খলিলুর রহমান ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হলেন উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমান। রোববার বাংলাদেশ ব্যাংক তাকে এ দায়িত্ব দেয়। শিল্পপতি ও ব্যবসায়ী খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান। তিনি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি, বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিআইসিডিএ) ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সিআর কয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরসিএমইএ) চেয়ারম্যান এবং চট্টগ্রাম পটিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি আল-আরাফা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ছিলেন। বর্তমানে তিনি এই ব্যাংকের উল্লেখযোগ্য শেয়ারের অধিকারী। এ ছাড়া তিনি প্রগতি ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডার। তিনি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, চট্টগ্রাম মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম ইনস্টিটিউট লিমিটেড (সিনিয়রস ক্লাব), চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও জিরি জনকল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য। তিনি জনহিতৈষী এবং দেশের বিভিন্ন আর্থ-সামাজিক কর্মকাণ্ডে জড়িত।
০৯ মে, ২০২৪

ন্যাশনাল ব্যাংক দখল হয়নি : চেয়ারম্যান
বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক দখল হয়নি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান। যদিও নবনিযুক্ত পর্ষদের প্রতিনিধি পরিচালকদের পরিচয় দিতে পারেননি তিনি। এমনকি কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি তার সঠিক উত্তর দিতে পারেননি প্রতিনিধি পরিচালকরাও। এক পর্যায়ে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন চেয়ারম্যানসহ প্রতিনিধিরা।  সোমবার (৬ মে) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত পর্ষদের প্রথম সংবাদ সম্মেলনে এসব ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার চাপের মুখে আগের পর্ষদের চেয়ারম্যানসহ ৪ জন পদত্যাগ করলে গত ৫ মে নতুন পর্ষদ নিযুক্ত করে বাংলাদেশ ব্যাংক। এরপরই বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম ভিত্তিক একটি প্রভাবশালী প্রতিষ্ঠান ব্যাংকটি দখলে নিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, আমরা ব্যবসায়ীদের প্রয়োজন বুঝি। ফলে ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ও তাদের পাশে থেকে ন্যাশনাল ব্যাংককে একটি ব্যবসায়ীবান্ধব ব্যাংক হিসেবে গড়ে তুলতে আমরা বন্ধ পরিকর। এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে ও তার হারানো এতিহ্য ফিরে পাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। ন্যাশনাল ব্যাংকের এই অগ্রযাত্রায় আমরা সাংবাদিকদের পাশে চাই। ন্যাশনাল ব্যাংক একীভূত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে ন্যাশনাল ব্যাংক একীভূত করা হবে না। তারপরই আমরা দায়িত্ব নিয়েছি। তবে বাংলাদেশ ব্যাংক দ্রুত সময়ের মধ্যে ব্যাংকের আর্থিক উন্নতির শর্ত দিয়েছে। আমরা আগামী ১ বছরের মধ্যে ওই শর্ত পূরণ করার চেষ্টা করবে। আল্লাহ যদি চায় তাহলে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে। পরে সাংবাদিকরা প্রতিনিধি পরিচালকদের পরিচয় জানতে চাইলে চেয়ারম্যান এর উত্তর দিতে পারেননি। তিনি বলেন, তারা কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি তা লিখিত আছে। আমাদের সিএফও পরবর্তীতে আপনাদের জানাবে। কিন্তু উপস্থিত সাংবাদিকরা প্রতিনিধি পরিচালকদেরই নিজেদের পরিচয় দেওয়ার অনুরোধ জানান। এ সময় তারা তাদের পরিচয় না দিয়ে চেয়ারম্যানসহ স্থান ত্যাগ করেন। একপর্যায়ে সাংবাদিকরা আরও চেয়ারম্যানের কাছে প্রতিনিধি পরিচালকদের পরিচয় জানতে চান। এ সময় তিনি প্রতিনিধি পরিচালকরা সরকারের পরিচালক বলে উল্লেখ করেন। এমনকি ব্যাংকটি কোনো গ্রুপ দখল করেনি বলেও উল্লেখ করেন।
০৬ মে, ২০২৪

পরমাণু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই
বাংলাদেশের কৃতী সন্তান বিশ্ববিখ্যাত পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. খলিলুর রহমান আর নেই। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বনানী ডিওএইচএসে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন প্রয়াতের আত্মীয় শিক্ষক আব্দুল মতলিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ড. খলিলুর রহমানের জানাজা মৌলভীবাজার শহরতলিতে তার নিজগ্রাম বাহারমর্দান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।  অধ্যাপক ড. খলিলুর রহমান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক বিভাগীয় প্রধান এবং দেশের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে শিক্ষকতা করেছেন।  ড. খলিলুর রহমানের বিখ্যাত কয়েকটি থিসিস আমেরিকার বড় বড় জার্নালে প্রকাশিত হয়েছে ও নাসার গবেষণায় অংশ নিয়েছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সোলার কোকার আবিষ্কার করে তাক লাগিয়েছিলেন‌ বিশ্বময়।  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. শামীম আরা বেগম জানান, বার্ধক্যজনিত কারণে অধ্যাপক ড. খলিলুর রহমান মৃত্যুবরণ করেছেন। আমরা রসায়ন বিভাগ পরিবার উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।  অধ্যাপক শামীম আরা বেগম জানান, অধ্যাপক ড. খলিলুর রহমান ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। কর্মজীবনে শাবি থেকে অবসর নেওয়ার পর সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মাত্র বারো দিন আগেই ড. খলিলুর রহমানের বড় ভাই মেজর খালেদুর রহমান মারা যান। গত ১১ সেপ্টেম্বর বার্ধক্যজনিতকারণে মৃত্যুবরণ করেন মেজর খালেদুর রহমান। 
২৪ সেপ্টেম্বর, ২০২৩
X