‘ইনু জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেন’
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামরুল আরেফিন বলেছেন, ‘স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন।’ রোববার (৭ এপ্রিল) ভেড়ামারা সরকারি মহিলা কলেজে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার শাড়ি, লুঙ্গি বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তিনি (ইনু) খুব ভালোভাবে জানেন স্বাধীনতাবিরোধী রাজাকার, আল বদর, আল-শামস বাহিনীকে কীভাবে মুজিব কোটের ভেতরে লুকিয়ে রাখতে হয়। জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে জড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা হত্যার রাজনীতি করি না। হত্যাকে আমরা ঘৃণা করি। ওসিকে ফোন করেছি আসামি ধরার জন্য। জাসদের সাংগঠনিক সম্পাদক স্বপনকে ফোন করেছি সহযোগিতার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক তাদের নেতা (ইনু) যিনি বঙ্গবন্ধুর সময় থেকে খুনের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি জনশ্রুতিতে আছে তিনি পরোক্ষভাবে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত। সেই নেতার মুখ থেকে ভালো কথা কখনো আশা করা যায় না।’ আওয়ামী লীগের কর্মীদের ঘরকাটা ইঁদুর বলার ব্যাপারে তিনি বলেন, ‘এটা তো ওনি, ১৫টা বছর চারজনকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে কুঁড়ে কুঁড়ে খেয়েছেন। এখন আর সে সুযোগ পাচ্ছেন না।’
০৭ এপ্রিল, ২০২৪
X