টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের শ্রদ্ধা
মহান স্বাধীনতার মাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশেনর মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  ডা. জাকির সুমন, ডা. জাহান শামস নিটল, ডা. মনজু, ডা. তারিক,ডা. উজ্জ্বল, ডা. মেহেদী, ডা. মুরাদ, ডা. শুভ, ডা. মিম, ডা. রানা, ডা. ফয়সাল, ডা. মুনির, ডা. স্বীকৃত ও ডা. সামি। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলামও এতে অংশ নেন।
৩০ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের শ্রদ্ধা
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অধ্যাপক জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।  উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, অধ্যাপক ডা. হারিসুল হক, মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ প্রলয় কুমার জোয়ারদার, ডা. বেলাল হোসেন সরকার, ডা. মামুন মোর্শেদ, ডা. শাহ্ মো. জাকির হোসেন, ডা. জাহান শামস নিটল, ডা. আবিদ, ডা. জাকির, ডা. কাউসার, মো. আলমগীর হাসানসহ আরও অনেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশে। মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১০ জানুয়ারি, ২০২৪
X