যৌথ অভিযানে কেএনএফের ৯ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে আজ বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রসঙ্গত, গত ২ এপ্রিল রুমা উপজেলায় কেএনএফের সশস্ত্র হামলায় সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ভাঙচুর এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে ২ উপজেলায় ৯টি মামলা হয়। কেএনএফকে দমনে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ অভিযানে কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ পর্যায়ক্রমে ১৮ জন নারী ও ৩৭ জন পুরুষসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত যৌথ অভিযানে সশস্ত্র সংগঠনটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগে ১৯ নারী এবং ৩৯ পুরুষসহ ৫৮ জনকে আটক করে যৌথ বাহিনী। ৯টি মামলায় কারাগারে আছেন ৫৫ জন।
১৬ এপ্রিল, ২০২৪

গাজায় স্থল অভিযান / ইসরায়েলকে হাজার হাজার গোলাবারুদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় হামলা শুরুর পর খেকে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। হামলার শুরুতে ইসরায়েলে মার্কিন রণতরী ও সামরিক সহায়তা দিয়ে আসছে দেশটি। এবার গাজায় স্থল অভিযানের দেশটিকে হাজার হাজার গোলাবারুদ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  অ্যাক্সিওস নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউক্রেনের জন্য নির্ধারিত হাজার হাজার ১৫৫ মিলিমিটার গোলাবারুদ ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন।  বিষয়টি সম্পর্কে অবহিত ইসরায়েলের এমন তিনজন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ও সেনাবাহিনী গাজায় স্থল অভিযানের জন্য ওয়াশিংটনের কাছে তাদের দ্রুত গোলাবারুদের প্রয়োজন বলে জানিয়েছে।   প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল আরও বলেছে যে লেবাননের সীমান্তে উত্তেজনার জন্যও তাদের গোলাবারুদের প্রয়োজন রয়েছে।  উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে দেশটিতে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েলে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে দেশটি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমি বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে যাত্রা শুরুর নির্দেশ দিয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ এবং বর্তমান সংঘাত সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ রণতরী পাঠানোয় উদ্বেগ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ক্রমেই ইসরায়েলের নিকটবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী। এটি সেখানে গিয়ে গাজায় ভয়াবহ গণহত্যা চালাবে।  
২০ অক্টোবর, ২০২৩

এবার ইরানের লাখ লাখ গোলাবারুদ ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে বর্তমানে প্রয়োজনীয় অস্ত্রের সংকটে রয়েছে ইউক্রেন। তাদের সে সংকট কাটাতে সহায়তার অংশ হিসেবে এবার ইরানের কাছ থেকে জব্দ করা প্রায় ১১ লাখ গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর রয়টার্স। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য ইরানের পক্ষ থেকে পাঠানো অস্ত্র বছরের পর বছর ধরে জব্দ করে আসছে মার্কিন নৌবাহিনী। এসব অস্ত্র সাধারণত মাছ ধরার ছোট ছোট জাহাজে করে ইয়েমেনে পাঠায় তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দেখভাল করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বুধবার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা প্রায় ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়েছে। ইরানের এসব অস্ত্র মূলত ২০২২ সালের ডিসেম্বরে জব্দ করেছিল মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের বিপ্লবী গার্ড ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে এগুলো পাঠাচ্ছিল। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এসব অস্ত্র ইউক্রেনে পাঠাল যখন দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দাবি করে আসছে কিয়েভ। ফলে যুক্তরাষ্ট্রের এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে না বলে জানিয়েছে রয়টার্স।
০৫ অক্টোবর, ২০২৩
X