কক্সবাজারে কৃষককে ডেকে নিয়ে গুলি করে হত্যা
কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি জনপদ গর্জনিয়া ইউনিয়নে এবার আবুল কাশেম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৮ মে) রাত ২টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের নারাইম্মাঝিরি পাহাড়ে গুলি করা হয়। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৬টার দিকে স্থানীয় কাঠুরিয়ারা লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তারা পুলিশকে জানায়। রামু থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আবুল কাশেম গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে। আবুল কাশেমের ছোট ভাই মো. শহীদুল্লাহ বলেন, ডাকাত শাহীন গ্রুপের প্রায় ৩০-৪০ জন সদস্য বিভিন্ন অস্ত্র নিয়ে তার ভাইকে বাড়ি থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায় এবং পরে গুলি করে হত্যা করে। নিহত আবুল কাশেমের ৪ বছরের কন্যা সন্তান রয়েছে, তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। স্থানীয়রা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, আবুল কাশেম কৃষিকাজের পাশাপাশি ভাড়ায় চালিত মোটরসাইকেলে ভাড়া মারেন। সম্প্রতি সে মিয়ানমার থেকে চোরাই পথে অবৈধ গরু পাচারে বাধা দেয়। সেকারণেই তাকে হত্যা করা হয়েছে। তারা জানান ডাকাত শাহীন বাহিনী ও আবছার বাহিনীর চোরাচালানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক খুনের ঘটনা ঘটছে। এ নিয়ে গত এক মাসে গর্জনিয়ায় গরু পাচারসহ চোরাকারবারকে কেন্দ্র করে ৪টি হত্যার ঘটনা ঘটেছে।  কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা চলমান আছে।  রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সকাল থেকেই অপরাধীদের ধরার জন্য আমরা পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। ওসি বলেন, কারা এ ঘটনাটি ঘটিয়েছে এখনো সঠিক বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  একটি ইউনিয়নে একমাসে চার খুনের ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়।
৪২ মিনিট আগে

মিসরে ছদ্মবেশী ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা
মিসরে ছদ্মবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনপন্থি মিসরীয় একটি সশস্ত্র গ্রুপ এ হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, মিসরের বন্দরনগরী আলেক্সান্দ্রিয়ায় ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন। তাকে গত মঙ্গলবার হত্যা করা হয়।  গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরু থেকেই তেলআবিবের ওপর ক্ষিপ্ত হয়ে আছে ফিলিস্তিনপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। শুধু তাই নয় লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলাও চালিয়ে আসছে তারা। সবশেষ গাজার সীমান্তবর্তী শহর রাফাহতে স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে মিসর। জানা যাচ্ছে, সেই সতর্কবার্তা উপেক্ষা করায় ইহুদি সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিসরভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো। নিজেদের গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে তারা ছদ্মবেশী ওই ইসরায়েলিকে হত্যা করেছে।  নিহত জিব কিপার ছিলে এলএলসি গ্রুপ নামক একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। ওই কোম্পানি মিসর থেকে সবজি ও ফল রপ্তানি করে। মিসরের আলেক্সান্দ্রিয়ায় গ্রুপটির সদরদপ্তর অবস্থিত এবং ইসরাইল ও ইউক্রেনে এটির দপ্তর রয়েছে। ইসরাইলি ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে, জিব কিপার কানাডার পাসপোর্ট নিয়ে মিসরে প্রবেশ করেছিল। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ‘ভ্যানগার্ডস অব লিবারেশন’ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ‘ভ্যানগার্ডস অব লিবারেশন’ নিজেদের গত বছর জুন মাসে তিন ইসরাইলি সেনাকে হত্যা করে মৃত্যুবরণকারী মিসরীয় যুবক মোহাম্মাদ সালাহ’র অনুসারী বলে দাবি করে।  সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, তারা একজন ‘অপরাধী ইসরায়েলি এজেন্টকে’ হত্যা করেছে। নিহত ইহুদিবাদী মিসর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে লোক নিয়োগ করত বলে বিবৃতিতে জানানো হয়েছে। ভ্যানগার্ডস অব লিবারেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে মিসরীয় জনগণের সংগ্রামের পথে কিপারের হত্যাকাণ্ড একটি মাইলফলক হয়ে থাকবে।   গত বছরের জুন মাসে  মিসরীয় পুলিশ বাহিনীর সদস্য ২৩ বছর বয়সি মোহাম্মাদ সালাহ সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশ করে তিন ইসরাইলি সেনাসহ ছয়জনকে হত্যা করে। তারপর ইসরায়েলি সেনাদের পাল্টা হামলায় তিনিও নিহত হন।
৩ ঘণ্টা আগে

চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়লেন বদি
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে। নির্বাচনী বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর টেকনাফ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল আলম। স্থানীয় সূত্র জানায়, তৃতীয় ধাপের তপশিলে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদে বদির পছন্দের প্রার্থী জাফর আলম। গত নির্বাচনে নুরুলের কাছে হেরে যান বদির অনুসারী জাফর। গুলির ঘটনা নিয়ে গতকাল শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নুরুল আলম। এ সময় তিনি জানান, বৃহস্পতিবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান তিনি। হঠাৎ বদি গাড়ি নিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলিবর্ষণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য চেয়ারম্যান প্রার্থী জাফর আলম। নুরুল আলম বলেন, আমার গায়ে গুলি লাগেনি। সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানাই। পুলিশ ঘটনাস্থলে এলে নিরাপদে ফিরে আসি। তিনি জানান, বদি যে সাদা গাড়িটিতে করে এসেছিলেন, সেটিতে তার স্ত্রী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তারের স্টিকার ছিল। নুরুল আলম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান প্রার্থী জাফরের পক্ষ হয়ে বদি তার স্ত্রীর (জাতীয় সংসদ সদস্য) স্টিকার লাগানো গাড়ি নিয়ে প্রচারের পাশাপাশি বিভিন্ন পথসভায় আমাকে ও আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্যের এমন আচরণ সুষ্ঠু নির্বাচনে বাধা। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেব। টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল বলেন, সাবেক সংসদ সদস্য বদি অস্ত্র হাতে গুলি ছুড়েছেন। আমাদের প্রার্থী নুরুল আলম কৌশলগত কারণে রক্ষা পেয়েছেন। আমরা ঘটনাস্থলে অত্যধিক ধৈর্যের পরিচয় দিয়েছি। এ বিষয়ে সাবেক এমপি বদির মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি অনুষ্ঠানে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
০৪ মে, ২০২৪

সাবেক এমপি বদির বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম জমায়েতের সামনে গিয়ে সাবেক এমপি আব্দুর রহমান বদির ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মে) রাতে টেকনাফের হোয়াইক্ষং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল আলম চেয়ারম্যান বলেন, কম্বোনিয়া পাড়া, হোয়াইক্ষ্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় মুরুব্বি ও মেম্বারদের সঙ্গে একটি আলোচনা সভা ছিল। সেখানে হঠাৎ সাবেক এমপি বদি ও জাফর চেয়ারম্যানসহ ২০ থেকে ৩০ জন লোক আমাদের পাশে এসে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। আব্দুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। তিনি বলেন, আমি এখন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি। এই বিষয়ে জানতে সাবেক এমপি বদির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে যার সঙ্গে থেকে আব্দুর রহমান বদি গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে সেই প্রার্থী জাফর আলমের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তিনি জানান, বদি ভাই আমার সঙ্গে ছিল। এ ধরণের কিছু হয়নি। বদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি অনুষ্ঠানে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা শুনেছি। ঘটনাটি শোনার পরে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
৩০ নভেম্বর, ০০০১

প্রকাশ্যে মডেলকে গুলি করে হত্যা (ভিডিও)
দিনের আলোতে লোকজনের সামনে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ২৩ বছর বয়সী এক মডেলের। মাস্ক পরা দুজন বন্দুকধারী রেস্তোরাঁয় প্রবেশ করে মডেলকে খুব কাছ থেকে গুলি করে ওই স্থান ছেড়ে চলে যায়। নিহত মডেলের নাম ল্যান্ডি পারাগা গোবুরো। ইকুয়েডরের মডেল তিনি।  নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে।  হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে কিছু সংবাদমাধ্যম। তাতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন ল্যান্ডি। তখন মাস্ক পরা দুজন বন্দুকধারী ভেতরে ঢুকে তাকে গুলি করে চলে যায়। ধারণা করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণেই খুন হয়েছেন মডেল ল্যান্ডি।  হত্যাকারীদের খুঁজতে কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ।  এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ২০২২ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশগ্রহণ করেন ল্যান্ডি।  সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখের বেশি অনুসারী রয়েছে তার।  মডেলিং ছাড়াও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ল্যান্ডি।
০২ মে, ২০২৪

আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলওয়ে স্টেশনে মঞ্জুর রহমান মঞ্জু (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মঞ্জুর রহমান উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি।  মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) রাত ১১টার দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে রাত ১১টার দিকে গোপালপুর আজিম নগর রেল স্টেশনে মনজুর রহমান মঞ্জুকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে মাথায় এবং পেটে গুলি করে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। 
০১ মে, ২০২৪

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মো. ইউসুফ জনি (৫৮) ও কুমিল্লার বাবুল উদ্দিন (৪৩)। নিহতদের প্রতিবেশী বাফেলোর কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাবিব রহমান জানান, ঘটনার সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন ইউসুফ। তিনি আরও জানান, বাবুল উদ্দিন আট মাস আগে ভার্জিনিয়া থেকে বাফেলোতে আসেন। ইউসুফ আসেন সিলেট থেকে। হত্যাকাণ্ডের খবরে বাংলাদেশিরা তাদের বাড়িতে জড়ো হন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাবিব বলেন, বাবুল ভাইয়ের সাত সন্তান। ইউসুফ ভাইয়ের দুই সন্তান। স্ত্রী অন্তঃসত্ত্বা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউজিআরজেড জানায়, ঘটনার পর বাফেলো পুলিশের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। ময়নাতদন্তের পর সোমবার দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে পুলিশ। বাফেলোর স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন, এটি খুবই দুঃখজনক ব্যাপার। সিলেটে ইউসুফের বাড়িতে মাতম: সিলেট ব্যুরো জানায়, যুক্তরাষ্ট্রে গুলিতে ইউসুফ নিহত হওয়ার খবরে বাড়িতে চলছে শোকের মাতম। তিনি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের সাবেক মেম্বার নুরুল হকের ছেলে। তার পরিবারের সদস্যরা বর্তমানে সিলেট শহরের মেজরটিলায় বসবাস করছেন। মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই পরিবারের সদস্য ও স্বজনদের কান্না থামছে না। বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা। পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ মাস আগে স্ত্রী এবং পাঁচ ও আড়াই বছরের দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হন ইউসুফ। সেখানে একটি পেইন্টিং কোম্পানিতে কাজ করতেন। বাফেলো শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত এসে বাবুল উদ্দিনের কাছে চাঁদা দাবি করে। তিনি টাকা না দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে তারা। এ সময় তাকে রক্ষায় ইউসুফ এগিয়ে এলে দুজনকেই গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
২৯ এপ্রিল, ২০২৪

নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, ২ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।  নিহতদের পরিচয় এখনো জানা যানা যায়নি। এ ছাড়াও কী কারণে তাদেরকে প্রকাশ্যে হামলা চালিয়ে হত্যা করা হলো সে সম্পর্কে কিছুই জানা যায়নি।  প্রশাসনের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
২৮ এপ্রিল, ২০২৪

ইরাকে নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা
ইরাকে এক নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) মোটরসাইকেলে নিয়ে আসা এক বন্দুকধারী ওই নারীকে গুলি করে হত্যা করে। খবর বাসসের। ওই নারীর নাম ওম ফাদাহ। ইরাকের সামজিক যোগাযোগমাধ্যমে তিনি অনেক প্রভাবশালী এবং সুপরিচিত ছিলেন। বাগদাদে তার বাড়ির বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে এই কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা এক হামলাকারী জায়উনা জেলায় ওম ফাহাদকে তার গাড়িতে গুলি করে। ওই হামলাকারী খাবার ডেলিভারি দেওয়ার ভান করে বলে ধারণা করা হচ্ছে। ওম ফাহাদ আঁটসাঁট পোশাক পরে ইরাকি সংগীতে তার নাচের টিকটক ভিডিওগুলোর জন্য পরিচিত হয়েছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি আদালত ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে ক্ষুণ্ন করে এমন অশালীন বক্তৃতা সংবলিত ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়। ইরাকের জনসাধারণের ‘নৈতিকতা এবং ঐতিহ্য লঙ্ঘন করে এমন বিষয়বস্তু সংবলিত কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য গত বছর দেশটির সরকার অভিযান শুরু করে। টিকটক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে পোস্টকৃত আক্রমণাত্মক বিভিন্ন ক্লিপ চিহ্নিত করে তা সরিয়ে ফেলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। কর্তৃপক্ষ জানায়, এরপর থেকে বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে বন্দুকধারীরা বাগদাদে প্রভাবশালী মডেল তারকা ফারেসকে গুলি করে হত্যা করে।
২৮ এপ্রিল, ২০২৪

মধুখালীতে সড়ক অবরোধ পুলিশের ফাঁকা গুলি
ফরিদপুরের মধুখালীর অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মধুখালী ঈদগাহের সমানে ‘সর্বস্তরের জনগণের’ মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ফরিদপুর-খুলনা মহাসড়কের কয়েকটি স্থান অবরোধ করেন। তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে প্রায় ১০ কিলোমিটার জানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে বাঘাট এলাকার ঈদগাহ মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে মানববন্ধন শুরু হয়। এতে পঞ্চপল্লীতে দুই ভাইকে হত্যার বিচার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক দিয়ে ডুমাইনের পঞ্চপল্লীর দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাগান বাজার এলাকায় বাধা দেয়। এ সময় লোকজন একাধিক ভাগে বিভক্ত হয়ে মধুখালীর মালেকা চক্ষু হাসপাতালের সামনে, কামারখালী ব্রিজের কাছে মাঝিবাড়ি ও বাগাটের ঘোপঘাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মাহসড়ক অবরোধ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ পাল্টা অবস্থা নেয়। মহাসড়ক থেকে লোকজনদের সরাতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। উপস্থিত জনতাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ১১ পুলিশ সদস্যসহ মোট ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
২৪ এপ্রিল, ২০২৪
X