গোরস্থান, মাদ্রাসার দান বাক্স ভেঙে চুরি
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৩০ বছরের পুরোনো তেবাড়িয়া খয়েরচারা মাঠপাড়া শেরকান্দি গোরস্থান ও নতুন বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানার দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ মে) রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডে বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও পার্শ্ববর্তী গোরস্তানে এ ঘটনা ঘটে। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার হলবাজার থেকে জিলাপিতলা আঞ্চলিক সড়কের কোলঘেঁষে গড়ে ওঠা তেবাড়িয়া খয়েরচারা মাঠপাড়া শেরকান্দি গোরস্থান ও পাশে থাকা নতুন বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার-এতিমখানার সীমানা প্রাচীরের মধ্যে দুটি দান বাক্স নির্মাণ করা হয়। প্রায় ৩০ বছর ধরে ওই বাক্সে নানা ধরনের নিয়ত করে টাকা-পয়সা দান করে আসছেন স্থানীয়রা। মাদ্রাসা ও গোরস্থান উন্নয়ন কাজের জন্য বছর শেষে দান বাক্স থেকে টাকা তুলতেন কর্তৃপক্ষ। গতকাল রাতে অজ্ঞাতনামা চোরের দল মাদ্রাসা ও গোরস্থানের দুটি দান বাক্সেরই তালা ভেঙে ভেতরে থাকা সব টাকা পয়সা নিয়ে যায়। এ সময় মাদ্রাসা থেকে দুটি সাইকেলও নিয়ে যায় তারা।  এ বিষয়ে গোরস্থান কমিটির সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, মাদ্রাসা পরিচালক আব্দুল মালেকসহ এলাকাবাসী বলেন, এ পথে যাওয়ার সময় ১ মিনিট দাঁড়িয়ে অনেকেই গোরস্থান ও মাদ্রাসার জন্য দান করে যান। দুঃখের বিষয় সেই দানবাক্সের তালা ভেঙে চোরেরা সব টাকা-পয়সা নিয়ে গেছে। তারা আরও বলেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের অনেক দূর-দুরান্ত থেকে সাইকেলে করে আসে। কিন্তু সেই সাইকেলও নিয়ে গেছে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম আকিব বলেন, দান বাক্স ভেঙে চুরির ঘটনায় মাদ্রাসা ও গোরস্থান পরিচালনা কমিটি একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০ মে, ২০২৪

১২ সেকেন্ডে চুরি ৩০০ কোটি টাকা
পড়ালেখা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে। কিন্তু এই গাড়ি-ঘোড়া কিনতেও তো টাকা দরকার। আর তাই পড়ালেখা করার পর সেই টাকা জোগাড়ের খোঁজেই নেমেছিলেন বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি থেকে পড়াশোনা শেষ করা দুই ভাই। পড়াশোনালব্ধ নিজেদের জ্ঞান কাজে লাগিয়ে মাত্র ১২ সেকেন্ডে হাতিয়ে নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকা। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন হলেন ২৪ বছর বয়সী আন্তন পেরেইর-বুয়েনো এবং অন্যজন ২৮ বছর বয়সী জেমস পেরেইর-বুয়েনো। ক্রিপটো মুদ্রায় বড় ধরনের চুরির অভিযোগে এরই মধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চুরির এ ঘটনাটিকে একটি জলজ্যান্ত উপন্যাস হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ভাইদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ ক্রিপটো মুদ্রা চুরির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটি টাকার কাছাকাছি।
১৯ মে, ২০২৪

১২ সেকেন্ডে চুরি ৩০০ কোটি টাকা
পড়ালেখা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে। কিন্তু এই গাড়ি-ঘোড়া কিনতেও তো টাকা দরকার। আর তাই পড়ালেখা করার পর সেই টাকা জোগাড়ের খোঁজেই নেমেছিলেন বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি থেকে পড়াশোনা শেষ করা দুই ভাই। পড়াশোনা লব্ধ নিজেদের জ্ঞান কাজে লাগিয়ে মাত্র ১২ সেকেন্ডে হাতিয়ে নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকা।  এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন হলেন ২৪ বছর বয়সী আন্তন পেরেইর-বুয়েনো এবং অন্যজন ২৮ বছর বয়সী জেমস পেরেইর-বুয়েনো। ক্রিপটো মুদ্রায় বড় ধরনের চুরির অভিযোগে ইতোমধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চুরির এই ঘটনাটিকে একটি জলজ্যান্ত উপন্যাস হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিরা।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ভাইদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ ক্রিপটো মুদ্রা চুরির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটি টাকার কাছাকাছি।  কর্তৃপক্ষের অভিযোগ, এমআইটিতে তারা যে বিষয়ে পড়াশোনা করেছেন, সেই পড়াশোনাকে কাজে লাগিয়েই ২০২৩ সালের এপ্রিলে ৩০০ কোটি টাকা চুরি করেছিলেন আন্তন ও জেমস। কাজটি করার সময় দুই ভাই একটি সফটওয়্যার কোডের দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্লোজ হয়ে যাওয়া একটি লেনদেনে প্রবেশ করে ক্রিপটো মুদ্রার গতিবিধি পরিবর্তন করে। এরপর মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে লোপাট করেন ২ কোটি ৫০ লাখ ডলার।  বর্তমানে দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থ জালিয়াতি এবং পাচারের মতো ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে আন্তনকে গ্রেপ্তার করা হয়েছে বোস্টন থেকে, আর জেমসকে গ্রেপ্তার করা হয় নিউইয়র্কে। গ্রেপ্তারের ঘটনায় তাদের আইনজীবীদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে তারা কোনো সাড়া দেননি।    কৌঁসুলিরা দাবি করেছেন, চুরি করার পর আন্তন ও জেমস তহবিল ফেরত দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এর পরিবর্তে তারা তাদের চুরি করা ক্রিপটো মুদ্রা লুকানোর পদক্ষেপ নিয়েছিলেন। যা তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিসেবে কাজ করবে।   
১৮ মে, ২০২৪

দোকান থেকে শুধু আইফোন চুরি করে সে
সাধারণ কোনো মোবাইল ফোন নয়, দোকান থেকে শুধু আইফোন চুরি করে মো. রাসেল ওরফে সাগর (২৮)। বসুন্ধরা সিটির বিভিন্ন মোবাইল ফোনের দোকানে ঢুকে ক্রেতা সেজে আইফোন চুরি করে থাকে। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছে পুলিশের হাতে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাগর শুধু আইফোন চুরি করে। পরে তা বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়। তার মূল টার্গেট বসুন্ধরা শপিংমলের মোবাইল ফোনের দোকানগুলো। এসব দোকানে ফোনও প্রচুর থাকে, আবার ভিড়ও থাকে। এমন ভিড়ে ক্রেতা সেজে দোকানে ঢোকে সাগর। এরপর অন্য ক্রেতার চাপে বিক্রয়কর্মী একটু অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যায়। ওসি আরও বলেন, বৃহস্পতিবারও ক্রেতা সেজে ‘অ্যাপল গ্যাজেট’ নামে একটি দোকানে যায় সাগর। পরে কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তার এই পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে ফেলেন বিক্রয়কর্মী। পরে তাকে আটক করা হয়। অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে চুরির প্রমাণ মিলেছে সাগরের বিরুদ্ধে।
১৮ মে, ২০২৪

গরু চুরি করতে এসে মোটরসাইকেল রেখে গেল চোর
কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরের দল একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ মে) রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির ঘোড়াময়দান সিরাজ ড্রাইভারের বাড়িতে।  মঙ্গলবার (১৪ মে) সকালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চোর ও গরু উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, সোমবার রাতে ঘোড়াময়দান গ্রামের আলম নামের এক ব্যক্তির ঘরে ঢুকে দুটি গাভি গরুর একটি নিয়ে যায় চোরের দল। চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত আলম বলেন, ভোর রাতে তার স্ত্রীর ঘুম ভাঙলে গরু ঘরে গিয়ে দেখেন দরজা খোলা। দুটি গরুর মধ্যে একটি নেই। চুরি হওয়া গরুটির দাম প্রায় ১ লাখ টাকা। চোররা টয়লেটের দেওয়াল টপকে গরু ঘরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। পরে জানতে পারে সিরাজ ড্রাইভারের বাড়িতে চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে। সিরাজ ড্রাইভার বলেন, রাতে গরু ঘরে গিয়ে দেখতে পান তার ঘরের পাশে একটি মোটরসাইকেল পড়ে আছে। বিষয়টি চেয়ারম্যানকে জানান তিনি। মনে হয় চোরের দল টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী কালবেলাকে বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলটি নাথেরপেটুয়া থেকে চুরি করে এনেছে বলে জানা গেছে। হয়তো তেল শেষ হয়ে যাওয়ায় মোটরসাইকেলটি নিয়ে যেতে পারেনি তারা। গরু চুরির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।
১৪ মে, ২০২৪

কাস্টম গুদামের সোনা চুরি : প্রতিবেদন ৩০ জুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন আদালত।  সোমবার (১৩ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।  সোনা চুরির ঘটনায় কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানায় এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা খোয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস এ গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।  তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, কোনো চক্র সুকৌশলে কাস্টম হাউস থেকে জব্দ সোনা সরিয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে সরানো হয়েছে, নাকি একবারেই গায়েব করা হয়েছে তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। গত ২ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। এ ঘটনায় শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১৩ মে, ২০২৪

দরজার হ্যাজবল ভেঙে টাকাসহ ৩৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি
ঝালকাঠিতে একটি ভবনে দুর্ধর্ষ চুরি হয়েছে। বাসার দরজার হ্যাজবল ভেঙে ৩৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র। বৃহস্পতিবার (৯ মে) রাতে ঝালকাঠি পৌরসভার ৩১০ শেখ মুজিব সড়কে পালবাড়ী এলাকার মৃত কাশেম হাওলাদারের বিল্ডিংয়ের দোতলার পশ্চিম পাশের ফ্ল্যাটের দরজার হ্যাজবল ভেঙে এ চুরি হয়। ওই ভবনে ফ্ল্যাটে ৩ বছর যাবত বসবাস করেন সদর উপজেলার পিপলিতা এলাকার মো. আলাউদ্দিন খানের ছেলে মো. বাহাদুর খান (৩৮)৷ তিনি ভিশন ড্রাগস লি. এর ঝালকাঠি শাখায় মার্কেটিংয়ে কাজ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, মো. বাহাদুর খান মার্কেটিংয়ের কাজে পিপলিতা বাজার যান। তার স্ত্রী বৃহস্পতিবার বিকেলে কাউখালী উপজেলার পানা এলাকায় বেড়াতে যান। রাতে বাড়ির মালিকের স্ত্রী জনৈকা বুলু বেগম বাসার মেইন দরজা খোলা দেখে বাহাদুরকে ফোন করে জানায়।  বাসায় এসে বাহাদুর দেখেন দরজার হ্যাজবল ভাঙা। ঘরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। রুমের মধ্যে  স্টিলের আলমিরা ভাঙা। ড্রয়ারের মধ্যে রাখা ২ ভরি স্বর্ণের দুই জোড়া বালা, ২.৫ ভরি ওজনের স্বর্ণের নেকলেস, ১.৫ ভরি ওজনের ৪টি স্বর্ণের চেইন, ১.৫ ভরি ওজনের স্বর্ণের কানের দুল, ১ ভরি ওজনের ৮টি স্বর্ণের আংটি, ৮ আনা ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট এবং নগদ ৬০ হাজার টাকা নাই। বাহাদুর খান বলেন, আমি প্রতিদিনের মতো মার্কেটিংয়ের কাজে চলে গেছি। আমার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে তার বোনের বাসা কাউখালীতে চলে গেছে। বড় মেয়ে নানাবাড়িতে গেছে। রাত ৯টার দিকে বাড়ির মালিকের স্ত্রী কল দিয়ে জানান বাসার দরজা খোলা। এরপর তো বাসায় এসে দেখি আমার সবকিছু নিয়ে গেছে। মোট ৩৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার। আলমারির ড্রয়ারে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, বাহাদুর খানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০ মে, ২০২৪

চুরি ঠেকাতে রাত জেগে পাহারা, সড়কে চেকপোস্ট
সিরাজগঞ্জের কামারখন্দে চুরি ঠেকাতে দলবেঁধে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। গ্রামের প্রধান সড়কে বসিয়েছেন চেকপোস্ট। গত কয়েক মাসে গরু, অটোরিকশার ব্যাটারি ও জনসাধারণের মূল্যবানসামগ্রী চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে স্থানীয়রা। এদিকে উপজেলা প্রশাসন ও কামারখন্দের থানা পুলিশও বিষয়টি তদারকি করছে। সরেজমিনে বৃহস্পতিবার (৯ মে) রাতে উপজেলার ভদ্রঘাট, ঝাঐল, জামতৈল, রায়দৌলতপুর গিয়ে দেখা যায় প্রতিটি ইউনিয়নের চারজনের গ্রুপে ভাগ হয়ে বাঁশের লাঠি ও টর্চ নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। কামারখন্দের থানা পুলিশ টহলের মাধ্যমে এ কাজে উৎসাহ প্রদান করছে। এ ব্যাপারে জামতৈল ইউনিয়নের কর্ণসূতি গ্রামের পাহারাদার মো. উজ্জ্বল মন্ডলের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাদের থানার ওসি ও মেম্বারের নির্দেশে আমরা চেকপোস্ট বসিয়েছি। সামনে কোরবানির ঈদ। ঈদের আগে যেন কোনোভাবেই আমাদের এলাকা থেকে গরুসহ মূল্যবান জিনিস চুরি না হয় সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য রাতে কোনো মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাক থামিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। পাহারাদার আলহাজ মন্ডল ও আল আমিন বলেন, গত কয়েকমাস ধরে আমাদের এলাকায় গরু , ব্যাটারিচালিত ভ্যানসহ মূল্যবান জিনিস চুরি হয়েছে। সামনে কোরবানির ঈদে যাতে গরু চুরি না হয় এ জন্য আমরা রাতে পাহারা দিচ্ছি। রায়দৌলতপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশের নির্দেশনায় আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চুরি ঠেকানোর চেষ্টা করছি। কামারখন্দ ওসি মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিটিং করে ৩৬টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ বিষয়টা তদারকি করছে, সেই সঙ্গে ৫টি টিম কাজ করে যাচ্ছে।
১০ মে, ২০২৪

চুরি যাওয়া জিনিস প্রধান শিক্ষককে কিনে দিতে বললেন শিক্ষা অফিসার
সিরাজগঞ্জের কামারখন্দে একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ মে) রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ৬৭ নম্বর পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ মে) কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরির তথ্য মতে, প্রতিদিনের মতো বুধবারে বিদ্যালয়ের কার্যক্রম শেষ করে তালা ঝুলিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান সকল শিক্ষকরা। পরেরদিন সকালে প্রধান শিক্ষক সহকর্মীদের নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হলে অফিস কক্ষের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে বিদ্যালয়ে ব্যবহৃত প্রজেক্টর, কাঁসার ঘন্টা এবং একটি রাউডার হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা পারভীন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে তিনি বলেন, এটা আপনার অবহেলায় হয়েছে। যেগুলো চুরি হয়েছে আপনি সেগুলো কিনে দিবেন। আমার বিদ্যালয়ে নৈশ প্রহরী নেই। তাহলে আমি কী রাতে বিদ্যালয়ে থেকে পাহারা দেব নাকি। কামারখন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম কালবেলাকে বলেন, প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলার কারণে এ চুরি হয়েছে। ঐখানে নৈশ প্রহরী নেই। সকল উপকরণ তিনি কীভাবে হেফাজত করবে সেটা ওনার দায়িত্ব। খোয়া যাওয়া জিনিসপত্র কীভাবে আনবে সেটা তিনি বুঝবেন।
১০ মে, ২০২৪

যশোরে মন্দিরের স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালপত্র চুরি
যশোরের কেশবপুর পৌর শহরের কেন্দ্রীয় কালীমন্দিরে গ্রিল কেটে ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। কেশবপুর কেন্দ্রীয় কালীমন্দিরের সাধারণ সম্পাদক কনক সেন বলেন, রাতে একদল দুর্বৃত্ত মন্দিরের পেছন দিয়ে দোতলায় ওঠে। এরপর জানালা এবং ঠাকুরঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে মা-কালী বিগ্রহের মাথায় থাকা ৫ ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট, দেড় ভরি ওজনের একটি সীতাহার, স্বর্ণের তিনটি কণ্ঠজিপ, ২০ ভরি রুপার গহনা, ২০টি শাড়িসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। কেশবপুর থানার ওসি জহিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
১০ মে, ২০২৪
X