গবেষকদের সঙ্গে এআইইউবি’র চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ ও ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে ড. লামাগনা গবেষকদের জন্য তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এআইইউবি-এর চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়। এআইইউবির গবেষকরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি ৪ (গুণমান শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন, এবং অবকাঠামো) ও এসডিজি ১৭ (লক্ষ্যের জন্য অংশীদারিত্ব) এর ওপর গবেষণাকে গুরুত্ব প্রদান করেন।
২৩ এপ্রিল, ২০২৪

জয়িতার উদ্যোক্তাদের টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর
ঢাকার ধানমন্ডিতে রাপা প্লাজায় জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জয়িতার পাঁচ নারী উদ্যোক্তার হাতে ৭ লাখ ৪৫ হাজার টাকার ঋণের আওতায় পাঁচটি টিভিএস উইগো স্কুটার হস্তান্তর করেন। এ ছাড়া তিনি জয়িতা ফাউন্ডেশনের ৭৫ নারী উদ্যোক্তাকে ১১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, টিভিএস অটো বাংলাদেশের এমডি জে একরাম হোসেন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন। জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে ৫ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হচ্ছে। সিটি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংকের মাধ্যমে ঋণগুলো দেওয়া হচ্ছে।
১৩ জুলাই, ২০২৩
X