ইন্টারনেটে গোপন ছবি ছড়িয়ে দেওয়ায় তরুণীর আত্মহত্যা
ইন্টারনেটে গোপন ছবি ছড়িয়ে দেওয়ায় এক তরুণী আত্মহত্যা করেছেন। প্রতিবেশী এক যুবক  ইন্টারনেটে ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার গলায় ফাঁস নেন ওই তরুণী।  ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  এতে বলা হয়েছে, আত্মহত্যা করা ওই তরুণীর বয়স ১৭ বছর। প্রতিবেশী এক যুবক অনলাইনে তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ায় তিনি আত্মহত্যা করেন।  পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) নিজের ঘরে শাড়িতে গলায় ফাঁস নেন ওই তরুণী। আত্মহত্যার আগে ওই তরুণীর পরিবারের সদস্যরা প্রতিবেশী যুবকের বাড়িতে যান। এ সময় তারা ছবি অনলাইনে আপলোডের ব্যাপারে অভিযোগ করে। তবে পরিবারের সদস্যরা তাদের সাথে দুর্ব্যবহার করেন। অতিরিক্তি পুলিশ সুপার সামার বাহাদুর সিং বলেন, এ ঘটনায় ওই তরুণীর পরিবার একটি অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম জয় সিং। তিনি প্রায়ই ওই তরুণীকে উত্যক্ত করে আসছিলেন।  পুলিশ ট্রাস্ট প্রেস অব ইন্ডিয়াকে বলেন, ওই তরুণীর পরিবার জয় সিংয়ের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা তাদের সাথে দুর্ব্যবহার করে। এমনটি যুবকের পরিবার তাদের হত্যার হুমকি দেয়।  পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবককে আটক করা যায়নি। এছাড়া তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।   
২৫ আগস্ট, ২০২৩

বৃদ্ধের সঙ্গে গোপন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, অভিনেত্রী গ্রেপ্তার
বৃদ্ধের সঙ্গে একাধিক অশালীন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার  হুমকি প্রদানের অভিযোগে ভারতীয় এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   গ্রেপ্তার অভিনেত্রীর নাম নিত্য সাসি। ‍তিনি মালয়ালম ধারাবাহিক নাটকে অভিনয় করেন। বৃদ্ধের অভিযোগের পর অভিনেত্রী নিত্য ও তার বন্ধু বিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা। কেরলের কোল্লাম জেলার পারাভুর শহরে তার একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি বিক্রি করতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। বৃদ্ধের অভিযোগ, বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে তার সঙ্গে নিত্য ফোনে যোগাযোগ করেন। পরে নিত্য তার সঙ্গে পারাভুরের বাড়িতে দেখা করতে চান। বাড়িটি দেখার জন্য অভিনেত্রী তার বন্ধু বিনুকেও সঙ্গে নিয়ে আসেন। এরপর বৃদ্ধের সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হয়ে নিজের ছবি বিনুকে দিয়ে তুলিয়েছিলেন নিত্য। এরপর থেকে বৃদ্ধকে ভয় দেখাতে শুরু করেন অভিনেত্রী। বৃদ্ধের অভিযোগ, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন নিত্য। তিনি আরও অভিযোগ করেন, বৃদ্ধের ২৫ লাখ টাকা দাবি করেন নিত্য। টাকা দিতে রাজি না হলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। নিত্যের হুমকিতে ভয় পেয়ে তাকে ১১ লাখ টাকাও দেন তিনি। এরপর আরও টাকার দাবি করলে হয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন বৃদ্ধ। বৃদ্ধের এমন অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে নিত্য ও বিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগ প্রমাণিত তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।
৩১ জুলাই, ২০২৩
X