বগুড়ায় পাইপ প্রতিস্থাপন কাজের জন্য তিন দিন গ্যাস বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ৭২ ঘণ্টা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির বিদ্যমান ৩০ ইঞ্চি ব্যাসের ১ দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপ প্রতিস্থাপনের জন্য টাই-ইন/হুক-আপ কার্যক্রম চালানোর জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মন্তব্য করুন