হবিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ফোর লেনে কাজ করার সময় দুর্ঘটনায় গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে যায়। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।  বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ফোর লেন প্রকল্পের নির্মাণাধীন ব্রিজের কাজে ভেকু ব্যবহারের সময় অসতর্কতাবসত গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে যায়। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শিল্প কারখানার উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।  জালালাবাদ গ্যাস শাহজিবাজারের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দুর্ঘটনাস্থলে কাজ করছি। আশা করি সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারব।
১৭ ঘণ্টা আগে

আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে 
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ঢাকার আশুলিয়ার বেশকিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আশুলিয়ার কাঠগড়া, আমতলাসহ জিরাবো-বিশমাইল সড়কের দুই পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
০১ এপ্রিল, ২০২৪

৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য এ অসুবিধা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকায় যথারীতি গ্যাস সরবরাহ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি কারণে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে। পাইপলাইনের কাজ শেষে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
০৯ মার্চ, ২০২৪

৪ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গ্যাস ট্রান্সমিশনের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ চলছে। এ কারণে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের চার জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রাজশাহী, পাবনা ও বগুড়ায় সম্পূর্ণ এবং সিরাজগঞ্জের কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। হাটিকুমরুল এলাকার দুটি স্থানে ১ দশমিক ৩২ কিলোমিটার এই গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। যার কারণে এর আওতাধীন চার জেলার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জিটিসিএল সূত্র জানায়, হাটিকুমরুল এলাকায় গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের কারণে  ১ লাখ ২৬ হাজার ১২৯টি গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এর মধ্যে আবাসিক ১ লাখ ২৫ হাজার ৬৫৪ টি, বড় শিল্প ৭৫, সিএনজি ২৯, ক্যাপটিক পাওয়ার ৪৯ ও ৬টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনিক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সুপার ভাইজার জহুরুল ইসলাম বলেন, গত ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ ইঞ্চি ডায়া পাইপ লাইন প্রতিস্থাপন কাজ শুরু হয়। প্রতিস্থাপন কাজ অনেকটা শেষ হয়েছে। এখন এক্সরে করা হবে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জিটিসিএল-এর ম্যানেজার (প্রকৌশল) আইনুল কবির জানান, কাজের অগ্রগতি ভালো হওয়ায় নির্ধারিত সময়ের আগেই গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হবে। দায়িত্বপ্রাপ্তরা আন্তরিকভাবে দ্রুত কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

বগুড়ায় যেদিন থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
বগুড়ায় পাইপ প্রতিস্থাপন কাজের জন্য তিন দিন গ্যাস বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ৭২ ঘণ্টা  পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির বিদ্যমান ৩০ ইঞ্চি ব্যাসের ১ দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপ প্রতিস্থাপনের জন্য টাই-ইন/হুক-আপ কার্যক্রম চালানোর জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১৩ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ
চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পেট্রোবাংলার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে তা উল্লেখ করা হয়নি। এদিকে শুধু চট্টগ্রাম নয়, আজ সকাল থেকেই ঢাকা ও নারায়ণগঞ্জের অনেক এলাকায়ও গ্যাস সংকট দেখা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতের কারণে দেশের অন্যান্য এলাকায় গ্যাসের চাপ কম। দেশীয় গ্যাসের উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে জানিয়ে সংস্থাটি বলেছে, ত্রুটি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ চলছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও কোম্পানিগুলো সার্বক্ষণিক তদারকি করছে। এ ছাড়াও গ্যাস সরবারাহ বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন পেট্রোবাংলা। এদিকে গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।
১৯ জানুয়ারি, ২০২৪

শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাসের পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় কাজের জন্য আগামীকাল শনিবার (২ ডিসেম্বর) রাজধানী ঢাকার পাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা টঙ্গী, ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পার্শ্ব আব্দুল্লাহপুর থেকে বোর্ড বাজার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত তিতাস কর্তৃপক্ষ।
০১ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজারের যেসব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রোববার
গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইনের জন্য মৌলভীবাজারের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।  ঘোষণা অনুযায়ী, রোববার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  শনিবার (২৬ আগস্ট) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে। জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইনের জন্য মৌলভীবাজারের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য। কারিগরিজনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
২৬ আগস্ট, ২০২৩

টঙ্গী বিসিকে গ্যাস সরবরাহ বন্ধ ১২ ঘণ্টা
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য টঙ্গী বিসিক এলাকার গ্যাস সরবরাহ ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। রাত ৮টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও এর নিকটবর্তী এলাকা এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের দুই পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
০৬ জুলাই, ২০২৩
X