হঠাৎ করেই জাতীয় দল থেকে রোমান সানার অবসর
একদম হঠাৎ করেই বাংলাদেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়ে তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। অবসরের কারণ হিসেবে অবশ্য চিঠিতে ব্যক্তিগত কারণকে উল্লেখ করেছেন তিনি। তার অবসরের চিঠি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন আহমেদ।   রাজিব উদ্দিন আহমেদ প্যারা আরচ্যারির কাজে বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখান থেকে তিনি দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ‘রোমান ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে আর খেলতে চায় না। আমাদের বিষয়টি জানিয়েছে।’ রোমানের সঙ্গে অবশ্য ফেডারেশনের বেশ কিছু দিন ধরেই দূরত্ব ছিল। সেই অভিমান থেকেই এই সিদ্ধান্ত কি না এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে মান অভিমানের কিছু নেই। সে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে।’ বেশ কিছুদিন ধরেই অবশ্য বাজে পারফরম্যান্সের ভেতর দিয়ে যাচ্ছিলেন রোমান। যে কারণে গত ফেব্রুয়ারিতে ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি প্রতিযোগিতার বাংলাদেশ দলে রাখা হয়নি তাকে। খুলনায় জন্মগ্রহণ করা রোমান সানা ২০১৯ সালে বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। একই বছর ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণপদক জেতেন।  ২০২০ টোকিও অলিম্পিকে রোমান সানা নিজ যোগ্যতায় খেলেছিলেন। যা বাংলাদেশের জন্য বিশাল অর্জন ছিল।
০৩ মার্চ, ২০২৪

কারা হচ্ছেন টাইগারদের ব্যাটিং-বোলিং কোচ!
ভারত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের কোচিং প্যানেল পুনর্গঠনের প্রক্রিয়ায় নামে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে ৪টি পদের জন্য আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। জাতীয় দলের এই চাকরির জন্য আবেদন করেন দেশ-বিদেশের অনেক কোচ। এদের মধ্যে থেকে বাছাইকৃতদের ইন্টারভিউ নেয় কোচ নিয়োগ কমিটি। ব্যাটিং কোচের জন্য স্টুয়ার্ট ল, থিলান সামারাভিরা ও ডেভিড হেম্পের নাম সুপারিশ করা হয়। আর মাহাবুব আলী জাকি, করি কলিমোর ও আন্দ্রে অ্যাডামসের নাম সুপারিশ করা হয় পেস বোলিং কোচ হিসেবে। পরে গত ১২ ফেব্রুয়ারি এই সংক্ষিপ্ত তালিকা থেকে একজন করে কোচ চূড়ান্ত করতে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেয় বিসিবি পরিচালনা পর্ষদ। সেখান থেকে ব্যাটিং কোচ হিসেবে ডেভিভ হেম্পকে বেছে নেওয়া হয়। বিসিবির এক কর্মকর্তা জানান স্টুয়ার্ট ল ও সামারাভিরার চেয়ে কম সুযোগ-সুবিধায় কাজ করতে রাজি হয়েছেন হেম্প। তিনি জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পুলে আছেন। গত বছর ডিসেম্বরে জাতীয় দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে যান তিনি। কাজ করেছেন হাইপারফরম্যান্স ইউনিট-এইচপিতেও। সেই হিসেবে ক্রিকেটারদের কাছে বেশ পরিচিত হেম্প। বারমুডার হয়ে ২২টি ওয়ানডেতে এক সেঞ্চুরিতে ৬৪১ রান করেছেন তিনি। ব্যাটিংয়ে তার গড় প্রায় ৩৪। দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান ২০। শান্ত-লিটনদের ব্যাটিং টেকনিক ঠিক করার দায়িত্ব পাচ্ছেন তিনি। জাতীয় দলের জন্য এইচপির পেস বোলিং কোচ কলিমোর ও জাকির চেয়ে নিউজিল্যান্ডের অ্যাডামসকে বেশি মনে ধরেছে বিসিবির বিশেষ কমিটির। তাই তো তাসকিন-শরীফুদের সাবেক কিউই এ পেসারের হাতে তুলে দিচ্ছে বিসিবি। ২০১৫ সালে খেলা ছেড়ে কোচিং পেশায় মনোনিবেশ করেন তিনি। অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটের দল নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু। দক্ষিণ আফ্রিকা সফরে নিউজিল্যান্ড নারী দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। পেস বোলিং কোচ হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন কিউইদের জাতীয় দলেও। ৪২ ওয়ানডেতে ৫৩ উইকেট শিকার করেন অ্যাডামস। এ ছাড়া এক টেস্ট ও ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ১৭৩ প্রথম শ্রেণির ম্যাচে ৪ হাজার ৫৪০ রানের পাশাপাশি শিকার করেন ৬৯২ উইকেট। ১৬৫ লিস্ট এ ম্যাচে ১ হাজার ৫০৪ রান ও ২০৯টি উইকেট নেন তিনি। ইংলিশ কাউন্টিতে নটিংহ্যাম্পশায়ার, হ্যাম্পশায়ার ও এসেক্সে খেলেছেন নিউজিল্যান্ডের এই কোচ।
২০ ফেব্রুয়ারি, ২০২৪

এবার জাতীয় দল থেকেও বাদ পড়ছেন জিকো-মোরসালিনরা
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচজন ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস। এবার একই কারণে জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে যাচ্ছে এই পাঁচ ফুটবলারের। আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি থেকেও বাদ পড়তে যাচ্ছেন জিকো-মোরসালিনরা।  বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে (বাফুফে) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তেমন ইঙ্গিত মিললেও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বাফুফে।   নির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদমাধ্যমকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আসলে ওই ফুটবলারদের জাতীয় দলের জন্য বিবেচনা করা কঠিন। শৃঙ্খলাজনিত শাস্তি সবার জন্যই হওয়া উচিত বলে মনে করি। তবে সম্ভবত তাদের জাতীয় দলে নেবেন না কোচ।’ বাফুফে সভাপতি আরও বলেন, ‘বসুন্ধরা কিংস ৩-৪ দিন আগেই আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, শৃঙ্খলাজনিত কারণে ৪-৫ জন ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তারা। এমনকি ক্লাবের কাছে ক্ষমাও চেয়েছে পাঁচ খেলোয়াড়। ক্লাব শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা নেওয়ায় বিষয়টা আমরা তদন্ত করতে দিয়েছি।’ বাফুফের আরেক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিষিদ্ধ খেলোয়াড়দের বাংলাদেশ দলে নিতে চান না বলে নিজেই বাফুফেকে জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। কাবরেরা বাফুফে সভাপতিকে জানিয়ে দিয়েছেন, তাদের স্কোয়াডে বিবেচনা করা যাবে না। নিষিদ্ধ হওয়া পাঁচ ফুটবলার হলেন- সেন্টারব্যাক তপু বর্মণ, গোলকিপার আনিসুর রহমান জিকো, অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন, স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ ও ফুলব্যাক রিমন হোসেন। উল্লিখিতদের সঙ্গে দলের একাধিক স্টাফও জড়িত রয়েছে বলে অভিযোগ আছে। গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপে মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় বসুন্ধরা কিংস। পরদিন দেশে ফেরার সময় নিষিদ্ধ ৫ ফুটবলারের ব্যাগ থেকে ৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেন হযরত শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। 
০৪ অক্টোবর, ২০২৩
X