১০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আবেদন
নিয়োগি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.। প্রতিষ্ঠানটি তাদের ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. পদের নাম : কল সেন্টার এক্সিকিউটিভ পদসংখ্যা : ১০টি বয়স : ২০ থেকে ৩০ বছর কর্মস্থল : ঢাকা (মিরপুর) বেতন : ১৭,০০০- ২০,০০০ টাকা (মাসিক) অভিজ্ঞতা : সর্বোচ্চ ৮ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৭ মে, ২০২৪ কাজের ধরন : চুক্তিভিত্তিক কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন্যান্য সুবিধা : মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০৯ মে, ২০২৪

চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সূর্যের হাসি নেটওয়ার্ক
বেসরকারি প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  প্রতিষ্ঠানটি ‘ক্লিনিক ম্যানেজার’ পদে বিভিন্ন জেলা পর্যায়ে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : সূর্যের হাসি নেটওয়ার্ক পদের নাম : ক্লিনিক ম্যানেজার আবেদনের বয়সসীমা : কমপক্ষে ৩০ বছর পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, খুলনা, নাটোর, রাজশাহী, সাতক্ষীরা, সিলেট, কক্সবাজার (চকরিয়া), সিলেট (জৈন্তাপুর)। বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৪ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ১৯ এপ্রিল, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস কর্মসংস্থানের অবস্থা : চুক্তিভিত্তিক শিক্ষাগত যোগ্যতা : ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে ব্যাচেলর অব কমার্স (বিকম)। অন্যান্য সুবিধা : নির্বাচিত প্রার্থীরা বছরে ২টি বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। বি : দ্র :  শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এটি একটি উন্মুক্ত বিজ্ঞপ্তি এবং পদটি পূরণ না হওয়া পর্যন্ত এই ধরনের নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিকানা : আবেদিন টাওয়ার, লেভেল ৬, ৩৫ বনানী সি/এ, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
০৬ এপ্রিল, ২০২৪

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়াকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। ৪ জুলাই তার নিয়মিত চাকরি শেষ হবে। তারপর থেকেই তার এক বছরের চুক্তিভিত্তিক চাকরি শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জলের নিয়মিত চাকরি শেষে তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সরকার। আগামী নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে না। তোফাজ্জল হোসেন মিয়া এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও সিনিয়র সচিব ছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে তিনিই নির্বাচনকালীন মুখ্য সচিব থাকবেন। পিরোজপুরে জন্ম নেওয়া তোফাজ্জল হোসেন মিয়া ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। চাকরিতে যোগ দিয়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে কাজ করেছেন।
১২ জুন, ২০২৩
X