবাইনে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে।
০৪ মে, ২০২৪

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ৮০ সৌদি কোম্পানি
বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে দুদেশের উদ্যোগে ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে বলে জানানো হয়ছে। এ ছাড়া বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা দিতে চায় সৌদি আরব। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জনসংযোগ দপ্তর। সৌদি আরব সফররত সালমান এফ রহমান দেশটির মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগদান শেষে এসব বৈঠক করেন তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী আল ইব্রাহিম এবং সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চিফ অব স্টাফ ও পর্ষদের মহাসচিব সাদ আল কোরডের সঙ্গে আলাদা বৈঠক করেন বিনিয়োগ উপদেষ্টা। বৈঠকে পিআইএফ মহাসচিব সাদ আল কোরডে পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০ সৌদি কোম্পানির তালিকা প্রকাশ করে উন্নয়নমূলক যাত্রায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী আল ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুদেশের অংশীদারত্বের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তিনি জানান, বাংলাদেশ ও সৌদির উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা হয়েছে। এখন কারিগরি বিষয় নিয়ে কাজ চলছে।
০৩ মে, ২০২৪

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সৌদির ৮০ কোম্পানি
বাংলাদেশে বিভিন্ন খাতে ৮০টি সৌদি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী রয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে এসব কোম্পানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করেন দেশটি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চিফ অব স্টাফ এবং বোর্ড অফ ডিরেক্টর্সের সেক্রেটারি জেনারেল সাদ আল কোরডের সঙ্গে বৈঠক করেছেন।   এ সময় পিআইএফ মহাসচিব উপদেষ্টাকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় মহাসচিব পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও তারা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা শেয়ার করেন। খবর বাসসের। একই দিনে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জি. মোহাম্মদ আল ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেন। বুধবার (১ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের মধ্যকার অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  বৈঠকে সৌদি সহকারী জ্বালানি মন্ত্রী বাংলাদেশকে তাদের জ্বালানি সহযোগিতার আগ্রহের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থপ্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বৈঠকে তারা জেভি পিএপি সার প্ল্যান্ট নিয়েও আলোচনা করেন।
০২ মে, ২০২৪
X