মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলা ভাষা-ইতিহাস অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়’
’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস সবকিছু অপরাধীদের হাতে তুলে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়। রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় সেজন্য পদক্ষেপ নিতে হবে। তার রচনা, কবিতা, সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে- তাহলে জন্মভূমি ও দেশ নিরাপদ থাকবে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি আসলাম সানি, সাতকর্ণী ঘোষ, অবনী বাবু, ড. তপন বাগচী, শিহাব শাহরিয়ার। উল্লেখ্য, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালে পশ্চিমবঙ্গে ৯৪ বছর বয়সে মারা যান। তিনি একাধারে কবি ও গল্পকার ছিলেন। ছিলেন আধুনিক বাংলা কবিদের অন্যতম। ‘উলঙ্গ রাজা’ তার অন্যতম কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

মেট্রোরেল ঠেকাতে ভয়ংকর হলি আর্টিজানের ঘটনা ঘটিয়েছিল : খালিদ মাহমুদ
মেট্রোরেল যাতে নির্মাণ না হয় সেজন্য ভয়ংকর হলি আর্টিজানের ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মেট্রোরেল আমাদের জীবন ও জীবিকার সঙ্গে যুক্ত। সময় কত মূল্যবান ঢাকার মানুষ সেটি এখন বুঝতেছি। এ রুটে যারা যাতায়াত করে এখন তাদের দুই তিন ঘণ্টা সময় বেঁচে যাচ্ছে। এটি আনন্দের।   বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জাপানের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকে যে সম্পর্ক সেটি নষ্ট করার ষড়যন্ত্র ছিল। ঢাকাবাসী যেন মেট্রোরেলের মতো এরকম একটি পরিবহন না পায় সেজন্য ষড়যন্ত্র ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর একটি প্রকল্প উপহার দিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিমন্ত্রী পরে আগারগাঁওস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনে যান এবং সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সচিবালয় স্টেশন থেকে মেট্রোরেলে আগারগাঁও পৌঁছাতে সময় লেগেছে ১৬ মিনিট।  প্রতিমন্ত্রী বলেন, আগে সচিবালয় থেকে আগারগাঁওয়ে যাওয়ার কথা চিন্তা করলেই মন খারাপ হয়ে হয়ে যেত। এখন সেটা আনন্দের বিষয়। মতিঝিল থেকে মিরপুর পর্যন্ত যাতায়াতে যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। এখন এই রোডে যানযটে যাত্রীদের ভোগান্তি নেই। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এখন মেট্রোরেলে যাতায়াত করে।  তিনি বলেন, এখনই যেমন মিরপুর রোডে গণপরিবহনে যাত্রী নেই, চাপ নেই। আর এমআরটি লাইনের বাকিগুলো চালু হয়ে গেলে ঢাকার পরিবেশ সুন্দর হয়ে যাবে। প্রতিমন্ত্রী স্থলবন্দরের মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর আহ্বান জানিয়ে বলেন, প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা থাকতে হবে। ২০০১ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর বর্তমানে স্থলবন্দর প্রতিষ্ঠানের এফডিআর আছে ৮০০ কোটি টাকা। সেটি মিলিয়ন বিলিয়ন ছাড়িয়ে যাবে। মতবিনিময়ে উপস্থিত ছিলেন স্থলবন্দরের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, সদস্য মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. মুসা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সী মো. মনিরুজ্জামান, পরিচালনার পরিষদের সদস্য জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

আবারও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হলেন খালিদ মাহমুদ চৌধুরী
আবারও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচিত খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়ে আজ সন্ধ্যায় শপথগ্রহণ করলেন। এর আগে ২০১৯ সালের ৬ জানুয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর নির্মাণকাজের নেতৃত্ব দেন খালিদ। ঢাকার চারপাশে নদী দখল রোধে ভূমিকা রেখেও ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। মোংলা বন্দরের খননকাজ পরিচালনা করে ভারী জাহাজ চলাচলে সক্ষমতাও তৈরি করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।
১১ জানুয়ারি, ২০২৪

যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে, তাদের ঘৃণা জানাচ্ছি : নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে তাদের ঘৃণা জানাচ্ছি, কারণ বাংলাদেশের মানুষের প্রতি তারা বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না। দুর্গোৎসবকে ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে। এ জায়গায় সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী আজ ঢাকায় লালবাগের ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।  মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন স্বপন কুমার সাহা, মানিক লাল সাহা, বাবুল দেবনাথ প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে হবে; তখন আমাদের অর্থনীতি আরো বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরও বেশি বর্ণিল হবে। বর্ণিল উৎসবের বাহ্যিক বিষয়গুলো রাঙিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতা থাকার ফলে। অতীতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, ৭৫ এর সম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। ধর্মকে ব্যবহার করে দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করা হয়েছিল। দেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। ২১ বছর দেশ অন্ধকারে ছিল। অল্প কিছুদিন ১৯৯৬ সালে দেশ আলোকিত হয়ে উঠতে থাকে। ২০০১ সালে নির্বাচনের পর আবার সব উৎসব মলিন হয়ে যায়। জঙ্গিবাদ কায়েম করা হয়। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান সৃষ্টি করা হয়। অনেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয়। অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। সারা দেশে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা করা হয়। আজকে সেসব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। হত্যাকারীদের বিচার করা হয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে এসেছে। কিন্তু আমাদের সংগ্রাম থেমে নেই। আমরা ৭২এর চেতনায় ফিরে যেতে চাই। অনেক ষড়যন্ত্র হচ্ছে যেন আমরা ৭২-এর চেতনায় ফিরে যেতে না পারি। জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদেরকে নির্মূল করতে পারিনি। ৭২-এর চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।
২০ অক্টোবর, ২০২৩

কালবেলার চ্যালেঞ্জটা বেশি : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন কালবেলার চ্যালেঞ্জটা বেশি। সোমবার (১৬ অক্টোবর) কালবেলার ১ বছরপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, কালবেলা শুরুতেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং গ্রহণ যোগ্যতা পেয়েছে। গত ১ বছর ধরে কালবেলা পাঠকদের নিরবচ্ছিন্ন তৃপ্তির জায়গায় কাজ করছে। সবচেয়ে বড় কথা কালবেলা মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস করেনি। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কালবেলা এগিয়ে যাচ্ছে আমরা এটাই প্রত্যাশা করি। কালবেলার এই ধারাবাহিকতা শুধু গণমাধ্যম নয়, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কালবেলার চ্যালেঞ্জটা বেশি। এতবড় একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে তাই এটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কালবেলার জন্য চ্যালেঞ্জ।  কোভিড পরবর্তী দুনিয়ায় অর্থনৈতিক টানাপড়েন। বিশ্বের অনেক প্রভাবশালী সংবাদ পত্রিকা টিকে থাকার লড়াইয়ে। ডিজিটাল মিডিয়ার হাতছানি। এমন পরিস্থিতির মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর বাজারে আসে দৈনিক কালবেলা।  অচলায়তন ভাঙার দীপ্ত শপথে আঁধার পেরিয়ে স্লোগানে পত্রিকাটি বাজারে এসেই তুমুল আলোড়ন তোলে। ছাপা পত্রিকার আস্থা ফেরাতে পাঠকদের উপহার দেয় একের পর এক দুর্দান্ত আলোচিত রিপোর্ট। গণমাধ্যম, গণমানুষের কণ্ঠস্বর- তা যেন ফুটিয়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা পত্রিকার প্রতিটি পাতাজুড়ে। ছাপা পত্রিকার পাশাপাশি দেশে ডিজিটাল মিডিয়ায় সাড়া ফেলে দেয় কালবেলা অনলাইন ও মাল্টিমিডিয়া। নেট দুনিয়ায় পাঠক ও দর্শকের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে কালবেলা। সামাজিক মাধ্যমে মাত্র ৬ মাসে দেশের সব পত্রিকাকে পেছনে শীর্ষে কালবেলা। পত্রিকার মাল্টিমিডিয়া তো বটেই অনেক টেলিভিশনকে পেছনে ফেলে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে কালবেলা। প্রতিদিন প্রায় ৩ কোটি বার কালবেলার ভিডিও দেখছেন দর্শকরা। অনলাইনে কালবেলার খবর পড়ছে দৈনিক প্রায় ২০ লাখ পাঠক। প্রিন্ট ভার্সন প্রতিদিন পড়েন প্রায় ৪০ লাখ পাঠক। সব মিলিয়ে দৈনিক কালবেলার সঙ্গে রয়েছেন প্রায় আড়াই কোটি পাঠক-দর্শক। মাসে প্রায় ১০০ কোটি পাঠক-দর্শকের ভালোবাসায় শিক্ত কালবেলা।  নিত্য নতুন সংবাদ এবং দারুণ উপস্থাপনায় ভিডিও সংবাদেও আছে নতুনত্ব। এসব অর্জনের পেছনে নিরলস কাজ করে চলেছে একঝাক তরুণ অদম্য সংবাদকর্মী।  প্রথম সংখ্যা থেকেই বাজিমাত করে আসছে দৈনিক কালবেলা। মাত্র ৩৬৫ দিনে বহু সংবাদের কারণে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পত্রিকাটি। মার্কিন নিষেধাজ্ঞার তথ্য থেকে শুরু করে বহু দুর্নীতি মুখোশ উন্মোচিত হয়েছে কালবেলার অনুসন্ধানে। রিপোর্টার, সাব-এডিটর, এডিটর, কয়েকটি হাত ঘুরে একেকটি সংবাদ পরিণত হয় দেশ সেরা প্রতিবেদনে। তাই এই অল্প দিনের যাত্রায় কালবেলা পৌঁছে গেছে জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। মানুষের আস্থা এবং ভালোবাসায় প্রতিনিয়ত পত্রিকাটি লড়াই করছে কেবল নিজেকে ছাড়িয়ে যাওয়ার।
১৬ অক্টোবর, ২০২৩

পশ্চিমা গোষ্ঠী শেখ হাসিনাকে কাবু করতে পারবে না : খালিদ মাহমুদ চৌধুরী
আমেরিকা, ইউরোপ ও পশ্চিমা গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাবু করতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন। যারা শেখ হাসিনাকে কাবু করতে চায়, যারা শেখ হাসিনাকে টেনে ধরতে চায়, আগামী নির্বাচনে তাদের ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দেবে।’   শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর জেলায় বিআইডব্লিউটিএ’র অফিস ভবন, তুলাই নদীতে রাবার ড্যাম ও পুনর্ভবা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।   বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ড. একেএম আজাদুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ মমিনুল করিম, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।
২৬ আগস্ট, ২০২৩
X