ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার
কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেনের ছোট ভাই সোহেল হোসেন সাদ্দামকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।  সোহেল হোসেন সাদ্দাম বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। স্থানীয়রা জানান, মাদককারবার ছাড়াও সাদ্দাম নানাধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদ্দামের বিরুদ্ধে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা করেছেন। আসামি সাদ্দামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, বিপুলাসার বাজারের মফিজ মিয়ার মার্কেটে সাদ্দামের মালিকানাধীন মা-বাবার দোয়া অটো গ্যারেজে অভিযান চালায় নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় সাদ্দামের দেহ তল্লাশি করে ৭৪ পিস এবং তার দেওয়া তথ্যমতে দোকানের ক্যাশবাক্স থেকে আরও ৫০টি ইয়াবা উদ্ধার করে। এ সময় নগদ ১৭ হাজার ২০০ টাকা ও ৩টি স্মার্টফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জানতে বিপুলাসার ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
২৪ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে মাদকসহ ভাইস চেয়ারম্যানের ভাই আটক
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাই মোস্তফা (৩৫)-কে আটক করেছে থানা পুলিশ।  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার চালা পলাশ মার্কেট থেকে তাকে আটক করা হয়।  বেলকুচি থানার ওসি খায়রুল বাশার আটকের খবর নিশ্চিত করেছেন।  আটক মোস্তফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখের ছোট ভাই ও চরচালা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাকে ২৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
২৮ সেপ্টেম্বর, ২০২৩
X