রুপচর্চা / গোলাপ দেবে গোলাপি ঠোঁট
ঠোঁট কালো বা ফ্যাকাসে হলে গাঢ় লিপস্টিকও তা আড়াল করে না। ঠোঁটে আবার গোলাপি আভা ফেরাতে ভরসা রাখতে পারেন গোলাপের ওপর। গোলাপ ও তেল: শুকনো গোলাপের পাপড়ি, এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল, এক চা চামচ মধু নিন। গোলাপের পাপড়ি গুঁড়া করে চিনি, নারকেল তেল এবং মধু ভালোভাবে মেশান। ঠোঁটে মিশ্রণটি ১-২ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ঠোঁট মুছে লিপবাম বা লিপ ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে এক-দুবার এ গোলাপ লিপ স্ক্রাব ব্যবহার করলেই ফল পাবেন। গোলাপ ও দুধ: গোলাপের পাপড়ি বেটে নিন। কাঁচা দুধ ও সর মেশান। ঠোঁটে মিশ্রণটি মিনিট দুয়েক ঘষে ধুয়ে ফেলুন। গোলাপের পাপড়ি ও পেট্রোলিয়াম জেলি: শুকনো গোলাপের পাপড়ি গুঁড়া করে তাতে আমন্ড অয়েল, পেট্রোলিয়াম জেলি ও চিনি মিশিয়ে ঠোঁটে লাগান। ১-২ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

রূপ চর্চা / গোলাপ দেবে গোলাপি ঠোঁট
ঠোঁট কালো বা ফ্যাকাসে হলে গাঢ় লিপস্টিকও তা আড়াল করে না। ঠোঁটে আবার গোলাপি আভা ফেরাতে ভরসা রাখতে পারেন গোলাপের ওপর। গোলাপ ও তেল: শুকনো গোলাপের পাপড়ি, এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল, এক চা চামচ মধু নিন। গোলাপের পাপড়ি গুঁড়া করে চিনি, নারকেল তেল এবং মধু ভালোভাবে মেশান। ঠোঁটে মিশ্রণটি ১-২ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ঠোঁট মুছে লিপবাম বা লিপ ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে এক-দুবার এ গোলাপ লিপ স্ক্রাব ব্যবহার করলেই ফল পাবেন। গোলাপ ও দুধ: গোলাপের পাপড়ি বেটে নিন। কাঁচা দুধ ও সর মেশান। ঠোঁটে মিশ্রণটি মিনিট দুয়েক ঘষে ধুয়ে ফেলুন। গোলাপের পাপড়ি ও পেট্রোলিয়াম জেলি: শুকনো গোলাপের পাপড়ি গুঁড়া করে তাতে আমন্ড অয়েল, পেট্রোলিয়াম জেলি ও চিনি মিশিয়ে ঠোঁটে লাগান। ১-২ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
১০ ফেব্রুয়ারি, ২০২৪
X